Panchayat Season 3 Review: আগের সিজেনের মতো হলো পঞ্চায়েত সিজন ৩ ?

sudiproy877
3 Min Read

বাঙালির একটা কথা আছে, যে পুজো আসছে আসছে ওই ফিলিং টাই ভালো । এলেই যেন সব শেষ। দুই বছর প্রতীক্ষার পর অবশেষে Amazon Prime Video তে মুক্তি পেয়েছে বছরের সবথেকে প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘ পঞ্চায়েত সিজন ৩ ‘ ।

Panchayat Season 3 Review


ভারতের বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে প্রতি সপ্তাহেই কোন না কোন সিরিজ মুক্তি পায় । কিন্তু পঞ্চায়েত সিরিজ যেন দর্শকের আবেগ আর মস্তিষ্কের সঙ্গে একাত্ম হয়ে যায় । ২৮ শে মে মধ্যরাতে Prime Video তে মুক্তি পেয়েছে পঞ্চায়েত সিজন ৩ । কিন্তু কেমন হলো এই সিরিজের নতুন সিজন ?

Panchayat Season 3 Cast

  • Jitendra Kumar
  • Neena Gupta
  • Raghubir Yadav
  • Chandan Roy
  • Sanvikaa
  • Durgesh Kumar
  • Pankaj Jha

উত্তর প্রদেশের ফুলেরা গ্রামের গল্প এবারে যেন আগের দুই সিজেনের গল্পকেও ছাপিয়ে গেছে । তবে এই সিজনে মূল প্রাপ্তি হলো প্রহ্লাদ জির অভিনয় । তার অভিনয় দেখে আপনি ইমোশনাল হতে বাধ্য ।
আমাদের জীবনে পরিবার যে কতটা গুরুত্বপূর্ণ সেটা সিরিজের পড়তে পড়তে উপলব্ধ হয় ।
এই সিরিজে রয়েছে বেশ কিছু নতুন চমক । বেশ কিছু চরিত্র এই সিজনে নতুন করে দেখানো হয়েছে ।
ভারতের এই ভোটের মুরশুমে পঞ্চায়েত র গ্রাম্য পলিটিক্স যেন বাস্তব চিত্রকেই দেখানো হয়েছে ।
সেই সঙ্গে সচিব জি আর রিঙ্কির ছোট ছোট প্রেমের দৃশ্য আহা ।

Panchayat Season 3 Release Date

28 May, 2024

সিরিজের এই সিজনে র গল্প অনেক বেশি পরিনত । হাস্যরস ও কমেডির মিশেলে তৈরি । প্রতিটি চরিত্র যেন বাস্তব গ্রাম্য পরিবেশকে দেখায় । অভিনয়ের দিক থেকে প্রতিটি চরিত্র অসাধারণ । জিতেন্দ্র কুমার হোক বা নিনা গুপ্তা কিংবা উপ প্রধান প্রহ্লাদ জি পর্দার চরিত্রকে জীবন্ত করে তুলেছেন ।
সহায়ক বিকাশের কিংবা তার স্ত্রী র অভিনয় আপনাকে ছুঁয়ে যেতে বাধ্য ।
তবে, ভুষন আর বিনোদের কথোপকথন আর অভিনয় দেখে আপনি গড়াগড়ি ও খেতে পারেন ।
‘গজব বেজ্জাতি হে’ খ্যাত জামাই ও রয়েছে এই সিজনে ।
ভারতের নামি দামী বলিউড প্রোডাকশন কে TVF এর থেকে শেখা উচিত, কিভাবে স্বল্প বাজেটেও মাস্টারপিস তৈরি করা যায় । এই সিরিজের রাইটিং দেখে একটা কথাই বলতে ইচ্ছে করে ‘ TVF তুসি গ্রেট হো’ ।

পঞ্চায়েত সিজন ৩ রিভিউ 

অনেকেই ভাবছেন, সব তো শুধু পজেটিভ কথাই বললাম, নেগেটিভ পয়েন্ট গুলো কোথায় ? বিশ্বাস করুন, এই সিরিজে দেখার পর একটা নেগেটিভ দিক খুঁজে পাইনি ।
দুর্দান্ত রাইটিং, আর মন ছুয়ে যাওয়া অভিনয় নিয়ে হাজির পঞ্চায়েত সিজন ৩ । এখনো যদি ভাবছেন, সিরিজটি দেখবেন কিনা ? তাহলে একটাই অনুরোধ করবো, এই মুহূর্তে যেটা করছেন সেটা ফেলে রেখে পঞ্চায়েত এর এই নতুন সিজন টি দেখুন ভালো লাগবেই, তার গ্যারান্টি দিচ্ছি ।

শুরুটা যেভাবে করেছিলাম, বাঙালির ওই পুজো আসছে আসছে ফিলিং টাই যেমন ভালো লাগে । পুজো এলেই তো যেন শেষ । ঠিক তেমনি পঞ্চায়েত সিজন ৩ র দীর্ঘ অপেক্ষা ব্যাপারটাই ভালো ছিলো, আবার হয়তো ১ বছরের প্রতীক্ষা ….

আরো পড়ুন, লাপাতা লেডিজ ছাপিয়ে গেলো ‘অ্যানিমেল’কে

Share This Article

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.