Tripti dimri এর জন্য Animal দেখে থাকলে এবার Qala and Bulbbul দেখে আসুন…
It’s hard to say that, Tripti dimri এখন পুরো ইন্ডিয়ায় Ranbir Kapoor এর সাথে Intimate scene এর জন্য ভাইরাল হচ্ছে। বলতে গেলে বর্তমানে রাতারাতি INDIA এর National Crush তো Tripti dimri হয়ে গিয়েছে।
অথচ এই অভিনেত্রী গতবছরও বলিউডের সেরা মুভি উপহার দিয়েছে Qala মুভিতে অভিনয় করে। Animal এর জন্য সে মোটেও ভাইরাল বা খ্যাতি যাই বলি না কেন ডিজার্ভ করে না বরং সে ডিজার্ভ করে Qala,Bulbbul, Laila Manju দিয়ে।
Tripti Dimri Movies
খুব বেশি একটা কাজ করে নি। হাতে গোনায় কয়েকটা মাত্র। এই কদিন আগেও কেউ তার নামই জানতো না। এদিকে Ananya Pandey, Sara Ali khan যদি টয়লেটেও যায় সেটাও মুহুর্তে খবরে চলে আসে।
Tripti Dimri Film career
জন্ম ১৯৯৪ সালের ২৩ ফেব্রুয়ারীতে।
২০১৭ সালে Poster Boys দিয়ে বলিউডে সাইড রোলে অভিনয়ে অভিষেক। এই মুভিতে তাকে মনে রাখার মতো কিছুই ছিল না যদিও। তারপর ২০১৮ সালে। Laila Manju দিয়ে প্রথম lead role এ অভিনয় করেছিলেন। তারপর থেকে পরিচিতি পায়।
এরপর তার প্রথম সাড়া জাগানো হরর মুভি Bulbbul.. 2020 সালে Anushka Sharma প্রযোজিত নেটফ্লিক্সে (Netflix) সে বছর বেশ আলোচিত মুভি ছিল Bulbbul… এই মুভির মাধ্যমে সবার কাছে বেশ প্রশংসিত হয়েছিল। সেই সাথে মুভিও ছিল দারুণ।
আরো পড়ুন,
রক্তে রাঙা এত জঘন্য সিনেমা বানানোর মানে কি ? অ্যানিমাল ছবি বিতর্কে বললেন এই পরিচালক
Panchayat Season 3 First Look: আসতে চলেছে পঞ্চায়েত সিজন 3, জানুন কবে এই সিরিজের Release Date
ব্যার্থ অ্যালকোহলিক থেকে ভয়ংকর ভিলেন রূপে কামব্যাক
মাঝে আবার ২ বছর গেপ। ২০২২ সাল, একেবারে ডিসেম্বরের ১ তারিখে নেটফ্লিক্সে Qala মুভি মুক্তি পায়। বছরের শেষে বছরের সেরা মুভি উপহার দিয়েছেন। সেই সাথে Irfan Khan এর ছেলে Babil khan ও ছিলেন অসাধারণ। এই মুভিতে Tripti dimri এর পারফরম্যান্স দেখে অনেক অবাক হয়েছিলাম। একজন মানসিক ভাবে প্রচন্ড ডিপ্রেসড একটা ক্যারেক্টারে এত নিখুঁত অভিনয় ❤️।
যাই হোক Tripti dimri এখন ইন্ডিয়াতে আলোচনার কেন্দ্রবিন্দু। Rashmika কে হটিয়ে এখন National crush Tripti dimri…
Tripti dimri এর মতো আরও Underrated অভিনেত্রী রা আছে। যাদের শুধু মাত্র প্রয়োজন একটু ধাক্কা। যেই ধাক্কায় সবার সমানে হাইলাইট হতে পারে তাদের টেলেন্ট টুকু।
মন ভালো করার গল্প, অসাধারণ অভিনয়ে অ্যানিমাল ঝড়েও দর্শকমহলে প্রশংসিত Nani – Mrunal
কমিক্স এর মতো হলো কি শাহরুখ কন্যার প্রথম ছবি? স্টার কিডসদের ডেবিউ কি ফ্লপ !