অবশেষে এক ঘন্টা পর ঠিক হলো ফেসবুক, ইনস্টাগ্রাম পরিষেবা, সমস্যার কারণ এখনো অজানা

sudiproy877
2 Min Read

প্রায় ১ ঘন্টা পর মিটলো ফেসবুক ও ইনস্টাগ্রাম এর সমস্যা । রাত ৯ টা থেকে ১০ অব্দি বিশ্বজুড়ে আচমকা বিভিন্ন একাউন্ট নিজে থেকেই লগ আউট হয়ে যায় এবং ব্যাবহারকারীরা যখন লগ ইন করার চেষ্টা করে তখন Error Page শো করতে থাকে । 

Facebook, Instagram Down News

যদিও এই সমস্যা ১ ঘন্টা বাদেই মিটে যায় কিন্তু হঠাৎই এই সমস্যার আসল কারণ কি ? তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি ।ভারত এবং বিশ্বের বিভিন্ন দেশে মঙ্গলবার রাত 9 টা নাগাদ থেকে ফেসবুক (Facebook) ও ইনস্টাগ্রাম (Instagram) ব্যবহারকারীরা সমস্যার সম্মুখীন হন ।

কলকাতার বাসিন্দা, অমিত মজুমদার জানান, প্রথমে ভেবেছিলাম ফেসবুক একাউন্ট হ্যাক হয়েছে, পরে বিভিন্ন নিউজ থেকে জানতে পারি, এই সমস্যা শুধুমাত্র আমার একার নয়, বিশ্বজুড়ে অনেকেই ভুক্তভোগী ।

আরো পড়ুন, আচমকা ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধ ! বিশ্বজুড়ে ব্যাপক সমস্যায় ব্যাবহারকারীরা

সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে ব্যাঙ্গালোর নিবাসী এক ব্যাক্তি লিখেছেন ফেসবুক বন্ধ থাকায় অনেকদিন বাদে সন্ধ্যেবেলা বাড়ির লোকের সঙ্গে বসে আড্ডা দিলাম ।ফেসবুক ও ইনস্টাগ্রাম বন্ধ থাকায় যেমন সমস্যায় পড়েছেন কোটি কোটি ব্যাবহারকারী । ঠিক তেমনিভাবে অনেকেই প্রযুক্তি ও সামাজিক মাধ্যমের এই আচমকা বন্ধ হয়ে যাওয়াকে পজেটিভ ভাবেই দেখছেন ।

Facebook And Instagram

Loading...

মার্ক জুকারবার্গের সংস্থা মেটা এই নিয়ে অফিসিয়ালভাবে কোন বিবৃতি দেয়নি । এই নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে সরব হতে শুরু করেছেন অনেক নেট নাগরিকরাই । 

১ ঘন্টা ফেসবুক, মেসেঞ্জার ও মেটার বিভিন্ন পরিষেবা বন্ধ হয়ে থাকার ফলে নিউজ এজেন্সি থেকে বিভিন্ন অনলাইন সংস্থার বেশ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে ।

Share This Article