Animal Movie Review In Bengali
ছবির শুরুতেই রণবিজয় সিং ( রণবীর কাপুর ) গীতাঞ্জলি ( রশমিকা মন্দনা) কে জিজ্ঞেস করে, সে কাকে নিজের জীবনসঙ্গী হিসেবে চায়, একজন আলফা মেল যে তাকে সত্যিই প্রোটেক্ট করবে, নাকি একজন দুর্বল চিত্তের প্রেমিককে। পুরো সিনেমা জুড়েই এই আলফা মেলকে সেলিব্রেট করা হয়েছে। Toxic, Problematic লাগতে পারে অনেকের। কিন্তু এটাই SRV র স্টাইল। হয় ছবিটিকে হালকা ভাবে নিন, নয়তো না দেখাই শ্রেয়।
ছবির গল্প খুবই বেসিক। কিন্তু প্রায় সাড়ে তিন ঘণ্টা জুড়ে তা দর্শককে বেঁধে রাখতে সক্ষম। ছবির প্রথমার্ধ অসাধারণ। স্ক্রিনপ্লে নন – লিনিয়ার ভাবে চলতে থাকায়, ইন্টারেস্ট বজায় থাকে। ইন্টারভাল ব্লক দুর্দান্ত। ২০ মিনিট লম্বা অ্যাকশন সিকোয়েন্সের সাথে ‘ Arjan Vailley ‘ গানের সংমিশ্রণ স্ক্রিনে আগুন লাগিয়ে দেয়। Gore, Violence যারা পছন্দ করেন, তারা নিঃসন্দেহে তৃপ্ত হবেন দেখে। দ্বিতীয়ার্ধের শুরুতে ছবি খানিক slow। কিন্তু শেষের এক ঘণ্টায় আবার ব্যাক অন ট্র্যাক।
ভালো লাগার মধ্যে, অবশ্যই রণবীর কাপুর। সব রকম চরিত্রে তিনি সাবলীল। With this, he has cracked the mass genre। পুরো সিনেমা জুড়ে উনি, এবং উনি একাই একশো। ট্রেলার বেরোনোর পর, রশ্মিকা মন্দনা কে ট্রোল করা হচ্ছিল ওনার উচ্চারণের জন্য। কিন্তু সিনেমার দ্বিতীয়ার্ধে ওনার অভিনয় বেশ ভালো। যারা বলেন SRV র ছবিতে নায়িকাদের কিছু করার থাকে না, অন্তত কিছুটা হলেও তারা মত পাল্টাবেন। অনিল কাপুর ভালো, কিন্তু সত্যি বলতে গেলে, রণবীর কে মাস ট্রিটমেন্ট দিতে গিয়ে তার চরিত্রটি একটু আন্ডাররিটেন। ববি দেওল আছেন মাত্র গুটি কয়েক সিনে। কিন্তু যেটুকু আছেন, দারুন menacing লেগেছে। Intro সিনটাই দারুন! আরেকটু স্ক্রিন টাইম হলে বেটার হতো। ছোট চরিত্র হলেও ভালো লাগে তৃপ্তি দিমরিকে।
Animal Review Rating – 7.8/10
আরো পড়ুন,
Salaar Trailer Out: প্রভাসের ধুন্ধুমার অ্যাকশন ছবি ‘ সালার’ এর সামনে কি উড়ে যাবে শাহরুখের ‘Dunki’ ?
সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি রিভিউ
মুভির মধ্যে গানের ব্যবহার দারুন। ‘ কবির সিং ‘ এও দেখেছিলাম, এখানেও দেখলাম। অ্যাকশন একটু raw and gritty রাখা হয়েছে, যা ব্যক্তিগত ভাবে আমার পছন্দ। তবে, পরেরবার এডিটিং নির্দেশক মহাশয় না করলেও পারেন। শুনেছিলাম কবির সিং নাকি ৪ ঘণ্টার ছবি ছিল প্রথমে। অ্যানিমাল ও নাকি ৩ ঘণ্টা ৪৫ মিনিটের ছবি ছিল প্রথমে। এডিটর হিসেবে তাঁর একটু নির্মম হওয়া প্রয়োজন। ৩ ঘণ্টার হলে ছবিটি একদম টানটান হতো। বেশ কিছু দৃশ্য এমন আছে, যা নির্দেশক জোর করে ঢুকিয়েছেন। প্রয়োজন ছিল না।
Animal Review In Bangla
এখানে একটা ছোট স্পয়লার alert দিয়ে বলতে চাই, সব মুভি নিয়ে ফ্র্যাঞ্চাইজি হয়না। ছবিটি স্বয়ংসম্পূর্ণ হলে সুন্দর হতো। কিন্তু পোস্ট ক্রেডিট সিনটি ইমপ্যাক্টফুল আর brutal হওয়া সত্বেও, তা ভিত্তিহীন। এরকম spy franchise তে হলে চলত। কিন্তু এটা তো সেই ঘরানার ছবি নয়।
SRV বলেছিলেন দেখিয়ে দেবেন ভায়োলেন্স কাকে বলে। তা দেখালেন বটে। টক্সিক নায়ক, problematic marital relations সবই দেখানো হলো। তাহলে ছবির শেষের সিনটা কি ক্রিটিক্সদের উদ্দেশ্য? মনে তো তাই হয়।
কারণ তার পরই যে স্ক্রিনে ফুটে উঠলো ‘ The film by Sandeep Reddy Vanga ‘!
The Village Review – খুনি গ্রামের ভয়ংকর গল্প, একা না দেখাই ভালো !
Pippa Movie Review, Cast – বাংলাদেশের মুক্তিযুদ্ধের গল্প কতটা ভালো হলো?