লঞ্চ হল সবচেয়ে Advance level এর TVS Raider 125 ব্লুটুথ কানেক্টিভিটি সহ ।
Tvs Raider 125cc Price
TVS মোটরসাইকেল কোম্পানি যা ভারতের এক বিখ্যাত মোটর কোম্পানি । এই মোটর কোম্পানিটি আছে Chennai এ । এই কোম্পানিটি এত বড়ো যে পৃথিবীর 60 খানা দেশে বাইক রপ্তানি করে । এই বাইকটি 125 cc সেগমেন্টে আসে এবং এটিতে আবার ব্লুটুথ কানেক্টিভিটি ও TFT screen সহ আছে যা বাইকটিকে আরো বেশি প্রিমিয়াম ও স্মার্ট করে তুলেছে । এই বাইকটি দুটি ভেরিয়েন্ট রয়েছে উইকড্ ব্ল্যাক আর ফিয়েরি ইয়েলো । এই অ্যাডভান্স লেভেলের বাইকটি ভারতে 97000 টাকাতে পাওয়া যাবে ।
TVS Raider 125cc Mileage Per Liter
বাজারে অনেক ভালো ও প্রিমিয়াম বাইক রয়েছে যা অত্যন্ত আকর্ষণীয় কিন্তু সবার কেনার ক্ষমতা থাকে না । সেই বিষয়টি ভেবে TVS কোম্পানি অত্যন্ত কম দামে ও অনেক সুবিধাযুক্ত বাইক লঞ্চ করেছে যার মধ্যে TVS Raider 125 অন্যতম । তাই এই বাইকটির ফিচার ও স্পেসিফকেশন নিচে দেওয়া হল যাতে করে আপনারা বুঝতে পারেন ….
TVS Raider 125 cc এর কিছু দুর্দান্ত ফিচার নিচে দেওয়া হল –
TVS Raider 125cc Specifications
- TVS Raider 125 ইঞ্জিন : TVS Raider 125 এর জন্য 125 cc এয়ার ও অয়েল কুল SI ইঞ্জিন আছে এর সাথে সিঙ্গেল সিলিন্ডার রয়েছে ।
- TVS Raider 125 ট্রান্সমিশন : TVS Raider 125 এর ইঞ্জিনটিতে 5 টি গিয়ার সহ তৈরি করা হয়েছে ।
- TVS Raider 125 সাসপেনশন এবং ব্রেকিং : TVS Raider এর সামনের চাকাতে টেলিস্কোপিক সাসপেনশন আছে এবং পেছনে গ্যাস চার্জড ও মনোসক, 5 স্টেপ অ্যাডজাস্টবেল আছে । আরো এই বাইক টিতে সামনের চাকাতে 130 মিমি ড্রামব্রেক ও পেছনের চাকাতে 130 মিমি সিস্ক্রনাসব্রেক রয়েছে ।
TVS Raider Design & Engine
- TVS Raider 125 পারফরম্যান্স : TVS Raider এর ইঞ্জিন 7500 rpm সর্বোচ্চ 11.22 bhp শক্তির ও 6000 rpm এ 11.2 পিক টর্ক জেনারেট করে ।
- TVS Raider 125 ফুয়েল ট্যাংক : TVS Raider 125 cc তে 10 লিটারের একটি পেট্রোল ট্যাংক আছে এবং এটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 মিমি ওজন 123 KG সিট হাইট 780 mm এবং মাইলেজ 56. 7kmpl