58 তে এসেও যুবকের তারুণ্যে ভরা মন মাতানো গানে Shah Rukh Khan । রাজকুমার হিরানির ছবি Dunki র নতুন গান কাপাচ্ছে ইন্টারনেট ।
Lutt Putt Gaya Dunki Song
ভাবুন তো 60 ছুঁই ছুঁই বয়সে এসেও একদম যুবকের প্রাণশক্তি আর উদ্দীপনায় ভরপুর বলিউড বাদশা Shahrukh Khan 1কে আবার আপনি স্ক্রিনে দেখছেন !
নাহ আপনাকে 90 র দশকে ফিরে যেতে হবে না । Bollywood এর অন্যতম সফল ও ক্রিয়েটিভ পরিচালক Rajkumar Hirani র নতুন ছবি ‘Dunki’ গান Lutt Putt Gaya দেখুন। মনে হবে আপনি ফিরে গেছেন কিং খানের 90 দশকের ছবিতে ।
আসলে বয়স যাই হোক, মেকাপ আর স্পেশাল এফেক্টস এর মাধ্যমে Sharukh Khan এর বয়সকে একদম কমিয়ে আনা হয়েছে ।
সম্প্রতি তার নতুন গানে মজেছে পুরো দেশ । এই গানটি গেয়েছেন Arijit Singh ।
Rajkumar Hirani চিরকাল প্রথাগত সিনেমার ধাঁচে ছবি না বানিয়ে স্রোতের উল্টো দিকে হেঁটেছেন । Dunki তেও যে তার ব্যাতিক্রম হবেনা, তা বলাই বাহুল্য ।
Lutt Putt Gaya গানটি একটু ভিন্ন ধরনের গান । 3 Idiots এর Zoobi Doobi কিংবা Haule Haule গান দর্শক মহলে যথেষ্ট জনপ্রিয় হয়েছিলো । এই গানটিও সেই ঘরানার ই।
প্রেমে পড়ে যাওয়ার পর কল্পনায় সঙ্গিনীকে ভাবনা । একদিকে যেমন রিয়েলিটি চলছে আবার সেই সঙ্গে কল্পনায় সেই প্রেমিকাকে নিয়ে নানারকম জিনিস ঘটছে ।
গানে Shah Rukh Khan কে দেখতে বেশ ভালো লাগছে ।
তাছাড়া Arijit Singh এর গলায় একটু ফাংকি গান শুনতে খারাপ লাগবে না দর্শকদের ।
Dunki Flight নিয়ে যেহেতু এই ছবির গল্প তাই গানের বিভিন্ন দৃশ্যে ফুটে উঠেছে নানা দেশের জাতীয় পতাকা ।
Taapsee Pannu এই ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছে। পাঞ্জাবি মেয়ের চরিত্রে তাকে বেশ মানিয়েছে ।
Pritam এর সুরে Arijit Singh গলায় এর আগেও কিং খানকে দেখেছে দর্শক । কিন্তু এবারে যেন একটু ভিন্ন ছন্দে শাহরুখ। এই গানটিতে শাহরুখ খানের নাচ নিয়ে বেশ কিছু মজাদার দৃশ্য রয়েছে, চলুন দেখে নেওয়া যাক…
Lutt Putt Gaya Dunki Song Download
দেখুন, নতুন এই গান রিলিজের পর শাহরুখ খান তার X হ্যান্ডেলে কি জানালেন। …
আরো পড়ুন,
Manush Title Track: রুপম ইসলামের আগুনে রক গানে ‘মানুষের’ টাইটেল সং