আচমকা অধিনায়কত্ব ছাড়লেন ধোনি, চেন্নাই দলের নতুন অধিনায়ক কে ?

sudiproy877
2 Min Read

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) শুরুর আগেই চেন্নাই সমর্থকদের জন্য বড় ধাক্কা । অধিনায়কত্ব ছাড়লেন ভারতের সবথেকে জনপ্রিয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি । কিছুক্ষণ আগেই চেন্নাই দলের তরফ থেকে অফিসিয়াল ভাবে এই কথা জানানো হয়েছে । দলের নতুন অধিনায়ক হবেন রুতুরাজ গায়কর (Ruturaj Gaikwad)। আজ দলের অধিনায়কদের ফটোশুট ছিলো, সেখানেও রুতুরাজকেই দেখা গিয়েছে ।

CSK Captain 2024

এই খবর ছড়িয়ে পড়তেই চেন্নাই সমর্থকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে । নেটিজেনদের মধ্যে এই নিয়ে অনেকটাই ক্ষোভ দেখা দিয়েছে ।
যদিও মাহির পর, কে হতে পারেন চেন্নাই দলের অধিনায়ক সে নিয়ে জল্পনা ছিলো অনেকদিন থেকেই । সেই নিরিখেই রুতুরাজ কে প্রাধান্য দিয়েছে দল । ২৭ বছর বয়সী দীর্ঘদিন দলের অধিনাকয়ত্ব করতে পারবেন । এশিয়ান গেমসে ভারতকে নেতৃত্বে দেওয়া ছাড়াও দীর্ঘদিন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলার অভিজ্ঞতা রয়েছে রুতুরাজ এর ।

ধোনি থাকা সত্ত্বেও এর আগেও চেন্নাই দলের অধিনায়ক পরিবর্তন হয়েছিলো । ২০২২ এ আচমকা চেন্নাই দলের অধিনায়ক বানানো হয় রবীন্দ্র জাদেজাকে । এছাড়া সুরেশ রায়না ও একসময় কয়েকটি ম্যাচের অধিনায়কত্ব করেছেন । যদিও আইপিল এর বেশিরভাগ ম্যাচেই ধোনি কে চেন্নাই দলের অধিনায়ক হিসেবেই দেখা গিয়েছে ।

IPL News 2024

Loading...

গত বছর পুরোনো মাহিকে দেখে অবাক হয়েছিল আসমুদ্র হিমাচল । চলতি সিজেনেও তার পুরনো মেজাজ, লম্বা চুল মন কেড়েছে ক্রিকেট প্রেমীদের ।
কিন্তু তার এই আচমকা অধিনায়ক পদ ছেড়ে দেওয়াটা মেনে নিতে পারছেন না হার্ডকোর চেন্নাই সমর্থক ও ।
যদিও ক্রিকেট বিশেষজ্ঞ রা মনে করছেন এই সিদ্ধান্ত পুরোটাই ধোনির একান্তই ব্যক্তিগত । চেন্নাই দলের ভবিষ্যতের কথা মাথায় রেখেই হয়তো তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন ।

আরো পড়ুন,

বছরের শ্রেষ্ঠ প্রেমের ছবি ‘কাছের মানুষ দূরে থুইয়া’, তাসনিয়া – প্রীতম জুটিতে মুগ্ধ দর্শক 

Share This Article