সিদ্ধার্থের ক্যারিয়ারে আর একটা ভালো কাজ বলতেই হয়।
গল্পটা যদি একটু করে বলি তবে এইরকম দাঁড়ায় যে ‘যোদ্ধা’ টাস্ক ফোর্সের কমান্ডার অরুন কাটিয়াল কোনোদিনও উপরমহলের কমান্ড না মেনে বরাবর মিশনে একাই ঝাঁপিয়ে পরে এবং মিশন সফলও হয়, কিন্তু বিপদ বাদে অমৃতসর প্লেন হাইজ্যাকের সময় যখন অরুনের এই উপর মহলের কমান্ড না মেনে মিশন এক্সেকিউট করতে যাওয়ার ফল বিপরীতে যায়।
অরুনের ভুলের মাসুল দিতে হয় গোটা টাস্ক ফোর্সসহ অরুণকেও সাসপেন্ড হয়ে।
Yodha Movie Review In Bengali
কয়েকবছর পর আবারো এক প্লেন হাইজ্যাক হয় আর এই প্লেনের এয়ার কমান্ডার হিসাবে সেই অরুনই আছেন। তবে সমস্যা বাঁধে যখন জানা যায় অরুনের এই প্লেনে থাকারই কথা নয়, বরং এই প্লেনের দায়িত্ব অন্য একজনের।
তবে কি নিজের সাসপেন্ড হওয়ার প্রতিশোধ নিতেই অরুন প্লেন হাইজ্যাক করল?? নাকি এর পিছনে আরো বড়ো ষড়যন্ত্র রয়েছে?? গোটা সিনেমায় থ্রিল আর সাসপেন্স ছড়িয়ে রয়েছে যা আপনাকে বসিয়ে রাখবে।
এর থেকে বেশি জানতে হলে নিকটবর্তী সিনেমাহলে আপনাদের যেতেই হবে। সিনেমাহলে বসে এই সিনেমা দেখতেও আপনাদের বেশ ভালোই লাগবে।
Yodha Movie Cast
- Sidharth Malhotra
- Raashii Khanna
- Disha Patani
- Colonel Ravi Sharma
- Tanuj Virwani
সিনেমায় অ্যাকশন সিকোয়েন্সগুলো যথেষ্টই সুন্দর এবং চোখ ফেরানো যায়না সহজে। প্রথম অর্ধের শেষে দর্শকের সামনে নায়ককে নিয়ে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে যার উত্তর একে একে দ্বিতীয় অর্ধে আমরা পাই।
রাশি খান্নার যতটা ভূমিকা ছিল তিনি ভালোই কাজ করেছেন, দিশা পাটানি যতক্ষণ স্ক্রিনে ছিলেন খুবই ভালো কাজ করেছেন আর অবশ্যই এই সিনেমায় তিনি বেশ গুরুত্বপূর্ণ চরিত্রেই আছেন যা দর্শকের বেশ ভালোই লাগবে । যে মেয়েটি এরোপ্লেন চালালেন তার নামটি জানিনা তবে টাকেও বেশ ভালোই লাগলো গোটা সিনেমার জুড়ে।
সিনেমার প্রথম অর্ধ স্রেফ সিদ্ধার্থ মালহোত্রা একাই টেনেছেন, তবে সিনেমার দ্বিতীয় অর্ধ সিদ্ধার্থ, দিশা পাটানি আর সানি হিন্দুজা প্রায় সমানে সমানে রয়েছেন। সানি হিন্দুজা গ্রেয় ক্যারেক্টার যে এত ভালো টানতে পারেন সেটা ভেবে দেখিনি কোনোদিন, তবে চাক্ষুস দেখতে পেয়ে বেশ ভালোই লাগলো।
অবশেষে একটাই কথা বলতে পারি শেষ এক বছরে যতগুল ভারত পাকিস্তান সম্পর্কের উপর তৈরী সিনেমা এসেছে তার মধ্যে এই সিনেমার অনেকটাই এগিয়ে, একই গল্পকে বেশ অন্যরকমভাবে সাজিয়ে দর্শকের সামনে উপস্থাপিত করা হয়েছে যা দেখতে ভালোই লাগে। আর এই ধরণের সিনেমার ক্ষেত্রে ভারতে একটা সমস্যা বেশ দেখা যায় তাহলো অযথা প্রেম, যা অনেকক্ষেত্রে ভারসাম্য নস্ট করে, তবে এই সিনেমা সেই পথে যায়নি, প্রেম আছে তবে তা যথাযথ মাত্রায়।
আরো পড়ুন, বাংলায় সাত দফায় ভোট ! লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষনা শনিবার
এক্টিং – ৮/১০
সাপোর্টিং কাস্ট – ৭/১০
ব্যাকগ্রাউন্ড মিউসিক – ৬.৫/১০
অ্যাকশন সিকোয়েন্স – ৯/১০
স্ক্রিনপ্লেয় – ৯/১০
গল্প – ৮.৫/১০
সর্বমোট – ৮/১০
আরো পড়ুন, কেমন হলো অজয়, মাধবনের ‘শয়তান’ ?