Dhupguri STS Club Kali Puja 2023 Photos
শীত সবে পড়তে শুরু করেছে, আলমারি খুলে সবাই শীতের পোশাক বের করতে শুরু করেছে । কিছুদিন আগেই দূর্গাপূজার রেশ এখনো আমাদের শরীরে, মননে লেগে রয়েছে ।
এর মাঝেই চলে এসেছে দীপাবলির আলোর উৎসব । আলোর এই উৎসবে চারিদিক যেমন নতুন ভাবে সেজে উঠেছে ঠিক তেমনি শ্যামা মায়ের পূজো ও কিন্তু চলে এসেছে ।
আর ঠিক একদিন পর থেকেই চারিদিকে প্যান্ডেলে প্যান্ডেলে শোনা যাবে ‘ আমার সাধ না মিটিলো, আশা না ফুরিলো’ র মতো জনপ্রিয় শ্যামা সঙ্গীত ।
শহর ছেড়ে গ্রাম, জেলায় জেলায় এবারের কালি পূজোর আলাদা একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ।
আর কালি পূজোর কথা এলেই সবার আগে মাথায় আসে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার কালি পূজোর কথা ।
Dhupguri Kali Puja Pandal 2023
আসলে ব্যাপারটা হলো, কলকাতার বিভিন্ন Durgapuja যেমন বিখ্যাত । ঠিক তেমনিভাবে উত্তরবঙ্গের Dhupguri, Falakata, Siliguri, Jalpaiguri র বিভিন্ন ক্লাবের কালি পূজোর আলাদা একটা ঐতিহ্য রয়েছে ।
প্রতি বছর বিগ বাজেটের পূজোর মাঝেই থাকে এই ক্লাব গুলোর মাঝে এক তীব্র প্রতিযোগিতা ।
যদিও Dhupguri র কালি পূজোর আলাদা একটা সুনাম রয়েছে । কলকাতা থেকে কিংবা দেশের বিভিন্ন প্রান্ত থাকে প্রতি বছর বহু মানুষের আগমন ঘটে কালি পূজোর সময় ।
তবে বিভিন্ন ক্লাবের বিগ বাজেটের পূজো থাকলেও বরাবরের মতো এই বছর ও ধূপগুরির পূজোর সবচেয়ে বড় আকর্ষণ কিন্তু STS ক্লাবের পূজো ।
গত প্রায় এক দশক ধরে দর্শনার্থীদের নানারকম চমক দিয়ে আলোচনার শিরোনামে থাকে এই STS ক্লাব। আজ STS ক্লাবের ৫৩ তম পুজোর উদ্বোধন হলো। পুজো আগামীকাল থেকে হলেও উদ্বোধনেই কিন্তু ছিলো জনসমুদ্র।
চলুন দেখে নিন, চলতি বছরের সবথেকে বড় ও আকর্ষনীয় STS ক্লাবের কালি পূজোর প্যান্ডেলে ।
পুজো উদ্বোধনে অভিনেত্রী কৌশানি মুখাজী
আরো পড়ুন, দীপাবলির শুভেচ্ছাবার্তা মেসেজ ছবি
(সবার আগে সব খবর, সমস্ত আপডেট, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News পেজে)