Happy Holi Images, Photos, Pictures In Bengali
চারিদিকে খুশির হাওয়া বইছে । কারণ বসন্ত এসে গেছে । আর বসন্ত মানেই বসন্ত উৎসব আর হোলি । রঙের এই মরশুমে রঙের উৎসবে মেতে উঠেছে পুরো দেশ । প্রতিটি মানুষ চাইছে নিজের প্রিয়জন আর বন্ধুদের সাথে রঙের এই উৎসব সেলিব্রেট করতে । আপনিও নিশ্চই ব্যাতিক্রমী নন । কি তাই তো ? উৎসব পাগল মানুষ প্রতিটি উৎসবেই মেতে উঠতে চান।
চলতি বছরে লোকসভা ভোটের কারণে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বসন্ত উৎসবের নানা সূচি পরিবর্তন করা হয়েছে। কিন্তু রং মাখানোর সাথে সাথে আপনার বন্ধু ও প্রিয়জনদের ও তো Facebook, What’s app এ শুভেচ্ছা জানাতে হবে তাই না ? তাই আপনার জন্য আমরা নিয়ে এসেছি সেরা কিছু Holi র ছবি ও শুভেচ্ছাবার্তা ।