বাঙালির একটা কথা আছে, যে পুজো আসছে আসছে ওই ফিলিং টাই ভালো । এলেই যেন সব শেষ। দুই বছর প্রতীক্ষার পর অবশেষে Amazon Prime Video তে মুক্তি পেয়েছে বছরের সবথেকে প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘ পঞ্চায়েত সিজন ৩ ‘ ।
Panchayat Season 3 Review
ভারতের বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে প্রতি সপ্তাহেই কোন না কোন সিরিজ মুক্তি পায় । কিন্তু পঞ্চায়েত সিরিজ যেন দর্শকের আবেগ আর মস্তিষ্কের সঙ্গে একাত্ম হয়ে যায় । ২৮ শে মে মধ্যরাতে Prime Video তে মুক্তি পেয়েছে পঞ্চায়েত সিজন ৩ । কিন্তু কেমন হলো এই সিরিজের নতুন সিজন ?
Panchayat Season 3 Cast
- Jitendra Kumar
- Neena Gupta
- Raghubir Yadav
- Chandan Roy
- Sanvikaa
- Durgesh Kumar
- Pankaj Jha
উত্তর প্রদেশের ফুলেরা গ্রামের গল্প এবারে যেন আগের দুই সিজেনের গল্পকেও ছাপিয়ে গেছে । তবে এই সিজনে মূল প্রাপ্তি হলো প্রহ্লাদ জির অভিনয় । তার অভিনয় দেখে আপনি ইমোশনাল হতে বাধ্য ।
আমাদের জীবনে পরিবার যে কতটা গুরুত্বপূর্ণ সেটা সিরিজের পড়তে পড়তে উপলব্ধ হয় ।
এই সিরিজে রয়েছে বেশ কিছু নতুন চমক । বেশ কিছু চরিত্র এই সিজনে নতুন করে দেখানো হয়েছে ।
ভারতের এই ভোটের মুরশুমে পঞ্চায়েত র গ্রাম্য পলিটিক্স যেন বাস্তব চিত্রকেই দেখানো হয়েছে ।
সেই সঙ্গে সচিব জি আর রিঙ্কির ছোট ছোট প্রেমের দৃশ্য আহা ।
Panchayat Season 3 Release Date
28 May, 2024
সিরিজের এই সিজনে র গল্প অনেক বেশি পরিনত । হাস্যরস ও কমেডির মিশেলে তৈরি । প্রতিটি চরিত্র যেন বাস্তব গ্রাম্য পরিবেশকে দেখায় । অভিনয়ের দিক থেকে প্রতিটি চরিত্র অসাধারণ । জিতেন্দ্র কুমার হোক বা নিনা গুপ্তা কিংবা উপ প্রধান প্রহ্লাদ জি পর্দার চরিত্রকে জীবন্ত করে তুলেছেন ।
সহায়ক বিকাশের কিংবা তার স্ত্রী র অভিনয় আপনাকে ছুঁয়ে যেতে বাধ্য ।
তবে, ভুষন আর বিনোদের কথোপকথন আর অভিনয় দেখে আপনি গড়াগড়ি ও খেতে পারেন ।
‘গজব বেজ্জাতি হে’ খ্যাত জামাই ও রয়েছে এই সিজনে ।
ভারতের নামি দামী বলিউড প্রোডাকশন কে TVF এর থেকে শেখা উচিত, কিভাবে স্বল্প বাজেটেও মাস্টারপিস তৈরি করা যায় । এই সিরিজের রাইটিং দেখে একটা কথাই বলতে ইচ্ছে করে ‘ TVF তুসি গ্রেট হো’ ।
পঞ্চায়েত সিজন ৩ রিভিউ
অনেকেই ভাবছেন, সব তো শুধু পজেটিভ কথাই বললাম, নেগেটিভ পয়েন্ট গুলো কোথায় ? বিশ্বাস করুন, এই সিরিজে দেখার পর একটা নেগেটিভ দিক খুঁজে পাইনি ।
দুর্দান্ত রাইটিং, আর মন ছুয়ে যাওয়া অভিনয় নিয়ে হাজির পঞ্চায়েত সিজন ৩ । এখনো যদি ভাবছেন, সিরিজটি দেখবেন কিনা ? তাহলে একটাই অনুরোধ করবো, এই মুহূর্তে যেটা করছেন সেটা ফেলে রেখে পঞ্চায়েত এর এই নতুন সিজন টি দেখুন ভালো লাগবেই, তার গ্যারান্টি দিচ্ছি ।
শুরুটা যেভাবে করেছিলাম, বাঙালির ওই পুজো আসছে আসছে ফিলিং টাই যেমন ভালো লাগে । পুজো এলেই তো যেন শেষ । ঠিক তেমনি পঞ্চায়েত সিজন ৩ র দীর্ঘ অপেক্ষা ব্যাপারটাই ভালো ছিলো, আবার হয়তো ১ বছরের প্রতীক্ষা ….
আরো পড়ুন, লাপাতা লেডিজ ছাপিয়ে গেলো ‘অ্যানিমেল’কে