ডার্ক কমেডি থ্রিলার গল্পে অনবদ্য ‘ মেরি ক্রিসমাস ‘ মন ছুঁয়ে যাওয়া অভিনয় ক্যাটরিনা, বিজয়ের

Priyankush Maity
2 Min Read

বহুদিন পরে সিনেমায় পুরোনো মধ‍্যবিত্ত বোম্বে শহরের ফ্রেম টু ফ্রেমের দৃষ্টিভঙ্গি।
নায়ক নায়িকা ট‍্যাক্সি চড়ে প্রমোদ সফরে বেরিয়েছেন …. background এ সলিল চৌধুরির ” কোই বার ইউহি দেখা হ‍্যায় ‘ এর মন হারানো সুর । চকিতে মনে পড়ে গেল অমল পালেকর আর বিদ‍্যা সিনহা কে । প্রীতম ও ব‍্যাবহার করেছেন আরডি, সলিল আর কল‍্যানজি আনন্দ জি কে খুবই দক্ষতার সাথে । সম্ভবত প্রীতম ই মেলোডি ধারার শেষ সুরকার এখনও পর্যন্ত ..সেই আগেকার মুহুর্তে যখন সংলাপের মধ‍্যে background এ সুরের প্রকাশ ছিল ।

Merry Christmas Review

অনবদ‍্য সিনেমেটোগ্রাফি আর সেটের ব‍্যাবহার….যেখানে এক রাতের গল্পে শহরের চুড়ান্ত রুপকথা দেখতে পাওয়া যায়… সাধারণ মানুষ অসাধারণ কাজ করে ফেলে আর সেটাকে manage করতে গিয়ে অনন‍্যসাধারণ মুহুর্ত তৈরী হয় । অবশ‍্য পরিচালকের এক হিসিনা থি অবশ‍্যই বেশী থ্রিলিং, অন্ধাধুন ও যদি হয় অসম্ভব ভালো প্লটে… এই সিনেমা এগিয়ে থাকবে অব‍্যাক্ত কথোপকথন কে চোখের ব‍্যাবহারে অনন‍্য করে তোলার জন‍্য ।

Merry Christmas Cast

Loading...

বিজয় সেতুপতির অনবদ‍্য অভিনয় করেছেন…. একই চোখে কত ভাষা বলা যায় সেটাও দেখলাম । শেষের অভিনয় টাতো দুর্দান্ত, চুড়ান্ত মেলোড্রামাটিক না করে ধপ করে বেঞ্চে গিয়ে বসে পড়া । হতাশা আবেগবিবর্জিত ও হয় । ক‍্যাটরিনা ও যথাসাধ‍্য করেছে ।

সবশেষে একটাই কথা…. Animal এর পর এই বৈপরীত্য টা সত‍্যিই দরকার ছিল । Action, thriller , horror , barbarism, fiction এর গলি দিয়ে লুকোছাপা করে আবার ফুরফুরে প্রেম ঢুকে পড়ল কি বলিউডে ?? এটা থ্রিলিং হলেও আদ‍্যন্ত প্রেমের সিনেমা ।

ব‍্যাক্তিগত ভাবে রেটিং এ এত বিশ্বাস করিনা তবুও বলতে বাধ‍্য হচ্ছি….. গত তিন ছার বছরে দেখা সবচেয়ে ভালো হিন্দি সিনেমা ।

আম্বানি পরিবারের বিয়ের কার্ড ভাইরাল, তিন দিন চলবে সেলিব্রেশন

আয়ুষ্মান ই হচ্ছেন সৌরভ! দাদার বায়োপিক বানাবেন বলিউডের এই বিখ্যাত পরিচালক

Share This Article