৭ দফায় লোকসভা ভোট, দেখে নিন আপনার কেন্দ্রের ভোট কবে ?

sudiproy877
3 Min Read

লোকসভা ভোটের রাজনৈতিক তরজা অনেকদিন আগে শুরু হলেও, কবে ভোট (Loksabha Election) হবে সেটা নিয়ে একটা সংশয় সবার মনেই ছিলো । অবশেষে ভারতের জাতীয় নির্বাচন কমিশন আজ ঘোষনা করলো লোকসভা ভোটের দিনক্ষণ । মোট ৭ দফায় দেশের ৫৪৩ টি আসনে লোকসভা ভোট অনুষ্ঠিত হবে । পৃথিবীর সবথেকে বড় গণতান্ত্রিক এই উৎসবের নির্ঘণ্ট ঘোষনা করেন নির্বাচন কমিশনার রাজীব কুমার । ৭ দফায় লোকসভা ভোট অনুষ্ঠিত হওয়ার পর আগামী ৪ ই জুন লোকসভা ভোটের গণনা হবে ।

Lok Sabha Election 2024 Date & Schedule


প্রথম দফার ভোট শুরু হবে ১৯ ই এপ্রিল থেকে ।
আজ নির্বাচন কমিশন বিকেল ৩ টে থেকে সাংবাদিক সম্মেলন করে সরাসরি লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেন । যেমনটা আমরা গতকাল প্রকাশ করেছিলাম বাংলায় মোট ৭ দফায় ভোট হবে ।

এবারে দেখে নিন আপনার লোকসভা কেন্দ্রে বা আপনার এলাকায় কবে হবে ভোট ….

লোকসভা ভোটের তারিখ 2024

১৯ এপ্রিল – কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার

২৬ এপ্রিল – রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিং

৭ ই মে – মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর

১৩ ই মে – বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল

২০ মে –  শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলি, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, আরামবাগ

২৫ মে – পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বিষ্ণুপুর

১ জুন – উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসত, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম

লোকসভা ভোটের খবর

লোকসভা ভোটের সঙ্গে সিকিম, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, ও অরুণাচল প্রদেশ এ বিধানসভা ভোট হবে ।
আজ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষনার সঙ্গে সঙ্গে সারা দেশ জুড়ে আদর্শ আচরণবিধি লাগু করা হয়েছে ।
আপনার এলাকার কিংবা যেকোন লোকসভা কেন্দ্রের প্রার্থীর ব্যাপারে জানতে নির্বাচন কমিশন বিশেষ একটি অ্যাপ (App) আজ লঞ্চ করেছে । নো ইউর ক্যান্ডিডেট নামক অ্যাপ থেকে যেকোন ভোটার তার প্রার্থীর ব্যাপারে জানতে পারবেন ।
এই প্রথমবার নির্বাচন ঘোষনার সময় নির্বাচন কমিশনার শায়েরি দিয়ে ভোটের নির্ঘণ্ট ঘোষনা শুরু করেন । দেশের সমস্ত নাগরিকদের গণতন্ত্রের এই মহান উৎসবে সামিল হওয়ার অনুরোধ করেন তিনি ।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গত নির্বাচনে ব্যাপক গন্ডগোলের কারনে দেশের সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে কেন্দ্র । মোট ৯০০ কোম্পানির ওপর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে বাংলায় লোকসভা ভোট সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত করার জন্য ।

আরো পড়ুন, ভোটের আগে গুরুতর জখম মুখ্যমন্ত্রী, কপাল ফেটে রক্তক্ষরণ 

বাংলায় সাত দফায় ভোট ! লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষনা শনিবার

Share This Article

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.