Panchayat Season 3 First Look: অপেক্ষার অবসান ঘটিয়ে Amazon Prime Video র পর্দায় আবার আসতে চলেছে Panchayat সিজন 3।
প্রথম ও দ্বিতীয় সিজেনের দুর্দান্ত সাফল্যের পর এই সিরিজের নির্মাতারা সিজন 3 খুব শীঘ্রই রিলিজ করতে চলেছে ।
Prime Video দীর্ঘদিন থেকেই বেশ কিছু জনপ্রিয় সিরিজ দর্শকদের উপহার দিয়েছে । Mirzapur থেকে The Family Man কিংবা ক্রাইম থ্রিলার জনরা তে Dahad, Suzal The Vertex এর মতো সিরিজ বারংবার দর্শকদের বাহবা কুড়িয়েছে।
Panchayat Season 3 First Look
আজ পঞ্চায়েত সিরিজের মুখ্য চরিত্র Jitendra Kumar এর একটি ছবি প্রাইম ভিডিও তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া সাইট থেকে আপলোড করেছে। যেখানে লিখেছে, শীঘ্রই আসতে চলেছে Panchayat Season 3 ।
Jitendra Kumar সকলের প্রিয় জিতু ভাইয়াই যে আবার ও সচিবের (Sachiv) চরিত্রে অভিনয় করছেন তা এই ছবির মাধ্যমে নির্মাতারা জানিয়েছে । সচিব তথা Abhisek Tripathi র ছবির মাধ্যমে Panchayat Season 3 র First Look ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে।
সেই সঙ্গে আরও একটি ছবি পোস্ট করা হয়েছে । যেখানে তিনজন ব্যাক্তির ছবি একসঙ্গে পোস্ট করা হয়েছে । ছবিতে মজাদার দুটি লাইন ও লেখা রয়েছে । ছবিতে লেখা রয়েছে
‘Thokar Lagti hain, toh dard Hota Hain’
Tabhi manusshyo Sikh pata Hain’.
এর থেকেই বোঝা যায় যে, আগামী সিজেনেও এই সিরিজ তার গল্পের মাধ্যমে দর্শকদের হাসাতে চলেছে ।
যদিও সিজন 2 এর শেষ ভাগে গ্রামের একটি ট্রাজেডি দৃশ্য চোখে জল এনেছিলো সকলের দর্শকেরই।
এটাই হয়তো এই সিরিজকে নিয়ে গেছে অন্য উচ্চতায় ।
আরো পড়ুন,
ভূতুড়ে গল্পের আড়ালে মিডিয়ার আসল চিত্র তুলে ধরলো প্রাইম ভিডিওর এই নতুন সিরিজ
Panchayat Season 3 Cast
- Jitendra Kumar
- Neena Gupta
- Durgesh Kumar
- Raghubir Yadav
- Sanvikaa
- Chandan Roy
গত নভেম্বর মাসেই এই সিরিজের একজন মুখ্য চরিত্র Neena Gupta যিনি প্রধানের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন । তিনি একটি ভিডিও Instagram হ্যান্ডেলে পোস্ট করে ক্যাপশনে লেখেন, Wrap up party of Panchayat Season 3 । সেই ভিডিওতে তার অনস্ক্রিন স্বামী Raghuvir Yadav কেও দেখতে পাওয়া যায় ।
Panchayat সিরিজের সিজন 2 শুধুমাত্র দর্শক মহলেই প্রশংসিত হয়নি । সেই সঙ্গে Best Web Series (OTT) পুরস্কার ও পেয়েছে । সম্প্রতি 54 তম ভারতের আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে (IFFI) এ এই পুরস্কার দেওয়া হয় ।
সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করা এক যুবক যে একটি গ্রামের পঞ্চায়েত সচিব হিসেবে নিযুক্ত হয় । তারপর সেই গ্রামের নানা সমস্যা ও জটিলতা একটি হাসির মোড়কে এগিয়ে চলে । সত্যি বলতে, সমাজের একদম তৃণমূল স্তরের এই গল্পকে হয়তো মানুষ খুব সহজে কানেক্ট করতে পারে।
তাই দর্শকদের কাছে এতটা জনপ্রিয় এই সিরিজের প্রতিটা চরিত্র । বিশেষত এই সিরিজের একটি ডায়লগ ‘Gazab Beijjati Hain’ ফেসবুক থেকে টুইটার (এখন এক্স) ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ।
Panchayat Season 3 Release Date
এই সিরিজের রিলিজ কবে হবে সেই বিষয়ে Amazon Prime Video অফিসিয়াল কোন আপডেট প্রকাশ করেনি ।
তবে আশা করা হচ্ছে, নতুন বছরের শুরুতেই আসতে চলেছে Panchayat Season 3 ।
আরো পড়ুন,
The Archies Review: কমিক্স এর মতো হলো কি শাহরুখ কন্যার প্রথম ছবি? স্টার কিডসদের ডেবিউ কি ফ্লপ !
দুর্বল চিত্রনাট্যে ভরাডুবি হলো Pankaj Tripathi অভিনীত সাইকোলজিক্যাল থ্রিলার!