Parnashabarir Shaap Hoichoi Review, Cast, Story – হাইপ তুলেও খেই হারিয়ে ফেললো পর্ণশবরীর শাপ

sudiproy877
5 Min Read

পরিচালক হিসেবে পরমব্রত যেমন ‘হাওয়া বদল’, ‘অভিযান’ বানিয়েছেন তেমন বেশীরভাগ ভুলে যাওয়ার মতো কাজও করেছেন। এমন সুন্দর গল্পকে উনি ঐ তালিকায় ফেলবেন ভেবে খুব খারাপ লাগছে।

Parnashabarir Shaap Hoichoi Review

পর্ণশবরীর শাপ‘ এমন একটা সিরিজ যা অ্যানাউন্সমেন্টের সময় থেকেই আমি খুব উৎসাহিত ছিলাম। এর কারণ সৌভিক চক্রবর্তীর লেখা এই গল্পটি ইতিমধ্যে আমি সানডে সাসপেন্সে শুনেছিলাম আর গল্পের এই লেখনশৈলী আমার ভীষণ পছন্দ হয়েছিল। তাই হররবিমুখ আমি যখন শুনেছিলাম হইচই এটা নিয়ে সিরিজ বানাবে তখন ভীষণ ভাবে অপেক্ষা করছিলাম। বুকে অনেক সাহস নিয়ে কালই দেখতে বসি কিন্তু আপনার এতো উৎসাহ আর প্রয়াস বিফলে যায় যখন পরিচালক মশাই হযবরল বানিয়ে ফেলেন।

Parnashabarir Shaap Cast Name

Parnashavarir Shaap Rating

6.5/10

পরিচালক হিসেবে পরমব্রত যেমন ‘হাওয়া বদল’, ‘অভিযান’ বানিয়েছেন তেমন বেশীরভাগ ভুলে যাওয়ার মতো কাজও করেছেন। এমন সুন্দর গল্পকে উনি ঐ তালিকায় ফেলবেন ভেবে খুব খারাপ লাগছে।

Release Date

November 10, 2023

সিরিজে যা যা ভালো লেগেছে:

১) আবহসঙ্গীতের কাজ বেশ সুন্দর। হরর জঁরের খুব গুরুত্বপূর্ণ এটা। সেক্ষেত্রে খুব ভালো হয়েছে আবহের কাজ।

২) অভিনয়ে চিরঞ্জিত চক্রবর্তী ভালো। সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় আর অনিন্দিতা বোস যতটুকু পেরেছেন চেষ্টা করেছেন। কিন্তু আর কি অভিনেতাদের চেষ্টা বিফলে গিয়েছে স্ক্রিপ্টের খামতিতে।

সিরিজে যা যা ভালো লাগেনি:

এই লিস্ট একটু লম্বা হয়তো একটু স্পয়লার থাকতে পারে। যারা গল্পটি জানেন না এড়িয়ে যান।

১) চরিত্র গঠন শূণ্য। কোনো একটা চরিত্রও ভালো করে লেখা হয় না। তাদের প্রতিষ্ঠা করা হয় না গল্পে। কোনো গঠন নেই। কোনো ব্যাকরাউন্ড নেই। আপনার এদের জন্য কিছু অনুভব হয় না। এমনকি ভাদুরি মশাই যিনি মুখ্য চরিত্র তাকে অবধিও ঠিক করে প্রতিষ্ঠা করা হয় না।

২) পল্লব আর অমিয় চরিত্র দুটিকে সম্পূর্ণ নষ্ট করা হয়। গল্পে এই দুটো চরিত্রের বিশেষ করে পল্লবের চরিত্রের আর্ক ভীষণ সুন্দর। এখানে সেসব কিছুই নেই। তার করার কোনো সুযোগই থাকে না।

Parnashabarir Shaap Web Series Review

৩) গল্পকে সিনেমায় ব্যবহার করতে গেলে অনেক পরিবর্তন করা হয়। সেটা সত্যতিৎ রায় থেকে গুরু দত্ত সবাই করেছেন। কিন্তু সেই পরিবর্তন কার্যকর হতে হয়। এখানে বেশীরভাগক্ষেত্রে তা হয় নি। যেমন গল্পে দেবীর শাপে মিতুল আর তিতাস অসুস্থ হয়ে পড়ে এখানে শাপের অ্যাঙ্গেল বেমালুম সরিয়ে খালি ভুতের ভর করা দেখানো হয়। হ্যাঁ গ্রামবাসী দেবীর রোষে পড়ে কিন্তু মিতুল দেবীর গায়ের শ্যাওলা মোছে, গল্পে মিতুল শাপিত হয়। সেটাই স্বাভাবিক। দেবীর শাপ- মিতুলের শ্যাওলা মোছার পর তাকে ভুতে কেন ধরবে। বৈজয়ন্তীর ভুত যদি সীতার বশেই থাকে তাহলে সে কি করেই সীতার অনুমতি ছাড়া একজনের শরীরে ভর করে। এসব ভাবলে মাথা খারাপ হবে ভেবে একটা সময় যুক্তি দিয়ে ভাবা ছেড়ে দিই।

৪) সিরিজে কেউ উদ্বিগ্ন হয় নাহ। তাই দর্শকও উদ্বিগ্ন হয় না মিতুলের জন্য। মিতুল আবেগপ্রবণ, নরম মনের বলা হয় একশোবার কিন্তু কোনো ঘটনায় তা দেখানো হয় না। তারপর বলা হয় মিতুন নরম মনের বলে ওকে ভুতে ভর করে, আপনি ভাববেন তালে ঐ শ্যাঁওলা মুছলো যে। ঐ যে ভাববেন না। গল্প পরিবর্তন করব কিন্তু লুপহোল রেখে দে! তাই কখনো হয়!

৫) (দীর্ঘশ্বাস) জল খেয়ে নিই একটু।

গল্পের একটা বিরাট অংশে ভাদুরি মশাইয়ের আত্মদ্বন্দ্বের কথা বলা হয়েছে। তিনি অনেক আগে বুঝে যান দেবীকে নিদ্রামগ্ন করতে হলে তাকে আত্মবলিদান দিতে হবে। আর সেটা নিয়ে তার নিজের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলে বহুক্ষণ। সেটার প্রায় কিছুই দেখানো হয় না। তার internal struggle এর কোনো ইঙ্গিতই আমরা পাই না। হঠাৎ শেষে উনি হাত কাটেন। তাতে কোনো শিহরণ আসে না। কোনো build up তৈরী হয় না।

৬) ক্লাইম্যাক্সের পরিবর্তন আমার একদম ভালো লাগে নি। দেবী উদারমনা মাতৃময়ী। সে দুজনের আত্মবলিদানের আর ত্যাগের ইচ্ছা দেখে তুষ্ট হয়ে কোনো বলি নেন না। সকলকে ক্ষমা করে, আরোগ্য দিয়ে নিদ্রামগ্ন হন। অনেকটা রামচন্দ্র মা দুর্গার পুজোর সময় ১টা নীলপদ্ম কম হওয়ায় নিজের চোখ মাকে সমর্পন করতে গেলে মা নিজে এসে তাকে বাধা দেন। সেখানে মা পর্ণশবরীর হঠাৎ লাগপাকে বলি হিসেবে বাছেন এরম বলে এই গল্পের সারটাই নষ্ট করা হয়েছে। আর লাগপার মৃত্যু দেখে মনে হবে যেন বৈজয়ন্তী তাকে নিজের কাছে নিয়ে যায়।

৭) গল্পে ডুবচেন আর প্রেমার কনফ্লিক্টও এখানে চোখে পড়েনা একদম।

৮) মেকআপের কাজ খুব খারাপ। ডাকিনি দেখে হেসে ফেলেছিলাম।

একটা সিরিজ হিসেবে যথেষ্ট সময় ছিল ভালো করে চরিত্র গঠনের, ব্যাকস্টোরির তৈরীর, প্রত্যেক চরিত্রের আর্ক বোঝানো, বিভিন্ন ঘটনা দিয়ে প্রতিষ্টা করার। তার কিছুই হয় নি। ভীষণ ভীষণ আশাহত। যদি এই সিরিজ কনটিনিউ হয়, আশা করব এবার অন্য পরিচালক দিয়ে কাজ করাবেন!

আরো পড়ুন,

Pippa Movie Review, Cast

12th Fail Movie Review, Budget, Cast & Storyline

ভুয়ো ভিডিওতে রশ্মিকা, উত্তাল নেট দুনিয়া

Web Stories You Might Like

Share This Article
Leave a comment
Top 10 Places In usa That You Should Visit Once In Your Life ICC World Cup Final:This star player of India will not play the final match against Australia Top 10 Visiting Places In Ahmedabad During Icc World Cup Amazing Butter Chicken Recipe That Everyone Will Appreciate ভুয়ো ভিডিওতে রশ্মিকা, উত্তাল গোটা নেট দুনিয়া, গর্জে উঠলেন অমিতাভ বচ্চন