Jhalak Dikhhla Jaa 11 Contestants List 2023: Sony টিভির পর্দায় ফিরছে নাচের রিয়েলিটি শো থাকবে একগুচ্ছ তারকা !

sudiproy877
3 Min Read

ভারতের Reality শো তে আবার নতুন সংযোজন হতে চলেছে জনপ্রিয় Dance Reality শো Jhalak Dikhhla Jaa র নতুন সিজন । কে কে থাকতে চলেছে এই সিজনে চলুন দেখে নেওয়া যাক ।

Jhalak Dikhhla Jaa 11Confirm Contestants List

Dekhega Zamin Dekhega Falak এই ট্যাগ লাইন দিয়ে শুরু হয়েছিলো ভারতের অন্যতম জনপ্রিয় Dance Reality Show Jhalak Dikhla Jaa, সফল বেশ কিছু সিজেনের পর আবার টিভির পর্দায় ফিরতে চলেছে এই Tv Reality Show । নতুন এই সিজনে দেখা যাবে বেশ কিছু জনপ্রিয় তারকার মুখ । আপনার প্রিয় টিভি তারকার সঙ্গে তৈরি থাকুন মেতে ওঠার জন্য ।

নতুন সিজনে থাকছে অনেক নতুন চমক । Season 11 এ থাকছে নতুন সঞ্চালক । Gauhar KhanRithvik Dhanjani কে দেখা যাবে সিজন 11 এর সঞ্চালনা করতে ।

ইতিমধ্যেই টিভি চ্যানেলের পক্ষ থেকে এই শো এর টিজার রিলিজ করা হয়েছে । শো তো বিচারকের দায়িত্বে থাকবেন Malaika Arora, Arshad Warsi Farah Khan

Jhalak Dikhhla Jaa season 11 start date

11 November, 2023

তো, নতুন এই সিজনে কে কে থাকতে চলেছে Contestant হিসেবে? কোন পছন্দের তারকাকে আপনি দেখতে পাবেন Jhalak Dikhla Jaa Season 11 এর মঞ্চে ? চলুন দেখে নেওয়া যাক ।

Jhalak Dikhhla Jaa 11 Contestants Name

  1. Aamir Ali
    দীর্ঘদিন পর টিভিতে কামব্যাক করছেন একসময়ের জনপ্রিয় তারকা আমির আলী ।

2. Karuna Pandey
এই নামটা তুলনামূলক কম পরিচিত হলেও । ড্যান্স এর জাদু দেখাতে করুণা আসছে Jhalak Dikhla Jaa র মঞ্চে ।

3. Tanishaa Mukherjee
Tanishaa বিগ বসের পর দীর্ঘদিন ক্যামেরার পেছনেই ছিলো । এই Reality show এর মাধ্যমে টিভির পর্দায় আবার কামব্যাক হবে তানিশার ।

4. Rajiv Thakur
The Kapil Sharma তে সবাইকে হাসানোর পর এবার নাচের জগতে পা রাখছেন রাজিব ।

5. Anjali Anand
Rocky Aur Rani Kii Prem Kahaani ছবির পর এবার টিভির পর্দায় নিজের ড্যান্স ট্যালেন্ট দেখাতে আসছে অঞ্জলি।

6. Adrija Sinha
OTT র দুনিয়ায় পরিচিত নাম Adrija, এবারে আসছে টিভির পর্দায় । তার সঙ্গী হবেন Akash Thapa

7. Sangeeta Phoghat

8. Shoaib Ibrahim
জনপ্রিয় টিভি তারকা Deepika Kakkar এর স্বামী শোয়েব কে দেখা যাবে টিভির পর্দায় ।

9. Shiv Thakare
Big Boss 16 ও Khatron ke Khiladi র পর এবার নিজের নাচের জাদু নিয়ে হাজির শিব।

10. Urvashi Dholakia
জনপ্রিয় টিভি সিরিয়াল Kasautii Zindagii Kay এর পর এবার Dance Show তে আসছে Urvashi ।

Also read,

Tiger 3 Box Office Collection Day 9

Kannur Squad Review, Real Story

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.