Rashmika Mandana Deep Fake Viral Video Controversy: ভুয়ো ভিডিওতে রশ্মিকা, উত্তাল নেট দুনিয়া

sudiproy877
2 Min Read

Rashmika Mandana Deep Fake Viral Video Controversy

Rashmika Mandana নামটা একটা সময় শুধু দক্ষিণ ভারতে সীমাবদ্ধ থাকলেও সাম্প্রতিক সময়ে পুরো দেশেই তিনি খ্যাতি অর্জন করেছেন ।
দক্ষিণী সুপারস্টার Allu Arjun হোক বা হিন্দি ছবির বিগ বি সকলের সঙ্গেই তার ছবি যথেষ্ট সফল ।
বছর দুয়েক আগে Pushpa ছবির মাধ্যমে তিনি পুরো দেশে পরিচিতি পেয়েছেন । তারপর একের পর এক হিট ছবি তাকে নিয়ে গেছে সাফল্য ও পরিচিতির হিমালয়ে ।

Rashmika Mandana Viral Video Controversy

কিন্তু সম্প্রতি তার এক আপত্তিকর ভিডিও নেট মাধ্যমে ভাইরাল হওয়ার পর উত্তাল হয়েছে Facebook থেকে X তথা টুইটার সহ সকল সামাজিক মাধ্যম ।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে Rashmika একটি কালো পোশাক পরে লিফট থেকে বেরিয়ে আসছেন।
কিন্তু তার পরনের পোশাক এতটাই ছোট যে বক্ষযুগল সহ উরু একদম প্রকাশ্য ।
আর এই ভিডিও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে শোরগোল ।
তবে কি রশ্মিকা এই ধরনের বেপরোয়া পোশাক পরে পাবলিক প্লেসে ঘোরাঘুরি করছেন ?
যদিও এই ভিডিও দেখার পরই তার অনুগামীরা সন্দেহ করতে শুরু করেন ।
কারণ তিনি এই ধরনের পোশাক পরে এর আগে এমন জায়গায় আসেননি ।
অনেকেই ভাবেন এটা সত্যি রশ্মিকা তো ? অবশেষে তাদের সন্দেহই সঠিক প্রমাণিত হয়েছে । ওই ভিডিও তে যিনি রয়েছে সে দেখতে তো রশ্মিকার মতোই ।
কিন্তু এটা আসলে Artificial Intelligence অর্থাৎ AI দিয়ে বানানো একটি ফেক ভিডিও ।

Rashmika Mandana Viral Video

অন্য এক মহিলার শরীরের সঙ্গে রশ্মিকার মুখ বসিয়ে এই ভিডিও বানানো হয়েছে ।
আর এই তথ্য সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছে তার অনুগামীরা ।
রশ্মিকার সঙ্গে Good Bye ছবিতে অভিনয় করেছেন বলিউডের বিগ বি অর্থাৎ Amitabh Bachchan । তিনিও তার X হ্যান্ডলে রশ্মিকার পাশে দাঁড়িয়ে তাকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন ।

এই ভিডিও ছড়িয়ে পড়ার পর Rashmika তার ইনস্টাগ্রাম পেজে লিখেছেন ‘এই ঘটনায় আমি খুবই ব্যাথিত ও ভয় পেয়েছি । ভাবলেই ভয় করছে কিভাবে প্রযুক্তির অপব্যবহার করা হচ্ছে। একজন নারী হিসেবে আমি আমার পরিবার ও বন্ধুদের ধন্যবাদ জানাই যারা এই সময়ে আমার পাশে দাঁড়িয়েছেন ।

আরো পড়ুন, Dawshom Awbotaar Review, Cast – প্রবীর পোদ্দার জুটি কেমন হলো

(সবার আগে সব খবর, সমস্ত আপডেট, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News পেজে)

Web Stories You Might Like

Share This Article
Leave a comment
Top 10 Places In usa That You Should Visit Once In Your Life ICC World Cup Final:This star player of India will not play the final match against Australia Top 10 Visiting Places In Ahmedabad During Icc World Cup Amazing Butter Chicken Recipe That Everyone Will Appreciate ভুয়ো ভিডিওতে রশ্মিকা, উত্তাল গোটা নেট দুনিয়া, গর্জে উঠলেন অমিতাভ বচ্চন