লাপাতা লেডিজ ছাপিয়ে গেলো ‘অ্যানিমেল’কে : Laapataa Ladies

sudiproy877
1 Min Read

সিনেমাটির নাম লাপাতা লেডিজ। লাপাতা অর্থাৎ নিঃসন্ধান বা নিখোঁজ। বিয়ে করে বাড়ি ফেরার সময় বউকে হারিয়ে ফেললো বর। তারপর?

লাপাতা লেডিজ এর গল্পে আমাদের জীবন

আজকের দিনে মানুষ একবার হারিয়ে গেলে বা মানুষকে একবার হারিয়ে ফেললে তাকে ফের খুঁজে পাওয়া বড় দুষ্কর একটা ব্যাপার। অনেক সময় হয় মানুষটা চোখের সামনেই আছে কিন্তু আমরা তাকে হারিয়ে ফেলেছি কবেই। অনেক সময় হয় যে মানুষটাকে চিনতাম বলে দাবি করতাম সে নিখোঁজ হয়ে গ্যাছে নিঃশব্দে; বদলে যে আছে তাকে আমরা চিনতেই পারি না। অনেক সময় হয় আমরা অপেক্ষা করে বসে থাকি তার ফিরে আসার কিন্তু সে ঠিকানা বদলে নিয়েছে কবেই, আর ফিরে আসেনি।

সিনেমাটির একদম শেষের দিকে বর আর বউয়ের এই মিলন দৃশ্য দেখতে দেখতে চোখের জল ধরে রাখা বড় মুশকিল। কারণ আমরা যারা ক্ষণে ক্ষণে হারিয়ে ফেলেছি যা ভালোবেসেছি তার সবটুকু; তারাও মনে মনে এই দৃশ্যের অংশ হয়ে গেছিলাম…

সম্প্রতি এই ছবিটি নেটফ্লিকস এ মুক্তি পেয়েছে । সেখানে মুক্তির এক মাসের মাথায় ১৩.৮ মিলিয়ন দর্শক ছবিটি দেখেছেন যা, রনবীর কাপুর অভিনীত Animal ছবির চার মাসের ভিউজের থেকেও বেশি । এই জন্যই হয়তো বলে, রুপোলি পর্দার গল্প যখন জীবনের গল্পের মলাটের সঙ্গে জুড়ে যায়, সাফল্য তখন একটা শব্দ মাত্র ।

Share This Article