Salman Khan আর Tiger Franchise র ভক্তরা দীর্ঘদিন থেকে আশায় ছিলো যে, Tiger 3 র মাধ্যমে Bhaijaan র আবার কামব্যাক হবে । কিন্তু স্বপ্ন যেন আর পূরণ হলো না ।
Tiger 3 Box Office Collection
মূলত Action আর Spy universe নিয়ে Yash Raj Films তাদের ব্যায়বহুল বাজেটের এই ছবিতে কোন কার্পণ্য করেননি । Shahrukh Khan এর এন্ট্রি হোক বা Arijit Singh কে দিয়ে গান গাওয়ানো সমস্ত চেষ্টাই করেছে ।
কিন্তু রিলিজের পর থকেই এই ছবি সেভাবে বড় কোন Box Office কালেকশন দেখতে পায়নি ।
একে তো ভারতে ICC Cricket World Cup চলছে তার ওপর নানা রকম Festival থাকায় মানুষ নিজেদেরকে সিনেমা বাদে অন্য কিছুতে ব্যাস্ত রাখতে পছন্দ করছে ।
যদিও অনেক Trade Analyst এই ছবির রিলিজের দিন নিয়ে কথা বলেছেন । কিন্তু রবিবার বাদে অন্য কোন দিন রিলিজ করলেও হয়তো এই ছবি Pathan বা Jawaan এর মতো বড় কোন ব্যাবসা করতে পারতো না ।
তো, চলুন দেখে নেওয়া যাক, এই ছবি রিলিজের 9 নম্বর দিনে কত টাকার ব্যাবসা করেছে ।
Tiger 3 Total Box Office Collection
Day | Box Office Collection |
Day 1 [ Sunday] | 43.5 Cr |
Day 2 [Monday] | 57.25 Cr |
Day 3 [Tuesday] | 44.3 Cr |
Day 4 [ Wednesday] | 21.1 Cr |
Day 5 [ Thursday] | 18 cr |
Day 6 [ Friday] | 13 Cr |
Day 7 [ Saturday] | 18 cr |
Day 8 [Sunday] | 10 Cr |
Day 9 [ Monday] | 2 Cr ** |
Also read, Parnashabarir Shaap Hoichoi Review
Also read,
Tiger 3 Review, Cast, Box Office Collection
Kannur Squad Review, Real Story