বছরের শ্রেষ্ঠ প্রেমের ছবি ‘কাছের মানুষ দূরে থুইয়া’, তাসনিয়া – প্রীতম জুটিতে মুগ্ধ দর্শক 

Priyankush Maity
3 Min Read

এই প্রথম বাংলা কোন রোমান্টিক সিনেমা এত ভালো লাগলো 📺🖤
বাংলা সুন্দর সিনেমা শেষ কবে দেখছি তা নিজেও ভুলে গেছি। বর্তমানে বাংলা সিনেমার কন্টেন্ট ভালো হলে প্রেজেন্টেশন ভালো হয় না, আবার প্রেজেন্টেশন ভালো হলে কাহিনী জগাখিচুড়ী করে ফেলে নতুবা ওভারেটেট অভিনয়ে সিনেমাকে যা ইচ্ছা তাই বানিয়ে ফেলে। কিন্তু সেই সব দিক দিয়ে কাছের মানুষ দূরে থুইয়া ছবিটা একদমই আলাদা। খুবই সাদাসিধে একটা কাহিনীকে পরিচালক এত সুন্দর ভাবে উপস্থাপন করেছে যে তা সত্যিই প্রশংসার দাবিদার।

কাছের মানুষ দূরে থুইয়া রিভিউ

এই মুভির সব থেকে আলাদা বা পজিটিভ দিকটা ছিলো এই মুভিটা ঢাকা কেন্দ্রীক নয় । বাংলাদেশের সিনেমা মানে শুধু ঢাকা আর চিটাগাং। কিন্তু এই দুটো শহর বাদেও যে বাংলাদেশে আরো সুন্দর সুন্দর শহর রয়েছে সিনেমা বানানোর জন্য তা কোন পরিচালক উপাস্থাপন করে না । আর এই ক্ষেত্রে পরিচালক শিহাব শাহীন এই মুভিতে রাজশাহী শহরকে উপস্থাপন করেছেন যা সত্যিই অনেক ভালো ছিলো বিশেষ করে আমার অনেক ভালো লেগেছে। আর রাজশাহীর পাশাপাশি বিদেশের মাটিতে অস্ট্রেলিয়ার সিডনি কেও অনেক সুন্দর ভাবে প্রেজেন্ট করেছেন। আর এই জন্য বুঝতেই পারছেন এই মুভির সিনেমাটোগ্রাফি বেশ সুন্দর ছিলো এবং সাথে এর কালার গ্ৰাডিং ও ।

কাছের মানুষ দূরে থুইয়া Cast

IMDb Rating ✴️ 8.1

মুভিটায় তেমন নেগেটিভ কোন দিক নাই আর যা আছে তা দেখার সময় অতটা চোঁখে বাধবে না অথবা তেমন কোন সমস্যা হবে না । কাহিনীর দিক দিয়ে যে কাহিনী অনেক পারফেক্ট ছিলো তা না তবে এই মুভিতে বর্তমান সময়ের লং ডিস্টেন্স রিলেশনশিপের বিষয়টাকে প্রধান্য দিয়ে নির্মিত করা হয়েছে আর সে হিসেবে কাহিনী ভালোই ছিলো। মুভিটার সুন্দর দিকের মধ্যে আরেকটি সুন্দর দিক ছিলো ন্যাচারাল অভিনয়। পুরো মুভিতে প্রিতম হাসান এবং তাসনিয়া ফারিনের অভিনয় অনেক সুন্দর ছিলো। তাসনিয়া ফারিন তার ক্যারিয়ার এর হয়তো অন্যতম সেরা অভিনয় এই ছবিতে করেছেন । দুজনের অভিনয় এতটাই ভালো হয়েছে, কিছু কিছু জায়গায় চোখে জল আসতে বাধ্য । অনেকেই বলিউডের লাভ আজকাল ছবির সঙ্গে হয়তো কিছুটা মিল খুঁজে পেতে পারেন । তবে সত্যি বলতে অভিনয় আর পরিচালকের নিখুঁত কাজে আপনি মুগ্ধ হতে বাধ্য ।

আরো পড়ুন, তারকার ভিড় সত্বেও জমলো না পঙ্কজ ত্রিপাঠী, সারা আলী খানের ‘মার্ডার মুবারক’

কাছের মানুষ দূরে থুইয়া Chorki

সাথে সুন্দর ছিলো রূপান্তি আকিদ এর অভিনয় ও । সুন্দর ব্রাকগ্ৰাউন্ড মিউজিক , অসাধারণ প্রেজেন্টেশন, অসাধারণ সকলের অভিনয় মিলিয়ে মাস্ট ওয়াচ একটা সিনেমা।

আর সবশেষে হাজার মান, অভিমান, বিবাদ ভাঙাতে মনে রাখবেন ” কখনো কখনো জীবনে প্রয়োজন শুধু একটি আলিঙ্গন ” 🧡

আরো পড়ুন, Yodha Movie Review: দর্শক আর বক্স অফিসে কেমন সাড়া ফেললো সিদ্ধার্থের ‘ যোদ্ধা ‘?

Share This Article

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.