দোল পূর্ণিমা নিয়ে কিছু কথা 2024 – Dol Purnima Bengali Article

sudiproy877
2 Min Read

দোল পূর্ণিমা 2024

আসছে দোল পূর্ণিমা । গগনে পূর্ণচন্দ্রের উদয় সন্ধ্যা হতে। সেই স্নিগ্ধ চন্দ্রালোকে জ্যোৎস্নায় প্লাবিত ভুবন । যারা লক্ষ্মীর পাঁচালি পড়েন বা যারা শুনেছেন তারা জানবেন লক্ষ্মীর পাঁচালি শুরু এই দোল পূর্ণিমা তিথিকে নিয়ে ।
পাঁচালি তে লেখা আছে –
দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ ।
মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস ।।
স্বর্ণসিংহাসনে বসি লক্ষ্মীনারায়ণ ।
কহিতেছেন নানা কথা সুখে আলাপন ।।

Dol Purnima In Bengali

Loading...

দেবী লক্ষ্মীর পাঁচালি এই দোল পূর্ণিমা ঘিরে। এরপর দেবর্ষি নারদ মুনি সবিস্তারে
মর্তের দুর্ভিক্ষ, অনাচার জানালে দেবী হরিপ্রিয়া লক্ষ্মী দেবী তার প্রতিকারের
ব্যবস্থা করেন। সুদুর বৈকুণ্ঠে থেকে  নয়, মা নিজে নেমে আসেন এই ধরিত্রীতে
।  এখান থেকেই দেবী লক্ষ্মীর মাহাত্ম্য শুরু ।

দোল পূর্ণিমা নিয়ে কিছু কথা 2024 - Dol Purnima Bengali Article
Loading...
আরো পড়ুন,
দেবী লক্ষ্মী ‘শ্রী’, ‘ধন’,  ‘সম্পদ’ , ‘ঐশ্বর্য’ , ‘সৌভাগ্য’ এর দেবী।তিনি এগুলির পূর্ণ বিকাশ ঘটান । তাইতো মর্তলোকে দেবী লক্ষ্মীর এত আরাধনা । পূর্ণ বিকাশ ঘটান বলে দেবী লক্ষ্মী পূর্ণ ভাবে প্রস্ফুটিত পদ্ম পুস্পে বিরাজিতা। তিনি হস্তে প্রস্ফুটিত বিকশিত পদ্ম ধারন করেন । অমাবস্যার পরদিন প্রতিপদ হতে শুক্ল চতুর্দশী অবধি চন্দ্র একটু একটু করে বিকশিত হতে থাকে, পূর্ণিমাতে পূর্ণ বিকশিত হয়ে যায় । দেবী লক্ষ্মী সর্বাত্মক বিকাশের দেবী, তাইতো
পূর্ণিমা তিথিতে সন্ধ্যায় দেবীর আরাধনা হয় ।
আরো পড়ুন,

Share This Article