Dhootha Web Series Review
🎬DHOOTHA….
যার অর্থ হলো দূত। জনগনের দূত হিসেবে সাংবাদিকদের ভূমিকা বোঝানে হয়েছে এই সিরিজে। বলছিলাম সাউথের Dhootha নামক নতুন সিরিজ এর কথা। যেখানে লীড রোলের ভূমিকায় রয়েছে নাগা চৈতন্য। তিনি জার্নালিস্ট হিসেবে ভূমিকা পালন করেছে এই সিরিজটি।
Dhootha Web Series Cast
- Naga Chaitanya Akkineni
- Prachi Desai
- Parvathy Thiruvothu
- Rohini
- Priya Bhavani Shankar
- Tharun Bhascker Dhaassyam
IMDb Rating 8.1/10
Dhootha Web Series Story
ধরুন আপনি হটাৎ একদিন এক টুকরো খবরের কাগজ হাতে পেলেন। হতে পারে সেটা রাস্তায় কিছু খেতে গিয়ে কিংবা কোনো মোড়কের মাধ্যমে।
আমরা মাঝেমধ্যে হাতে এমন কিছু পেলে কৌতুহলবশত এক লাইন হলেও পড়ে দেখি যে জিনিসটা কি?
এখন পড়তে যেয়ে দেখলেন সেই ছোট্ট কাগজের টুকরোতে একটা ছোটো নোট বা ধাধা লিখা আছে। আর কিছুক্ষণ পরেই বুঝতে পারলেন সেখানে যা লিখা ছিল তা আপনার সাথে মিলে গেছে এবং যা যা পড়েছিলেন ঠিক তা তা আপনার সাথে ঘটে যাচ্ছে। এভাবে একের পর এক পেপারের টুকরো আপনার হাতে আসছে কোনো না কোনো ভাবে আর সেই ঘটনা গুলোই আপনার সাথে ঘটছে! আপনার প্রিয় জিনিসগুলো আপনার থেজে হারিয়ে যাচ্ছে।
অর্থাৎ খবরের কাগজের টুকরোর লিখা অনুযায়ী আপনার ভবিষ্যৎ মিলে যাচ্ছে!
ঠিক এমনটাই ঘটে যাচ্ছে জার্নালিস্ট সাগরের সাথে!!
কিন্তু কেন ঘটছে এসব? এর পেছনে কে আছে? শেষ পর্যন্ত সাগরের কি হবে?
এসব জানতে হলে আপনাকে দেখে নিতে হবে অসাধারণ এই সিরিজটি। এখানে এমন টান টান মূহুর্ত তৈরি করে রেখেছে যে এটা এমন শেষ না হওয়া পর্যন্ত আপনি উঠতে পারবেন না।
আরো পড়ুন,
Sam Bahadur Review: অ্যানিমালের দাপটেও দর্শকমহলে প্রশংসিত ভিকি কৌশলের ‘শ্যাম বাহাদুর
Animal Review: পারিবারিক যুদ্ধে রণবীরের রক্তাক্ত ‘ অ্যানিমাল’ কি পারবে ব্লকবাস্টার হতে?