সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি রিভিউ
ফারুকীর চলচ্চিত্রে খাজনার চেয়ে বাজনা বেশি! তার প্রতিটি কাজ মুক্তির আগে যতটা আলোচনায় আশে মুক্তিরপর ঠিক ততটুকুই প্রত্যাশা পূরণে ব্যার্থ হয়। এই শনিবার বিকেল চলচ্চিত্র নিয়ে কম জলগোলা হয়নি। গত পাচ বছর ধরে নিষিদ্ধ হওয়া ও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রর্দশিত হওয়ার ধরুন বেশ বির্তক, আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। এছাড়া ২০১৬ সালে ঘটে যাওয়া গুলশানের হলি আর্টিজেনের ভয়াবহ জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ করায় শনিবার বিকেল প্রশ্ন বিদ্ধ হয়েছে বারবার। এবং তখন থেকেই চলচ্চিত্রটি দেখার আগ্রহ আমার বেড়ে চলছিল তাই সুযোগ পেয়েই দেখেছি বহুল কাঙ্কিত এই ছবি। কিন্তু দেখারপর আমি বেশ হতাশ হয়েছি।
Something Like An Autobiography Cast
- Nusrat Imrose Tisha
- Mostofa Sarwar Farooki
IMDb Rating – 7/10
হলি আর্টিজেনের নির্মম হত্যাকান্ড বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছিন্ন অন্ধকার অংশ। এই হত্যাকান্ড নিয়ে চলচ্চিত্র বানিয়েছেন ফারুকী তাও আবার ওয়ান টেক শর্ট। অতচ স্টোরিই তিনি ঠিকমতো বিল্ডআপ করতে পারেনি। জঙ্গি এবং মুসলমানদের মতাদর্শ তিনি দেখাতে গিয়েও দেখাতে পারেননি, ধর্মের নামকরে জঙ্গিদের ভয়াবহতা, নৃশংসতা, ধর্মান্ধতা কিছুটা তুলে ধরলেও সেভাবে মনে রাখার মতো কোনো কিছু সৃষ্টি করতে পারেননি যা দেখে তাদের সম্পর্কে খুব একটা ধারণা পাওয়া যায়। তাছাড়া জঙ্গিরা যে এত সুন্দর করে গুছিয়ে কথা বলে জানা ছিল না। এবং যারা জিম্মি আছে জঙ্গিদের হাতে তাদের ভাব দেখে মনে হচ্ছিল তারা ঘুম থেকে উঠে এসেছে! কিরে ভাই? তাদের মুখে ভয়ের কোনো রেশ নেই, মৃত্যুর বা জীবনের কোনো চিন্তা নেই? আর গুলির শব্দ এত দুর্বল কেন? শুনে বুঝার উপায় নেই এটা খেলনা পিস্তল কিনা! হোটেলের সেট ডিজাইন দেখে মনে হয়েছে ড্রয়িং রুম।
Something Like An Autobiography In Bengali
সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড স্কোর, কালার গ্রেডিং, স্ক্রিনপ্লে ও ক্যামেরার কাজ মোটামুটি। অভিনয় আর সংলাপ একঘেয়েমি কোনো প্রকার নতুনত্ব নেই। ফারুকীর সব কাজে তিশাকে কেনো নিতে হবে? তিশা অভিনয়, সংলাপ ডেলিভারী, এক্সপ্রেশন ও ভয়েস সব চরিত্রে, সব চলচ্চিত্রে ও নাটকে একই রকম। এক জিনিস বারবার দেখতে ভালো লাগে? অতচ এই চরিত্রে অপি করিম অথবা সাফা কবির দারুণ অভিনয় করতেন। জঙ্গি পলাশ চরিত্রে পরমব্রত দুর্দান্ত তার নিজের ডাবিং না থাকলেও ভালো করেছেন। জাহিদ হাসান বরাবরের মতোই তবে আমার সবচেয়ে বেশি বিরক্ত লেগেছে মামুনুর রশিদের অভিনয় ও সংলাপ ডেলিভারী। এই মুভির কিছুতেই নতুত্ব বা সৃজনশীলতা আমি খুজে পায়নি? এছাড়া ইন্ডিয়ান শিয়া চরিত্রে ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানিকে বেশ ভালো লেগেছে।
Something Like An Autobiography Chorki Release Date
December 01, 2023
শনিবার বিকেলের চিত্রনাট্য রচনার পাশাপাশি নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। কিন্তু তার ডিরেকশন ও স্টোরি টেলিং দেখে মনে হয়েছে পিপড়াবিদ্যা এবং ডুবের পর এটাও একটা গার্বেজ। অত্যন্ত মর্মস্পর্শি একটা গল্পকে কিভাবে রসকষ হীন শর্ট নিয়ে ছেড়ে দিসে! কোনো প্রকার ইমোশনাল দৃশ্য খুজে পায়নি অতচ ফারুকী চাইলে প্রতিটা সিনে ও সংলাপে তিনি দর্শকদের ইমোশনালি টাচ করতে পারতেন। কিন্তু ; তা করেননি। এরকম চলচ্চিত্রের প্রাণ হচ্ছে সংলাপ ও ইমোশনালি সিকুয়েন্স যার শিখি ভাগও এই চলচ্চিত্রে নেই। খুবই তাড়াহুড়ো করে শুরু এবং শেষ করা হয়েছে।
তবে একটা বিষয় আমি বুঝলাম না, এই মুভিকে এখানে কেন ছাড়পত্র দেয়া হয়নি? এই মুভিতে দেশ বা ধর্মকে অপমান করার মতো কিছু খুজে পায়নি। খুবই সাধারণ মানের একটি মুভি, মেইড ইন বাংলাদেশ আটকানোর নাহয় কারণ ছিল? কিন্তু এটা কোনো আটকানো হলো? আমাদের দেশের সেন্সরবোর্ডের সদস্যরা কি খায়?
আরো পড়ুন, কেমন হলো রণবীর কাপুরের অ্যানিমাল? ব্লকবাস্টার নাকি ফ্লপ ? দেখার আগে জেনে নিন সব
সবশেষ একটা কথায় বলতে চাই যদি কারো এখনো দেখা না হয়ে থাকেন তব দেখতে পারেন। আমার কাছে মোটামুটি লেগেছে জাস্ট একবার দেখার মতো। এই মুভিতে মনে রাখার মতো বা বুঝার মতো তেমন কোনো দর্শন ও সংলাপ আমি খুজে পায়নি। জাস্ট দেখার জন্য দেখা আরকি তবে একেক জনের রুচি একেক রকম। আপনাদের ভালো লাগলেও লাগতে পারে। তাছাড়া চলচ্চিত্রটি মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে কমেরসান্ত পুরস্কার , রাশান ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস জুরি পুরস্কার বিজয়ী, ভেসুল এশিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে নেটপ্যাক পুরস্কার বিজয়ী, ফুকুওকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কুমামোতো সিটি পুরস্কার বিজয়ী।
তো সবমিলিয়ে দেখে নিতে পারেন চলচ্চিত্রটি।
আরো পড়ুন, Independence Day তেই মুক্তি পাবে War 2, উচ্ছসিত হৃত্বিক ভক্তরা