ভাল একটা গল্প থাকা সত্ত্বেও মণীশ শর্মার দুর্বল ডিরেকশন Tiger 3 র সব গোলমাল করে দিল।স্লথ প্রথমার্ধ,,মাত্র ২-৩ টে ভাল অ্যাকশন সিকুয়েন্স,,ভাল সংলাপের অভাব,,কিছু জায়গায় বিশ্রী vfx ভোগাল পুরো ছবিকে। Antagonist হিসাবে জন অ্যাব্রাহামকে যেভাবে present করেছিলেন সিদ্ধার্থ এখানে মণীশ রীতিমতো waste করলেন ইমরানকে
Tiger 3 Review, Cast
লেখার শুরুতে একটা কথা না বলে পারছিনা সেটা হল কিছুদিন আগে পর্যন্তও ভারতের ১ নাম্বার প্রডাকশন হাউস যশরাজ ফিল্মসের হালত খুবই খারাপ ছিল!কিন্তু পাঠান আর ambitious spy universe এর হাত ধরে রীতিমতো ঘুরে দাঁড়িয়েছেন আদিত্য চোপড়ার মালিকানাধীন যশরাজ ফিল্মস।এবারে ওনাকেই ঠিক করতে হবে যে standard বজায় রাখতে গেলে নিজের পেটোয়া ডিরেক্টরদের দিয়ে কাজ করাবেন নাকি প্রতিভাবান সিদ্ধার্থ আনন্দ বা আলি আব্বাস জাফরের উপর ভরসা করবেন ফের।এত কথা বলার একটাই কারন ডিরেক্টর মণীশ শর্মার poor direction আর এতরকম ভাল উপাদান ও মশলা থাকা সত্ত্বেও দুর্বল presentation…ফলত টাইগার ফ্র্যাঞ্চাইজির একজন ভক্ত হওয়া সত্ত্বেও আমার মন ভরল না পুরোপুরি!
Tiger 3 Star Cast
- Salman Khan
- Katrina Kaif
- Emraan Hashmi
- Kumud Mishra
- Simran
IMDb Rating – 7.9/10
পাঠান এর বিরুদ্ধে একটা বড় অভিযোগ ছিল যে গল্প বলতে সেভাবে কিছু নেই।কিন্তু সেই ঘাটতি পুষিয়ে দিয়েছিলেন ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দ অসাধারণ ভাবে শাহরুখ ও জনকে স্ক্রিনে প্রেজেন্ট করে,,দমদার ডায়লগ,,larger than life goosebumps moments আর হলিউড স্টাইল অ্যাকশন কোরিওগ্রাফি দিয়ে।স্ক্রিন থেকে চোখ সরানোর সুযোগ চট করে পাওয়া যায়নি।টাইগার ৩ এর ক্ষেত্রে ঘটল ঠিক উলটো ঘটনা!ভাল একটা গল্প থাকা সত্ত্বেও মণীশ শর্মার দুর্বল ডিরেকশন সব গোলমাল করে দিল।স্লথ প্রথমার্ধ,,মাত্র ২-৩ টে ভাল অ্যাকশন সিকুয়েন্স,,ভাল সংলাপের অভাব,,কিছু জায়গায় বিশ্রী vfx ভোগাল পুরো ছবিকে।Antagonist হিসাবে জন অ্যাব্রাহামকে যেভাবে present করেছিলেন সিদ্ধার্থ এখানে মণীশ রীতিমতো waste করলেন ইমরানকে।ইমরান তবু নিজ গুণে শেষ পর্যন্ত চেষ্টা করে গেলেন।ছবির একমাত্র পজিটিভ পয়েন্ট ও saving grace টাইগার ও জোয়ার ভূমিকায় সালমান ক্যাটরিনা জুটি আর vintage টাইগার থিমের ব্যাকগ্রাউন্ড স্কোর এবং তুলনামূলক ভাবে better second half।টাইগারের সোয়্যাগ আর জোয়ার মারকাটারি অ্যাকশন আগের দুই কিস্তির মত এবারেও ধরে রেখেছেন দুজনেই।আর অবশ্যই বিশেষ ক্যামিও দৃশ্যে জমিয়ে দিয়েছেন পাঠান শাহরুখ তাঁর appearance দিয়ে।একসাথে পাঠান ও টাইগারের অ্যাকশন দৃশ্য ও iconic film শোলে’কে দেওয়া ট্রিবিউট নি:সন্দেহে এই ছবির সেরা মুহুর্ত!
Action choreography আরও ভাল হতে পারত,বিশেষ করে Hand to hand combat এর দৃশ্যগুলি।
পাকিস্তানের জেলে গার্ডরা টিভিতে Ladies vs Rickie Behl এর গান দেখছেন এরকম একটা দৃশ্য ছিল ফিল্মে।নিজের প্রতি নিজের এটা কি একটা ট্রিবিউট ছিল মণীশ শর্মার??ওনার এখনও অনেক কিছু শেখার বাকি আছে সিদ্ধার্থ আনন্দ বা আলি আব্বাস জাফরের কাছ থেকে।TZH,War বা Pathaan এর presentation ও plot execution অনেক বেটার ছিল।তবে স্পাই ইউনিভার্সের গল্প যে এগোচ্ছে ধীরে ধীরে সেটা post credit scene দেখলেই বুঝবেন।
Hello There
Hell Here..
Tiger 3 Box Office Collection Day 7
Tiger 3 7th Day তে 17 কোটি টাকা Box Office Collection করেছে। |
Tiger 3 Box Office Collection Worldwide Collection
এখনো অব্দি Tiger 3 Worldwide 218 Cr. টাকার ব্যাবসা করেছে। |
আরো পড়ুন,
Parnashabarir Shaap Hoichoi Review, Cast, Story
12th Fail Movie Review, Budget, Cast & Storyline