গত 23 January oneplus এর এই হেডফোনটি ভারতে লঞ্চ হয়েছে। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন। এই ইয়ারবাডটি দুটি রঙে বাজারে আসতে চলেছে। শোনা যাচ্ছে 6 February থেকে এই ইয়ারবাডটির বিক্রি শুরু হবে। এবং এই OnePlus এর Buds টি Amazon থেকে কিনতে পারবেন।
OnePlus Buds 3 Price & Full Details
এই ইয়ারবাডে 520mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা 44 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। এছাড়াও আছে অ্যাকটিভ নয়েজ ক্যানসেলশনের সাপোর্ট এবং 5.3 ব্লুটুথ কানেকশনের সাপোর্টও থাকবে। এগুলিতে 10.4 মিমি উফার এবং 6 মিমি টুইটার ডুয়াল ড্রাইভার থাকবে। কোম্পানি এতে মোট 6টি মাইক্রোফোন ব্যবহার করেছে। OnePlus কোম্পানি জানিয়েছে, এই নতুন ইয়ারবাড এ 10 মিটার দূরত্ব পর্যন্ত কানেক্ট করা যেতে পারে। এই ইয়ারবাডে ANC সমর্থন সহ 6.5 ঘন্টা প্লেব্যাকের সুবিধা পাবেন। আর যখন ANC বন্ধ থাকবে তখন 10 ঘন্টা ব্যাকআপ দেবে। কোম্পানির এই ইয়ারবাডে ফাস্ট চার্জিং সাপোর্ট রেখেছে। এতে মাত্র 10 মিনিট চার্জ করার পরে 7 ঘন্টা ব্যবহার করা যাবে। ছাড়াও, জল থেকে সুরক্ষার জন্য IP55 রেটিং দেওয়া হয়েছে। এই ইয়ারবাডটির দাম 5,499 টাকা থেকে শুরু হচ্ছে। এই হেডফোনটি নীল এবং ধূসর রঙে কিনতে পাওয়া যাবে।
OnePlus Buds 3 Specifications
AUDIO :
Drivers –
10.4mm woofer + 6mm tweeter dual drivers
Frequency Response –
15Hz~40KHz
Microphone Sensitivity –
-38dB
Microphones –
3 mics per side
Rated Power –
10mW
Noise Cancellation –
Up to 49dB Smart Adaptive Noise Cancellation
Frequency Range –
4kHz
CONNECTIVITY :
Bluetooth® Version –
Bluetooth® 5.3
Distance –
10m¹
BATTERY :
Battery Type –
Rechargeable Li-ion battery
Battery Capacity (earbuds) –
58mAh
Battery Capacity (charging case) –
520mAh
বাজারে এলো পৃথিবীর সবথেকে স্মার্ট স্মার্টফোন Samsung S24 Ultra , জেনে নিন দাম ও ফিচার্স