ভার্চুয়াল রিয়েলিটি কি ? কিভাবে কাজ করে, বৈশিষ্ট্য ? Virtual Reality ব্যাবহারের সুবিধা ও অসুবিধা

Bongconnection Original Published
5 Min Read
ভার্চুয়াল রিয়েলিটি কি ? কিভাবে কাজ করে, বৈশিষ্ট্য ? Virtual Reality ব্যাবহারের সুবিধা ও অসুবিধা 
Loading...

ভার্চুয়াল রিয়েলিটি কি ? কিভাবে কাজ করে, বৈশিষ্ট্য ? Virtual Reality
ব্যাবহারের সুবিধা ও অসুবিধা

একটা সময় মানুষ সবুজ মাঠে দৌড়তে দৌড়তে ভাবতো যে এমন যদি কোন যন্ত্র থাকতো যার
মাধ্যমে আমি পৃথিবীর যেকোন শ্রেষ্ঠ মাঠে দৌড়তে বা খেলতে পারবো তাহলে কিন্তু দারুন
হতো । ছোটবেলায় আমরা প্রায় সবাই চাইতাম Sachin Tendulkar কিংবা
Virat Kohli র মতো কিংবা Cristiano Ronaldo র মতো ক্রিকেট বা ফুটবল
খেলতে । সেই থেকেই মানুষের ইচ্ছে ছিল দূরের জগৎকে কাছে পাওয়ার । সেই ইচ্ছা ও
উদ্ভাবনী শক্তির মাধ্যমেই তৈরি হয়েছে Virtual Reality । কিন্তু প্রশ্ন
হলো, এটি আসলে কি ? কিভাবে কাজ করে কিংবা বাস্তবে এর প্রয়োগ কি ? আপনিও নিশ্চই এই
ভাবছেন, তাইতো ?

ভার্চুয়াল রিয়েলিটি কি ?

Loading...
ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটার টেকনোলজির মাধ্যমে তৈরি একটি আন্তর্জাতিক
অভিজ্ঞতা । যা ব্যবহারকারীকে একটি নির্দিষ্ট স্থানে বসেই বিভিন্ন মানচিত্র তৈরি
করে দেয় । সহজ ভাবে বলতে গেলে, ধরুন আপনি নিজের ঘরে বসে কোন বন্ধুকে
Video Call করেছেন কিংবা কোন ক্রিকেট (Cricket) ম্যাচ দেখছেন ।
সেক্ষেত্রে আপনার মনে হবে যেন আপনি বন্ধুর সামনে বসে আছেন কিংবা খেলার মাঠে বসে
সামনে থেকে খেলা দেখছেন ।
Virtual Reality headset র মাধ্যমে আপনি খুব সহজেই নিজের
পছন্দের কোন জায়গায় ঘুরে আসতে পারেন ।

ভার্চুয়াল রিয়েলিটি কিভাবে কাজ করে ?

এবারে প্রশ্ন হলো, এই ভার্চুয়াল রিয়েলিটি বাস্তবে কোন কোন ক্ষেত্রে ব্যাবহার করা
সম্ভব ?
ভার্চুয়াল রিয়ালিটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। খেলার জগতে ভার্চুয়াল
রিয়ালিটির প্রয়োগ প্রচলিত হয়েছে খুব বেশি। এছাড়াও ভার্চুয়াল রিয়ালিটি
শিক্ষার ক্ষেত্রে, চিকিত্সার ক্ষেত্রে, ব্যবসায়িক উদ্যোগে, পর্যটনে এবং অন্যান্য
সেক্টরে বিশেষভাবে ব্যাবহৃত হয়।

ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য

ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে আন্তর্জাগতিক অভিজ্ঞতা সৃষ্টি হয়। (Virtual
reality creates immersive experiences.)
ভার্চুয়াল রিয়ালিটি ব্যাবহার করে আপনি নিজেকে একটি নতুন জায়গা বা পরিবেশে
স্থানান্তর করতে পারেন। (Using virtual reality, you can
transport yourself to a different environment.)
Virtual Reality In Bengali
ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহার করে নতুন অভিজ্ঞতা, নতুন ভাবে শেখা সম্ভব ।
(Experience new things using virtual reality.)
ভার্চুয়াল রিয়ালিটি খেলার জগতে, শিক্ষার ক্ষেত্রে এবং চিকিত্সার ক্ষেত্রে বা
গবেষণার কাজে ব্যবহৃত হয় । (Virtual reality is used in the
gaming industry, education sector, and healthcare field.)
ভার্চুয়াল রিয়েলিটি কি ? কিভাবে কাজ করে, বৈশিষ্ট্য ? Virtual Reality ব্যাবহারের সুবিধা ও অসুবিধা

ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের সুবিধা ও অসুবিধা

ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের মাধ্যমে ব্যাবহারকারি অনেকগুলি সুবিধা পাওয়া
যায়। চলুন দেখে নেওয়া যাক, কি কি সুবিধা রয়েছে ।

ভার্চুয়াল রিয়েলিটির সুবিধা

১. নিজস্ব অভিজ্ঞতা: Virtual Reality ব্যাবহারের মাধ্যমে ব্যবহারকারী
একটি নির্দিষ্ট পরিবেশে বা জগতে প্রবেশ করে নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করতে
পারে ।
২. বিভিন্ন অধিকারগুলির ব্যবহার: ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি শিক্ষা,
চিকিৎসা, বিজ্ঞান, বিনোদন  এবং বাণিজ্যিক ক্ষেত্রে বিশেষভাবে ব্যবহৃত হয়
৩. নিরাপত্তা ও প্রশিক্ষণের সুবিধা: Virtual Reality বর্তমান সময়ে বিভিন্ন
নিরাপত্তা বিষয়ক কাজে ব্যবহৃত হয় । বিশেষত অনেক উন্নত মানের
CCTV ক্যামেরাতে এই নতুন টেকনোলজি রয়েছে । যা আপনার বাড়ি ও ব্যবসার
জায়গা কে উন্নত মানের নিরাপত্তা বা সার্ভিলেন্স করতে সক্ষম ।
এছাড়াও, বিভিন্ন দেশের Army তাদের বিভিন্ন কাজে VR এর সাহায্য নিয়ে
থাকে ।

ভার্চুয়াল রিয়েলিটির অসুবিধা

যদিও ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের এতগুলি সুবিধা রয়েছে, এর কিছু অসুবিধা
ও মেয়াদোষ রয়েছে যেগুলি মনে রাখতে হয়:
১. অত্যাধিক মূল্য : ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিটি খুবই মূল্যবান। এটি
সাধারণ মানুষের নাগালের বেশ কিছুটা বাইরে । মূলত বিত্তবান মানুষেরাই এই ধরনের
Technology কে ব্যাবহার করতে সক্ষম ।
সম্প্রতি Apple কোম্পানি বাজারে এনেছে তাদের নতুন ভার্চুয়াল রিয়েলিটি
ডিভাইস (Apple Vission Pro) যার দাম 3 লক্ষ টাকা । এবারে ভাবুন,
এত মূল্য দিয়ে সাধারণ কোন মানুষ কি এই ডিভাইস কিনতে ইচ্ছুক হবে ?
ভার্চুয়াল রিয়েলিটি কি ? কিভাবে কাজ করে, বৈশিষ্ট্য ? Virtual Reality ব্যাবহারের সুবিধা ও অসুবিধা
২. অত্যাধিক সময় : ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করতে সময় প্রয়োজন হয়। এই
বিশেষ ডিভাইসটি ব্যাবহার করতে যথেষ্ট সময় । বিশেষত, ব্যাবহারের আগে সঠিক
জ্ঞান বা স্কিল না থাকলে ব্যাবহার করা মুশকিল।
৩. প্রকৃতির অভাব: ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা
ডিভাইসের বাইরের দৃশ্য উপভোগ করতে পারেন না।
Also read,
 
 
Tags –
Virtual Reality,
Technology,
Internet

Share This Article