Shaitaan Movie Review: কেমন হলো অজয়, মাধবনের ‘শয়তান’ ?

Priyankush Maity
3 Min Read

বশ, শয়তান ও তরানাথ তান্ত্রিক… 👹

অনেক দিন পর ভূতের সিনেমা দেখে ভালো লাগলো। না ঠিক ভূতের সিনেমা বলা চলে না, তবে ওই ঝার ফুক, তন্ত্র মন্ত্র, এই বিভাগে ফেলা চলে। গুজরাটি সিনেমা ‘ বশ ‘ আমার দেখা হয়নি, তবে তার গল্প, বিশেষত সেই সিনেমার শেষ টা সম্পর্কে ধারনা আছে। এই ‘ বশ ‘ এর রিমেক হলো সম্প্রতি মুক্তি প্রাপ্ত সিনেমা ‘ শয়তান ‘। অজয় দেবগন ও মাধাভন এর যুগল বন্দী, জানকী বদিওয়ালা র দূর্দান্ত অভিনয় আপনার মন কাড়তে বাধ্য।

Shaitaan Movie Review In Bengali

‘ শয়তান ‘ এর শেষ টা কিন্তু ‘ বশ ‘ এর মত নয়। ‘ বশ ‘ এর শেষ টা নাকি দর্শক এর মনে এক গভির দাগ কাটে, খুব অস্বস্থি তে রাখে দর্শক কে। বলাই বাহুল্য সে সব শোনা কথা। তবে ‘ শয়তান ‘ এর শেষ টা কিন্তু আমার দিব্যি লেগেছে। এই শেষ টায় একটা হালকা বার্তা আমি খুজে পাই। আপনার কথায় যদি আত্মবিশ্বাস এর থেকে দম্ভ বেশি থাকে, তবে সেই কথা গুলোই আপনাকে একদিন টেনে নিয়ে যাবে পতন এর দিকে।

Shaitan Movie Cast

Loading...

কিন্তু ‘ শয়তান ‘ দেখতে বসে যা সব থেকে অবাক করে, তা হলো, এই সিনেমার গল্পের সঙ্গে, তারাদাস বন্দোপাধ্যায় এর লেখা ‘ তারানাথ তান্ত্রিক ও বেতাল ‘ গল্পের কিছু মিল। যারা ‘ তারানাথ তান্ত্রিক ও বেতাল ‘ পড়ছেন বা শুনেছেন তারা জানেন যে এক কাপালিক এক রাতে, এক গৃহস্থের বাড়ি আশ্রয় নেয়। সেই বাড়ির বড় মেয়ে কে কাপালিক এর পছন্দ হয় এবং সে তাকে তার সাধন সঙ্গিনী করতে চায়। সেই কাপালিক বাড়ির কর্তা মাধব ঘোষ কে বলেন তার কন্যা কে দান করে দিতে, ফলত মাধব ঘোষ রেগে গিয়ে সেই কাপলিক কে অপমান জনক সুরে প্রস্থান করতে বলে। এর পর সেই কাপালিক তার তন্ত্রের ক্ষমতার অপ্যবহার করে তার অপমান এর প্রতিশোধ নেওয়া স্তির করে।

সম্ভবত এই মিল কাকতালীয়, কিন্তু এই সিনেমা দেখার সময় মনে হচ্ছিল যে ‘ শয়তান ‘ , ‘তারানাথ তান্ত্রিক ও বেতাল’ থেকে ভীষণ ভাবে অনুপ্রাণিত। আপনাদের কি মত?

আরো পড়ুন, দৃশ্যম এর ধাঁচেই মোহনলালের নতুন ক্রাইম থ্রিলার ছবি ‘নেরু’ প্রশংসিত দর্শকমহলে

Share This Article