ধেয়ে আসছে ঘূর্ণঝড় রেমাল । দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে উত্তরবঙ্গে প্রবেশ করতে পারে এই ভয়াবহ ঘূর্ণিঝড় । আজ রাতেই কলকাতা সহ বিভিন্ন জেলায় আছড়ে পড়বে এই ভয়াবহ ঘূর্ণিঝড় ।
আবহাওয়া দপ্তর ও সরকারিভাবে বিভিন্ন জেলায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করেছে ।
Cyclone Remal Live News Update
আয়লা, আমফান, ইয়াসের পর আবারও মে মাসের তপ্ত গরমে ধেয়ে আসছে সাইক্লোন রেমাল ।
আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুদিন বঙ্গের বিভিন্ন জেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে শক্তিশালী ঘূর্ণিঝড় আছড়ে পড়বে জেলায় জেলায় ।
একদিকে উচ্চ তাপমাত্রা অন্যদিকে অনুকূল বাতাস দুইয়ে মিলিয়ে রেমালের শক্তিবৃদ্ধি ঘটছে । কলকাতা বিমান বন্দরের বিমান পরিষেবা ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে ।
রেমাল ঘূর্ণিঝড় জরুরী নম্বর (Emergency Number)
এই জরুরী সময়ে কি করবেন ?
নিজের গুরুত্বপূর্ণ নথি, সার্টিফিকেট, শুকনো খাবার গুছিয়ে রাখুন । ঝড়ের সময় অযথা বাইরে বেরোবেন না । গুজব থেকে দূরে থাকুন । পরিবারের সকলে একসঙ্গে থাকার চেষ্টা করুন ।
বিশেষ কিছু জরুরি নম্বর আপনার ফোনে সেভ করে রাখুন ।
কলকাতা পুলিশ হেল্পলাইন – ৯৪৩৬১০৪২৮
৯৪৩২৬ ১০৪২৯
কলকাতা পুরসভা হেল্পলাইন – ২২১৬১৩১৩
আপনার এলাকায় যেকোন বৈদ্যুতিক তার, খুঁটি বা সমস্যা হলে যোগাযোগ করুন
WBSEDCL হেল্পলাইন – ১৯১২১
৮৯০০৭৯৩৫০৩