বিজেপির টিকিটে লোকসভা ভোটে প্রার্থী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, পদত্যাগ করেই জানালেন মনের কথা

Sandeep Sen
1 Min Read

গত কয়েকমাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল । টেট দুর্নীতি হোক কিংবা এস এস সি তে শিক্ষক সকল মামলায় ঐতিহাসিক রায় প্রদান করে বাংলা জুড়ে সাড়া জাগিয়েছিলেন তিনি ।
শিক্ষিত বেকার যুবক যুবতীদের কাছে তিনি যেন হয়ে উঠেছিলেন এক যোদ্ধা ।
সেই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আজ সকাল 10 টা 35 মিনিটের পর আর বিচারপতি নন । উচ্চ আদালতের বিচারপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন তিনি ।
এবারে লক্ষ্য রাজনীতি তে থেকে সমাজের কাজ করার । তৃণমূলের সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার । প্রেস কনফারেন্স করে এমনটাই জানিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি ।
গত কয়েকদিন থেকেই বঙ্গ রাজনীতি তে তার উত্থান নিয়ে নানারকম জল্পনা শোনা যাচ্ছিলো । অনেকেই নানা রাজনৈতিক দলের সঙ্গে তার নাম জুড়েছিলেন ।
অবশেষে আজ দুপুরে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন আপাতত তিনি বিজেপিতে জয়েন করছেন । তবে আগামী লোকসভা ভোটে টিকিট পেলে তিনি ভোটে দাঁড়াতেও রাজি ।
তিনি জানান এবার থেকে তৃণমূল জন মিউ মিউ সভা করবে ।
বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী তাকে একসময় রাজা রামমোহন রায়ের সঙ্গে তুলনা করেছিলেন । এবারে বঙ্গ রাজনীতিতে তার উত্থান কতটা সার্থক হবে তা তো সময় বলবে । কিন্তু অভিজিৎ গাঙ্গুলির বিজেপি দলে যোগদান যে বাংলার রাজনৈতিক হওয়া গরম করবে তা কিন্তু বলাই বাহুল্য ।

Share This Article