এসএসসির প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, বেতন ফেরতের নির্দেশ আদালতের

sudiproy877
2 Min Read

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রায়দান করল কলকাতা হাইকোর্ট । ২০১৬ সালের গোটা নিয়োগ প্রক্রিয়াকে বাতিল বলে ঘোষণা করেছে দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। বেআইনি ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। শুধু চাকরি বাতিলই নয় তাঁদেরকে সুদ সমেত ফেরত দিতে বলা হয়েছে বেতন। ১২ শতাংশ সুদের হারে বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

West Bengal SSC Recruitment Case

আদালত জানিয়েছে, এসএসসির প্যানেলের মেয়াদ শেষের পরে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের জনগণের টাকা থেকে বেতন দেওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে সুদ-সহ সেই বেতন ফেরত দিতে হবে সকলকে। বছরে ১২ শতাংশ সুদে টাকা ফেরত দিতে হবে। এসএসসির ওএমআর শিট বা উত্তরপত্র দ্রুত এসএসসির সার্ভারে আপলোড করতেহবে, নির্দেশ আদালতের।৬ সপ্তাহের মধ্যে জেলা শাসকদের টাকা উদ্ধার করতে হবে। এছা়ড়াও উল্লেখযোগ্য নির্দেশ, এই সংক্রান্ত সমস্ত নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই। এই দুর্নীতির জট ছাড়াতে তদন্তের প্রয়োজনে যাকে যাকে প্রয়োজন হবে, তাকেই হেফাজতে নিতে পারবে সিবিআই। অতিরিক্ত শূন্য পদ যারা তৈরি করেছিল, তাদের হেফাজতে নিতে পারবে সিবিআই।

SSC চাকরি বাতিল

এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম ও একাদশ-দ্বাদশের নিয়োগ সংক্রান্ত শুনানি চলছিল এতদিন। সুপ্রিম কোর্টে বিতর্কিত চাকরি প্রাপকরা মামলা করলে মামলা পাঠানো হয় হাইকোর্টের বিশেষ বেঞ্চে। বিতর্কিত চাকরি প্রাপকদের বিভিন্ন আইনজীবীর মধ্যে অন্যতম ছিলেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত ভোটের মুখে এই রায় কতটা প্রভাব ফেলবে ভোটবক্সে সেটাই দেখার।

Share This Article

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.