প্রেমের সপ্তাহে জাকিয়ে পড়বে শীতের আমেজ,তাপমাত্রা কমবে কয়েক ডিগ্রি

Sandeep Sen
1 Min Read

ফেব্রুয়ারি শুরু হতে না হতেই অনেকেই ভেবেছিলেন যে শীত বোধহয় এবার বিদায় নেবে । আসবে বসন্তের ছোয়া । শীতের রাতের হাড় কাঁপানো ঠান্ডার অনুভূতি ভুলে ধীরে ধীরে ফ্যান বা এসি চালানোর তীব্র গরম সহ্য করতে হবে।
সরস্বতী পুজোর পড়েই শীতের বিদায় হয় বাংলা থেকে । সেই ভেবেই অনেকেই ভেবে রেখেছেন । সেই কারণেই ফেব্রুয়ারির শেষ সপ্তাহে অনেকেই দার্জিলিং ভ্রমণের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ।
তাহলে শীত কি আর মাত্র কয়েক দিনের অতিথি ?
এর উত্তরে আলিপুর হওয়া অফিসের কর্তারা কিন্তু অন্য কথা বলছেন । তাদের দাবি আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা আরো কমবে । অর্থাৎ শীত আরো বেশ কিছুদিন জাকিয়ে থাকবে ।
সরস্বতী পূজা কিংবা ভ্যালেন্টাইন্স ডের পরও তাপমাত্রা থাকবে বেশ কম।
আবহাওয়া দপ্তরের এক কর্তা জানিয়েছেন, আগামী বেশ কিছুদিন তাপমাত্রা কম থাকবে । দিনে সেরকম না কমলেও রাতের দিকে তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি কমে যাবে । যার ফলে শীতের তীব্রতা বাড়বে বই কমবে না।

অনেকেই শীত একটু কমলে ফেব্রুয়ারি শেষে বা মার্চের শুরুতে দার্জিলিং বা সিকিমের মতো জায়গায় ছুটিতে যাওয়ার জন্য টিকিট কেটে রেখেছেন তাদের কিন্তু এবার ভাবতে হবে ।

আরো পড়ুন,

ভালোবাসা দিবসের গল্প

লোকসভা ভোটের আগে তৃণমূলের সাংসদ – অভিনেতা পদ থেকে দিলেন ইস্তফা

Share This Article