বাংলায় সাত দফায় ভোট ! লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষনা শনিবার

sudiproy877
2 Min Read

লোকসভা ভোটের দামামা বেজে গেছে অনেকদিন আগেই । দিল্লি দখলের লড়াইতে নিজের নিজের দলের সুর চড়াতে ব্যাস্ত সমস্ত রাজনৈতিক দল ।
বিজেপি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তৃতীয়বার মোদী সরকার হতে চলেছে কেন্দ্রে । বাংলাতেও বিভিন্ন জায়গায় প্রার্থী ঘোষনা করেছে বিজেপি । পিছিয়ে নেই বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস ও । কয়েকদিন আগেই ব্রিগেডের জনগর্জন মঞ্চ থেকে বাংলার ৪২ আসনেই প্রার্থী ঘোষনা করেছে তৃণমূল ।

Lok Sabha Election 2024

কিন্তু ভোট কবে হচ্ছে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনেই । ভোট তো আসছে, কিন্তু কবে হচ্ছে তার উত্তর মিলছে না কারো কাছেই ।
অবশেষে জাতীয় নির্বাচন কমিশন সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেল এ পোস্ট করে জানিয়ে দিলো আগামীকাল অর্থাৎ ১৬ ই মার্চ শনিবার লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষনা করবে ।
শনিবার বিকেল ৩ টেয় ভারতের জাতীয় নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ প্রকাশ করবে । সেই সঙ্গে বেশ কয়েকটি রাজ্যের বিধাসভা ভোটের নির্ঘণ্ট ও প্রকাশ করা হবে । কমিশনের তরফ থেকে একটি প্রেস কনফারেন্স করে সরাসরি ঘোষনা করা হবে ।

লোকসভা ভোটের তারিখ 2024

ভোটের দিনক্ষণ প্রকাশ্যে আসার পরই ভোট যুদ্ধ যে আরো তীব্রতর ও হতে চলেছে তা বলাই বাহুল্য ।
কিন্তু পশ্চিমবঙ্গে মোট কত দফায় ভোট হচ্ছে ?
সূত্র মারফত জানা যায় বাংলাতে মোট সাত কিংবা তার ও বেশি দফায় ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে ।
গত দুই নির্বাচনে বাংলায় তুমুল সন্ত্রাস ও মৃত্যু দেখে আতকে উঠেছিলো গোটা দেশ । সেই ঘটনার পুনরাবৃত্তি আটকাতেই এমন সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন ।

আরো পড়ুন, ভোটের আগে গুরুতর জখম মুখ্যমন্ত্রী, কপাল ফেটে রক্তক্ষরণ 

লোকসভা ভোটের খবর

গতকাল নির্বাচন কমিশনের জোড়া শূন্যপদে দুই অবসরপ্রাপ্ত আমলাকে বসিয়েই দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষনার সিদ্ধান্ত নিয়ে অনেকেই ভ্রু কুচকে আছেন । দেশ জুড়ে আগামীকাল বিকেল ৩ টে থেকে আদর্শ নির্বাচন বিধি লাগু হতে চলেছে এমনটাই জানিয়েছে কমিশন ।

Share This Article

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.