War 2 Release Date Announcement
চলে এসেছে War 2 সিনেমার রিলিজ ডেট । দীর্ঘদিন থেকেই এই ছবির রিলিজ নিয়ে তুমুল উৎসাহ দেখা গিয়েছে দর্শকদের মধ্যে । বিশেষত, সালমান খানের (Salman Khan) Tiger 3 র পোস্ট ক্রেডিট দৃশ্যে যেভাবে War 2 এর টিজার দেখানো হয়েছে। Hritik Roshan এর মারাত্মক লুক দেখার জন্য মুখিয়ে আছে হৃত্বিক ভক্তরা ।
War 2 Release Date In India
গত কয়েক বছর থেকেই ভারতের অন্যতম বড় প্রোডাকশন হাউজ যশরাজ ফিল্মস (Yash Raj Films) Spy Universe ( স্পাই ইউনিভার্স) তৈরির জন্য একের পর এক ছবি রিলিজ করে চলেছে । Pathan, Tiger Franchise, War সব ছবি স্পাই ইউনিভার্সের ।
Hollywood কিংবা সাউথ এর বিভিন্ন পরিচালক ইতিমধ্যেই স্পাই ইউনিভার্স নিয়ে কাজ করেছেন । বলিউডের এই অভিনব সংযোজন দেখার জন্য কিন্তু মরিয়া ভক্তরা । War এর আগের পার্ট এ অভিনয় করেছিল টাইগার শ্রফ (Tiger Shroff) কিন্তু এবারে অভিনয় করছে RRR খ্যাত অভিনেতা Jr. NTR ।
আরো পড়ুন,
দক্ষিণের সুপারস্টার থাকার ফলে স্বাভাবিক ভাবেই এই ছবির ক্রেজ দেখা যাচ্ছে তেলেগু থেকে মালায়ালম দর্শকদের মধ্যেও।
তো, কবে রিলিজ হচ্ছে War 2 ?
আজ প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে আগামী বছর Independence Day অর্থাৎ 14 August 2025 এ এই ছবিটি মুক্তি পাবে বড় পর্দায় ।
আরো পড়ুন, Antormahal Series Review: সুখী দাম্পত্যের গল্পে আবারো সিরিয়াল ইমেজে ঈশা, সৌরভ
ডাংকির নতুন গানে Taapsee Pannu র প্রেমে লুট পুট শাহরুখ খান