Rashmika Mandana Deep Fake Viral Video Controversy: ভুয়ো ভিডিওতে রশ্মিকা, উত্তাল নেট দুনিয়া

sudiproy877
2 Min Read

Rashmika Mandana Deep Fake Viral Video Controversy

Rashmika Mandana নামটা একটা সময় শুধু দক্ষিণ ভারতে সীমাবদ্ধ থাকলেও সাম্প্রতিক সময়ে পুরো দেশেই তিনি খ্যাতি অর্জন করেছেন ।
দক্ষিণী সুপারস্টার Allu Arjun হোক বা হিন্দি ছবির বিগ বি সকলের সঙ্গেই তার ছবি যথেষ্ট সফল ।
বছর দুয়েক আগে Pushpa ছবির মাধ্যমে তিনি পুরো দেশে পরিচিতি পেয়েছেন । তারপর একের পর এক হিট ছবি তাকে নিয়ে গেছে সাফল্য ও পরিচিতির হিমালয়ে ।

Rashmika Mandana Viral Video Controversy

Loading...

কিন্তু সম্প্রতি তার এক আপত্তিকর ভিডিও নেট মাধ্যমে ভাইরাল হওয়ার পর উত্তাল হয়েছে Facebook থেকে X তথা টুইটার সহ সকল সামাজিক মাধ্যম ।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে Rashmika একটি কালো পোশাক পরে লিফট থেকে বেরিয়ে আসছেন।
কিন্তু তার পরনের পোশাক এতটাই ছোট যে বক্ষযুগল সহ উরু একদম প্রকাশ্য ।
আর এই ভিডিও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে শোরগোল ।
তবে কি রশ্মিকা এই ধরনের বেপরোয়া পোশাক পরে পাবলিক প্লেসে ঘোরাঘুরি করছেন ?
যদিও এই ভিডিও দেখার পরই তার অনুগামীরা সন্দেহ করতে শুরু করেন ।
কারণ তিনি এই ধরনের পোশাক পরে এর আগে এমন জায়গায় আসেননি ।
অনেকেই ভাবেন এটা সত্যি রশ্মিকা তো ? অবশেষে তাদের সন্দেহই সঠিক প্রমাণিত হয়েছে । ওই ভিডিও তে যিনি রয়েছে সে দেখতে তো রশ্মিকার মতোই ।
কিন্তু এটা আসলে Artificial Intelligence অর্থাৎ AI দিয়ে বানানো একটি ফেক ভিডিও ।

Rashmika Mandana Viral Video

অন্য এক মহিলার শরীরের সঙ্গে রশ্মিকার মুখ বসিয়ে এই ভিডিও বানানো হয়েছে ।
আর এই তথ্য সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছে তার অনুগামীরা ।
রশ্মিকার সঙ্গে Good Bye ছবিতে অভিনয় করেছেন বলিউডের বিগ বি অর্থাৎ Amitabh Bachchan । তিনিও তার X হ্যান্ডলে রশ্মিকার পাশে দাঁড়িয়ে তাকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন ।

এই ভিডিও ছড়িয়ে পড়ার পর Rashmika তার ইনস্টাগ্রাম পেজে লিখেছেন ‘এই ঘটনায় আমি খুবই ব্যাথিত ও ভয় পেয়েছি । ভাবলেই ভয় করছে কিভাবে প্রযুক্তির অপব্যবহার করা হচ্ছে। একজন নারী হিসেবে আমি আমার পরিবার ও বন্ধুদের ধন্যবাদ জানাই যারা এই সময়ে আমার পাশে দাঁড়িয়েছেন ।

আরো পড়ুন, Dawshom Awbotaar Review, Cast – প্রবীর পোদ্দার জুটি কেমন হলো

(সবার আগে সব খবর, সমস্ত আপডেট, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News পেজে)

Share This Article