দৃশ্যম এর ধাঁচেই মোহনলালের নতুন ক্রাইম থ্রিলার ছবি ‘নেরু’ প্রশংসিত দর্শকমহলে

Priyankush Maity
3 Min Read

“ম্যায় কিসিকো ছুঁতি হুঁ আউর কিসিকো ছুঁনে দেতি হুঁ, ওহ পেয়ার আউর অ্যাকসেপ্টেন্স হোনে কে বাদ হোতা হ্যায়। পর উসনে মেরা রেপ কিয়া, উসসে আগর রোকতি তো ওহ মুঝে মার ডালতা। ওহ্ কনসেন্ট নহি হ্যায়, আউর কনসেন্ট বনানে কি কৌশিশ ভি মত কিজিয়ে”।

Neru Movie Review

দৃশ্যম এর পরিচালকের সঙ্গে মোহনলাল পুনরায় জুটি বাঁধলেন, কাজেই প্রত্যাশা বিপুল ছিল। আর তার অনেকটাই পূরণ হয়েছে।

যা যা ভালো লেগেছে:

চিত্রনাট্য: টানটান একটা চিত্রনাট্য। এটি একটি কোর্টরুম ড্রামা। কোর্ট এর ভেতরের ঘটনা সমূহ, কোর্টের বাইরে তদন্ত, ভিক্টিম ও তার পরিবারের ইমোশনাল দিক সব কিছু ব্যালেন্স করে দেখানো হয়েছে। জিতু জোসেফ আর সন্থি মায়াদেবি(সিনেমায় মোহনলাল এর অ্যাসিস্ট্যান্ট) দুজনের যৌথ চিত্রনাট্য।

Neru Cast

Loading...
  • Mohanlal
  • Santhi Mayadevi
  • Anaswara Rajan
  • Priyamani

Rating – 7.8/10

অভিনয়: মোহনলাল আবারও দারুন সপ্রতিভ। ওনার সংলাপ ডেলিভারি এবং স্ক্রীন প্রেসেন্স দুর্দান্ত। একদম ন্যাচারাল। আর সঙ্গে একজন রেপ ভিক্টিমের চরিত্রে ইয়াং অভিনেত্রী অনস্বরা রঞ্জন খুব সুন্দর কাজ করেছেন। সিদ্দিকী এবং প্রিয়ামনি বিপক্ষের উকিলের ভূমিকায় যথেষ্ট ভাল।

মেসেজ: সালমান খানের “গর্ভ” টেকনিক্যালি সিনেমা হিসেবে কেমন সেটা তর্ক সাপেক্ষ। কিন্তু একটা জিনিস ওই সিনেমাটা খুব ভাল করেছিল। যেখানে একজন ডেয়ারডেভিল পুলিশ অফিসার, সিনিয়র পুলিশ অফিসার লোকলজ্জার আশঙ্কায় একটি মেয়ের উপর, নিজের বোনের উপর হওয়া শারীরিক নির্যাতনের কথা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই মেয়েটি নিজে এগিয়ে এসে তার উপর ঘটে যাওয়া অপরাধ এবং অপরাধীদের কথা কোর্টে সর্বসমক্ষে জানায়। নেরু সিনেমাটিও এই ভিক্টিম কে কোর্টের কাঠগড়ায় দাঁড় করিয়ে হেনস্থা করার চেষ্টা, বাইরে ভয় দেখানো এসবের বিরুদ্ধে মেয়েটির তীব্র সাহসী মানসিকতা, ন্যায় বিচার প্রাপ্তির স্পৃহা বেশ জোড়ালো ভাবে তুলে ধরা হয়েছে। এটি একটি প্রকৃত ফেমিনিস্ট ফিল্মের উজ্জ্বল উদাহরণ।

সংলাপ: পাওয়ারফুল এবং ইমপ্যাক্টফুল। কোর্টের বাগবিতণ্ডা হোক, বা কোনো চরিত্রের ভাব প্রকাশ হোক, সংলাপ খুব ভাল।

ব্যাকগ্রাউন্ড স্কোর: সাউথের(সব ইন্ডাস্ট্রি মিলিয়েই বললাম) সিনেমায় বিজিএম তো ভাল হবেই! ভিষ্ণু শ্যাম এর মিউজিক ড্রামা ও থ্রিল দুই ক্ষেত্রেই দারুন।

নেরু হটস্টারে এসেছে। হিন্দি তেও আছে। অবশ্যই সবাই দেখুন। আশা করছি সবার খুব ভাল লাগবে।

আরো পড়ুন,

ডার্ক কমেডি থ্রিলার গল্পে অনবদ্য ‘ মেরি ক্রিসমাস ‘ মন ছুঁয়ে যাওয়া অভিনয় ক্যাটরিনা, বিজয়ের

ফেব্রয়ারিতেই বিয়ের পিঁড়িতে বিজয় – রশ্মিকা! প্রকাশ্যে এনগেজমেন্ট ডেট

Share This Article