ফের দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রী, মাথায় ও কপালে চোট মমতার

Sandeep Sen
2 Min Read

ভোটের আগে ফের একবার দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বর্ধমান থেকে সভা সেরে কলকাতা ফেরার পথে মুখ্যমন্ত্রী বেশ কিছুটা আঘাত পান বলে জানা গেছে । জানা যায়, বর্ধমানের যে সভায় তিনি গিয়েছিলেন, সেই মাঠ থেকে বেরিয়ে পাকা রাস্তায় ওঠার সময় মুখ্যমন্ত্রীর গাড়ির চালক আচমকাই গাড়ির ব্রেক কষে ফেলে । যার ফলে আচমকা ঝাকুনিতে মাথায় ও কপালে চোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রী

আজ সকালে সরকারি এক বৈঠক করতে বর্ধমান গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যদিও হেলিকপ্টারে যাওয়ার কথা ছিলো, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে গাড়িতে করেই যেতে হয়েছে বর্ধমান।
বর্ধমানে সভা শেষ হতেই সেখানে শুরু হয় বৃষ্টি । সেই সঙ্গে কুয়াশার চাদরে ঢাকা ছিলো পুরো বর্ধমান । এই খারাপ আবহাওয়ার মধ্যেই মুখ্যমন্ত্রীর কনভয় গোদার মাঠের সভা থেকে জিটি রোড বরাবর উঠতে শুরু করে । আর সেখানেই ঘটে বিপত্তি ।
খারাপ আবহাওয়া ও সেই সঙ্গে বৃষ্টি গাড়ির চাকা কিছুটা স্লিপ করতেই গাড়ির চালক আচমকা ব্রেক কষে ফেলে । আর যার ফলেই মুখ্যমন্ত্রী বেশ কিছুটা চোট পান বলে জানা যায় । কপালে রুমাল জড়িয়েই কনভয় রওনা দেয় কলকাতার উদ্দেশ্যে ।
যদিও মুখ্যমন্ত্রীর চোট পাওয়ার কথা আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি । তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী চোট পাওয়ার পর বেশ কিছুক্ষণ রুমাল দিয়ে সেখানে চেপে ধরে ছিলেন ।

উল্লেখ্য, গত বছর 27 শে জুলাই জলপাইগুড়ির সভা থেকে ফেরার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার দুর্যোগের মুখে পড়ে । ফলে মাঝপথেই সেনাবাহিনীর হেলিপ্যাড এ জরুরি অবতরণ করা হয় তার কপ্টার ।

Share This Article