অ্যানিমাল ছবি বক্স অফিসে তাণ্ডব করেই চলেছে। প্রথম সপ্তাহের পর দ্বিতীয় সপ্তাহেও হাউজফুল বেশিরভাগ থিয়েটার। ছবির সাফল্যের সঙ্গে কিন্তু চলছে বিতর্ক ও। অনেকেই এই ছবির গল্প ও মারামারি নিয়ে সমালোচনা করেছেন । নিউজ চ্যানেল থেকে পাড়ার মোড়ের চায়ের দোকানে ও কিন্তু চলছে এই ছবি নিয়ে আলোচনা – সমালোচনা । অ্যানিমাল বিতর্কে এবারে কলম ধরলেন কলকাতার থিয়েটার পরিচালক অর্কপ্রভু দাম…
Animal Movie Controversy
লেখক বা ঔপন্যাসিকরা কোনও একটি নির্দিষ্ট চরিত্রকে নিয়ে series লিখলে, তার বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণাবলী রিপিট করেন নিজের লেখায়।সেটা স্বাভাবিক,কারণ গল্প নতুন হলেও চরিত্রটি তো সেই একই আছে।কিন্তু কোনও পরিচালক যদি নিজের বিভিন্ন আলাদা আলাদা গল্পের মূল চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে রিপিট করতে থাকেন একই ধাঁচে,একই ছকে তাহলে বলতে হবে যে সেই বৈশিষ্ট্যগুলোর প্রতি পরিচালকের অবসেশন আছে,যা একটি পর্যায়ের পরে ক্ষ্যাপামোতে পরিণত হয়। আলফা মেল,বেশ বুঝলাম।কেউ চান পড়াশোনা করে আই.পি.এস, আই.এ.এস হতে,বা কেউ ডাক্তার,ইঞ্জিনিয়ার,
সাহিত্যিক বা ব্যবসায়ী হতে চান।সন্দীপ রেড্ডি ভাঙ্গা চেয়েছিলেন আলফা মেল হতে। পারেননি,ব্যর্থ হয়েছেন তাই হয়তো নিজের সব ছবির মূল চরিত্রের মধ্যে আলফা মেল জাতীয় বৈশিষ্ট্য উপুড় করে ঢেলে দিয়ে নিজের সাধ পূরণ করেন।
তবে ভাঙ্গাবাবুর এই ছবিতে কিছু বিষয় বেশ চিত্তাকর্ষক ছিল।যেমন-
১) ছবিতে কোনও পুলিশ অফিসার তো ছেড়ে দিন, কনস্টেবলের খোঁজও আপনি পাবেন না।দুমদাম গোলাগুলি চলছে,গ্রেনেড,মেশিন গান।কিন্তু ঘটনার পরে কোনও পুলিশের দেখা মেলে না,যেন ভারতবর্ষ না এটা সোমালিয়া।ভারতের মধ্যেও সোমালিয়ার ইউনিভার্স ক্রিয়েট করতে পারাটা ভাঙ্গাবাবুর একটা কৃতিত্ব।
Animal Movie Controversy Scene
২) সাধারণ কৃষক পরিবারের কিছু সন্তানকে রণবীর একবারে কিছু ঘণ্টার মধ্যে একটি যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য রাজি করিয়ে নেন। নিজেদের আত্মীয় হলেও প্রায় হাসিমুখে প্রায় কোনও প্রশ্ন না করে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েন তাঁরা।Really fascinating.. কৃষক পরিবারের সন্তানদের কমব্যাট স্কিল দেখলে চমকে যাবেন, এ.কে ৫৬,গ্রেনেড, পিস্তল, এস.এম.জি তাঁরা অবলীলাক্রমে চালান,যেন এই স্কিল তাঁদের জন্মগত।সে ক্ষেত্রে কোনও পূর্ব প্রেক্ষাপট দেখানোর প্রয়োজন মনে করেননি পরিচালক। রণবীরের ক্ষেত্রেও একই ব্যাপার।তিনি এই কমব্যাট স্কিল কোথায় শিখলেন তাও অজানা রয়ে যায়। “আলফা মেল”-রা মনে হয় সবই পারেন।আলাদা করে শেখার বা অনুশীলনের কোনও প্রয়োজন নেই।
আরো পড়ুন,
Panchayat Season 3 First Look: আসতে চলেছে পঞ্চায়েত সিজন 3, জানুন কবে এই সিরিজের Release Date
কমিক্স এর মতো হলো কি শাহরুখ কন্যার প্রথম ছবি? স্টার কিডসদের ডেবিউ কি ফ্লপ !
৩)The main protagonist is all about muscles with zero brain… গোলাগুলি চালানো বা মেজাজ সপ্তমে চড়িয়ে রেখে সবাইকে ধমকানোর মধ্যে তার যে ভাললাগা কাজ করে,নিজের বুদ্ধি খরচের ক্ষেত্রে সেটা পরিলক্ষিত হয় না। রাস্তার ক্ষ্যাপা ষাঁড়ও তো যখন তখন যাকে তাকে গুঁতিয়ে দেয় আর রেগে থাকে। যাক গিয়ে, এটাই হয়তো চিত্রনাট্যের চাহিদা ছিল।ভাঙ্গাবাবুর স্পেশালিটি।
৪)সন্দীপ রেড্ডি ভাঙ্গা বলেছিলেন যে “I will show them what a violent film is.” ছবি দেখে বেরোনোর সময়ে এই কথাটা মনে পড়ে হাসি পেয়ে গেছিল। এই নাকি ভায়োলেন্স,আর সেটা নিয়ে মার্কেটিং! পরিচালক হয় নিজে Texas Chainsaw massacre বা Saw series এর মত ছবি দেখেননি বা হয়তো ভেবেছেন যে দর্শকও এগুলো দেখেনি। হিট করার সময়ে ভিকটিমকে না দেখিয়ে যে মারছে তার চেহারাটা দেখিয়ে রং বা কেমিক্যাল দিয়ে লাল করে দিয়ে ভায়োলেন্স প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন পরিচালক।শেষের দৃশ্যটা তো পুরো আমেরিকান সাইকো ছবিটা থেকে ঝেঁপে দিয়েছেন।
৫) এখানে মুখ্য চরিত্রই যেন আসল protagonist আবার তিনিই antagonist.. ববি দেওলকে antagonist ভেবে দেখতে যাবেন না।ওনার চরিত্রটি ফুচকাওয়ালা দাদার একদম শেষে ভালবেসে দেওয়া একটা ফাউ ফুচকার মত।Zero impact..
৬) অনিল কাপুরের মত শক্তিশালী অভিনেতা চিত্রনাট্যের চাহিদায় বা পরিচালকের একমুখিতার কারণে ভালভাবে পারফর্ম করতে পারেননি।তিনি অসহায় এবং wasted..
এছাড়াও আরও অনেক রত্নের সন্ধান আপনারা এই ছবি দেখতে গেলে পাবেন।তবে ইতিমধ্যেই পরিচালক এই ছবির সিক্যুয়েল ঘোষণা করে দিয়েছেন।সেই ছবির টাইটেল নিয়ে এখানে কিছু বলছি না, স্পয়লার হয়ে যাবে।তবে সেই টাইটেলের সঙ্গে পরিচালক অনায়াসে cringe unlimited কথাটিও জুড়ে দিতে পারেন।
অ্যানিমাল ছবি নিয়ে আপনার কি মতামত নীচে কমেন্টে অবশ্যই লিখে জানান…
আরো পড়ুন,
Animal Box Office Collection Day 11
দুর্বল চিত্রনাট্যে ভরাডুবি হলো Pankaj Tripathi অভিনীত সাইকোলজিক্যাল থ্রিলার!