পরিচালক প্রথমেই গল্পের এক হিরো কে দিয়ে বলিয়ে দিয়েছেন এই গল্প এক প্রেমের গল্প, সেটা যন্ত্রের প্রতি প্রেম হোক, কি cryptography এর প্রতি, কি নিজের পরিবারের প্রতি বা নিজের মাতৃভূমির প্রতি। সিনেমার প্রেক্ষাপট ১৯৭০-৭১ সনের পূর্ব পাকিস্তান আর সৈন্যবাহিনীর একাংশের।
Pippa Movie Review
সিনেমাটি The Burning Chaffees বইয়ের উপর ভিত্তি করে বানানো। ঈশান ব্রিগেডিয়ার বলরাম মেহেতার চরিত্রে অভিনয় করেছেন যিনি তার ভালোবাসার কথা বলেছেন, যন্ত্রের প্রতি ভালোবাসা, নির্দিষ্ট করে বললে PT -76 ট্যাঙ্কার(PIPPA) এর কথা বলেছেন আর পরিচালক পর্দায় যন্ত্র কেই দেখিয়েছেন।
Pippa Movie Cast
- Ishaan Khattar
- Mrunal Thakur
- Priyanshu Painyuli
- Inaamulhaq
- Leysan Karimova
- Neeraj Pardeep Purohit
সিনেমার সারাংশ মুক্তিযুদ্ধে ভারতীয় সৈন্যবাহিনীর ভূমিকা। কাজেই স্বাভাবিক ভাবেই সেখানে FM মানেকশো এসেছেন (যিনি করেছেন make up ভালো লেগেছে আমার, ভিকি কৌশল কে পর্দায় দেখার আগে একেও মানানসই লেগেছে আমার)PM Mrs. Gandhi (একে দেখতে Mrs.Gandhi এর মত লাগেনি আমার)এসেছেন আর বাকি ফিল্ড অফিসার যাঁরা এসেছেন তাদের সম্পূর্ণ বিবরণ টাইটেল কার্ডে দেওয়া আছে, বস্তুত পুরো ফিল্ম কেনো এবং কিসের উপর ভিত্তি করে বানানো টাইটেল কার্ড পড়লেই হবে, সিনেমা টা ভাব সম্প্রসারণ।
Pippa Release Date
10 November 2023 on Amazon Prime Video
অভিনয় নিয়ে আমার কোনো বক্তব্য নেই, তবে Inaamul Haq একটু নজরে এলেন। বাংলার কিছু শিল্পী কাজ করেছেন ফিল্মে। VFX বেশ ভালো, তবে শুরুতেই কেনো গ্রাফিক্স ব্যবহার করলেন বুঝলাম না ১৯৭১ নিয়ে যথেষ্ট ছবি মজুত থাকার পরেও।
Pippa Movie Song Controversy
এবার বলি সবচেয়ে আলোড়িত গান বা বলা ভালো যার জন্য পুরো সোশাল মিডিয়া তোলপাড় হয়ে যাচ্ছে সেই নিয়ে। “কারার ঐ লৌহ কপাট” গানটা সিনেমায় খুব বেশি হলেও ৪০ সেকেন্ডের জায়গা নিয়েছে, তাই গান টা ফিল্ম প্রমোশনের জন্য আলাদা করে বানানো হয়েছে আমার বিশ্বাস। কিন্তু তারপর BGM হিসাবে যা এসেছে সেটা আমার ভালো লাগেনি। BGM সব জায়গায় খারাপ নয়, কিন্তু কিছু কিছু জায়গায় অবাস্তব আর অস্বাভাবিক। মানে কোনো এক বিশেষ মুহূর্তে হটাৎ কামানের গর্জনের মত যদি গান কে বিপ্লবের প্রতীক বানানো হয় সেটা বিরক্তির উদ্রেক করে(ডিটেইলস আমি বলবোনা)। কি জানি পরিচালক কৃষ্ণ মেননের হয়তো রহমান সাহেবের সাথে বিশেষ সখ্যতা আছে!! সিনেমাটি কিছুটা মিউজিক্যাল journey হতে চেয়েছিল হয়তো কারণ ৩ টে আরো গান আছে। আমি কোনো কিছুই বোদ্ধা নই, সঙ্গীত বোদ্ধা তো ন়ই ই, তাই এগুলো একান্তই আমার ব্যক্তিগত মত আর রিভিউ দেওয়ার কু -অভ্যাস।
সিনেমার ভালো অংশ আমার কাছে প্রথম দিকে একটি অংশ, ঈশান সম্ভবত ভালো নাচেন, আমি ওর কাজ আগে দেখিনি। আর বাকি সিনেমা বোঝার জন্য আমি বইয়ের উপর ভরসা করে নেবো।
জয় বাংলা স্লোগান মুক্তি বাহিনীর ছিলো সেটা পড়েছি, কিন্তু নীল সাদা শাড়ি ও ফিল্মের অনুপ্রেরণা কি? উত্তর খুঁজছি….(কেনো বললাম জানতে হলে তো দেখতে হবে প্রাইম ভিডিওতে)
ও হ্যাঁ মেনন বাবু ১৯৭১ এ বাংলাদেশ থুড়ি পূর্ব পাকিস্তানে ইলিশের দাম কত ছিলো খোঁজ নিয়েছিলেন, নাকি পদ্মায় ইলিশ গড়াগড়ি যায়?
আরো পড়ুন,
12th Fail Movie Review, Budget, Cast & Storyline
Dawshom Awbotaar Review, Cast – প্রবীর পোদ্দার জুটি কেমন হলো ? Watch Online
(সবার আগে সব খবর, সমস্ত আপডেট, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News পেজে)