Moshari Movie Review, Explained: কি জাদু আছে Nuhash Humayun এর মশারিতে? জানুন

sudiproy877
4 Min Read

Nuhash Humayun পরিচালিত ২২ মিনিটের শর্ট ফিল্ম “মশারি” (Moshari) বিশ্বে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত হয়েছে। বাংলাদেশের প্রথম ও একমাত্র Oscar Qualifying Film. এখনও পর্যন্ত আমার দেখা অন্যতম সেরা শর্ট ফিল্ম। Horror Genre কে যেভাবে পরিচালক এক্সপ্লোর করছেন প্রতিটা কাজে , এই Genre

সম্পর্কে মানুষের ধারণা বদলে যাচ্ছে সম্পূর্ণভাবে। প্রতিটা কাজেই তিনি দিয়ে যাচ্ছেন একটা কঠিন গভীর বার্তা। সেই দিকটা উপলব্ধি না করতে পারলে নুহাশ হুমায়ূনের কাজের গভীরতা বোঝা কঠিন।

Moshari Movie Review

এই ফিল্মে তিনি তৈরি করেছেন একটা ডিষ্টোপিয়ান জগৎ । পশ্চিমে সেইসব দেশ যারা বাংলাদেশকে “থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি” বলতো তারা আজ নিশ্চিহ্ন। সূর্যের আলো নিভে গেলেই আর কেউ বাইরে থাকতে পারে না , গেলেই মৃত্যু। বাঁচার উপায় একটাই , “মশারি”।
গল্পে মুখ্য চরিত্রে দুই বোন। এই দুটি চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন Sunerah Binte Kamal ও শিশু চরিত্র Naira Onora Saif. এরা দুজন বেঁচে থাকার চেষ্টা করছে এই ভয়ানক পৃথিবীতে। এটা একটা Survival Drama বললেও ভুল হবে না। সাধারণ কোনও হরর স্টোরি নয় এটা , এর মধ্যেই ডিরেক্টর দেখাতে চেয়েছেন নারীদের অবস্থান। যে রক্তপ্রিয় পিশাচরা ঘুরছে চারদিকে , তারা বর্তমান সময়েরই নারকীয় কীট , যারা মেয়েদের রক্ত চায়। বাঁচার উপায় ফিল্মে মশারি অর্থাৎ বদ্ধ হয়ে থাকা , যাতে প্রবেশ করতে না পারে সেই পিশাচ। এ তো আজকের পৃথিবী। ফিল্মের ডায়ালগস খুব ভালোভাবে লক্ষ্য করা দরকার , প্রথম থেকে শেষ অবধি। ফিল্মে উঠে আসে Black Live Matters এর কথাও , “I can’t breathe”. সব কিছুর মধ্যেও বেঁচে থাকে দুই বোনের ভালোবাসা।

Moshari Movie Star Cast

  • Sunerah Binte Kamal
  • Nairah Onora Saif
  • Moyed Bhuiyan
  • Maruf Ahmed
  • Tony Ji

IMDb Rating – 7.5/10

ফিল্মের মেকিং অসাধারণ। বিশেষত লাইটিং ও মিউজিক হরর থ্রিলারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে দুটোই অনবদ্য। Director of Photography , Ezad Mehedi ও অরিজিনাল স্কোর দিয়েছেন Dameer Khan . বাংলাদেশের ফিল্মের ইতিহাসে এটা একটা Landmark কাজ হিসেবে রয়ে যাবে।

Moshari Movie Explained

ছোটবেলায় আমরা অনেকেই মনে করতাম মশারীর ভেতরে থাকলে আমাদের ভূতে ধরবে না। এমনকি আমার মতো অনেকেই ভাবতেন খাটের তলায় কেউ লুকিয়ে আছে মশারী থেকে হাত পা বের করলেই সে টেনে ধরবে।
আমাদের ছেলেবেলার এই ধারণা নিয়েই Nuhash Humayun এর একটি শর্ট ফিল্ম Moshari মুক্তি পেয়েছে।
অনেকেই বলছেন শর্ট ফিল্ম টি তারা কিছুই বোঝেননি, তাদের বোঝার সুবিধার জন্য কিছু পয়েন্ট উল্লেখ করছি।

আরো পড়ুন, Pippa Movie Review, Cast – বাংলাদেশের মুক্তিযুদ্ধের গল্প কতটা ভালো হলো?

আয়রা এবং তার দিদি যখন ভেলা/ নৌকা তে ওঠে তখন ঘোষণা করা হয়ে ছিল সবাই যেন সাবধান থাকে, সাথে ধর্মগ্রন্থ রাখতে পারে কিন্তু ধর্মগ্রন্থ থাকলেও সে আক্রমণ করতে পারে।
অর্থাৎ ধর্ম সর্বদা আমাদের রক্ষা করতে পারে না কিছু সময় নিজেদের বুদ্ধিমত্তা কাজে লাগাতে হয়।

আয়রাকে যখন ভ্যাম্পায়ার ধরে তখন তার দিদিই তাকে রক্ষা করে, সেই সময় তার পায়ে কাঁচ ফুটে যায় তবুও সে থেমে যায়নি। অর্থাৎ প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হবে থেমে থাকলেই বিপদ ঘনিয়ে আসবে। তাছাড়া বিভিন্ন ক্ষেত্রে মেয়েদের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে মেয়েদেরই রুখে দাঁড়াতে হবে।

আলমারির ভেতর লুকিয়ে থাকার সময় আয়রা বলে “I Can’t Breathe” যা মার্কিন যুক্তরাষ্ট্রে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সাথে যুক্ত একটি স্লোগান (এই বিষয়ে বিস্তারিত জানতে Google এ সার্চ করুন)।

আরো পড়ুন,

Parnashabarir Shaap Hoichoi Review, Cast, Story

Dawshom Awbotaar Review

Web Stories You Might Like

Share This Article
Leave a comment
Top 10 Places In usa That You Should Visit Once In Your Life ICC World Cup Final:This star player of India will not play the final match against Australia Top 10 Visiting Places In Ahmedabad During Icc World Cup Amazing Butter Chicken Recipe That Everyone Will Appreciate ভুয়ো ভিডিওতে রশ্মিকা, উত্তাল গোটা নেট দুনিয়া, গর্জে উঠলেন অমিতাভ বচ্চন