আচমকা ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধ ! বিশ্বজুড়ে ব্যাপক সমস্যায় ব্যাবহারকারীরা 

sudiproy877
2 Min Read

বিশ্বের সবথেকে বড় সামাজিক মাধ্যম ফেসবুক (Facebook) অনেকের ফোনেই চলছে না, এমনটাই অভিযোগ করেছেন বহু ফেসবুক ব্যবহারকারী ।
যদিও ফেসবুকের এই আচমকা সমস্যার আসল কারণ কি ? সেটা এখনো জানা যায়নি ।
তবে অনেক ফেসবুক ব্যাবহারকারী অভিযোগ করছেন হঠাৎ ই তাদের ফেসবুক লগ আউট হয়ে গেছে এবং লগ ইন করার কোন অপশন শো করছে না । পরিবর্তে Error Page শো করছে ।

Is Facebook Down Today In India


এমন অবস্থায় সমস্যায় পড়েছেন সাধারণ ফেসবুক ব্যবহারকারী থেকে অনেক বড় বড় পেজের এডমিন রা ।
তাছাড়া, ফেসবুকে অনেক ডিজিটাল এজেন্সি তাদের প্রোডাক্ট ও সার্ভিস বিক্রি করে থাকেন, তাদের ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়েছে ।
টুইটার (সাবেক এক্স) হ্যান্ডেলে এক ব্যাক্তি লিখেছেন, হঠাৎ ফেসবুক খুলতে গিয়ে সমস্যায় পড়েছি, প্রথমে ভেবেছিলাম, আমার একাউন্ট হয়তো হ্যাক হয়েছে ।’
ফেসবুকের সঙ্গে মেসেঞ্জার ও ব্যাবহার করতে পারছেন না অনেকেই । এই সমস্যা শুধুমাত্র বিশেষ কিছু দেশে নয় । ফেসবুকের এই সমস্যা সারা বিশ্বজুড়ে । যদিও কোম্পানির তরফ থেকে এই বিষয়ে অফিসিয়াল ভাবে কিছু জানানো হয়নি । তবে অনেক টেক বিশেষজ্ঞ মনে করছেন, সার্ভারে কিছু টেকনিকাল সমস্যার কারনে হয়তো একাউন্ট খুলছে না ।
প্রসঙ্গত গত বছর Whats app এও একই রকম সমস্যা হয়েছিলো । দীর্ঘ সময় ধরে What’s app ব্যাবহারকারী তাদের নিজস্ব একাউন্ট ব্যাবহার করতে পারেননি ।

Why Facebook, Instagram Is Not Working

Loading...

কিভাবে ফেসবুক একাউন্ট নিজে থেকেই লগ আউট হয়েছে, সেই কারণ এখনো স্পষ্ট না হলেও অনেকেই অভিযোগ করেছেন তাদের ইনস্টাগ্রাম (Instagram) একাউন্ট ও চলছে না ।
টেক বিশেষজ্ঞ মৈনাক গুহ জানিয়েছেন, ভয় পাওয়ার কোন কারণ নেই । যেহেতু Facebook, Messenger এবং Instagram Meta র নিজস্ব সার্ভারে কাজ করে । হয়তো যান্ত্রিক কোন গোলযোগের বা ত্রুটির কারণেই এই সমস্যা তৈরি হয়েছে।

Share This Article