TVS Raider 125cc Price, Mileage: কমদামে এতবেশি মাইলেজ !

sudiproy877
2 Min Read

লঞ্চ হল সবচেয়ে Advance level এর TVS Raider 125 ব্লুটুথ কানেক্টিভিটি সহ ।

Tvs Raider 125cc Price

TVS মোটরসাইকেল কোম্পানি যা ভারতের এক বিখ্যাত মোটর কোম্পানি । এই মোটর কোম্পানিটি আছে Chennai এ । এই কোম্পানিটি এত বড়ো যে পৃথিবীর 60 খানা দেশে বাইক রপ্তানি করে । এই বাইকটি 125 cc সেগমেন্টে আসে এবং এটিতে আবার ব্লুটুথ কানেক্টিভিটি ও TFT screen সহ আছে যা বাইকটিকে আরো বেশি প্রিমিয়াম ও স্মার্ট করে তুলেছে । এই বাইকটি দুটি ভেরিয়েন্ট রয়েছে উইকড্ ব্ল্যাক আর ফিয়েরি ইয়েলো । এই অ্যাডভান্স লেভেলের বাইকটি ভারতে 97000 টাকাতে পাওয়া যাবে ।

TVS Raider 125cc Mileage Per Liter

Loading...

বাজারে অনেক ভালো ও প্রিমিয়াম বাইক রয়েছে যা অত্যন্ত আকর্ষণীয় কিন্তু সবার কেনার ক্ষমতা থাকে না । সেই বিষয়টি ভেবে TVS কোম্পানি অত্যন্ত কম দামে ও অনেক সুবিধাযুক্ত বাইক লঞ্চ করেছে যার মধ্যে TVS Raider 125 অন্যতম । তাই এই বাইকটির ফিচার ও স্পেসিফকেশন নিচে দেওয়া হল যাতে করে আপনারা বুঝতে পারেন ….
TVS Raider 125 cc এর কিছু দুর্দান্ত ফিচার নিচে দেওয়া হল –

TVS Raider 125cc Specifications

  • TVS Raider 125 ইঞ্জিন : TVS Raider 125 এর জন্য 125 cc এয়ার ও অয়েল কুল SI ইঞ্জিন আছে এর সাথে সিঙ্গেল সিলিন্ডার রয়েছে ।
  • TVS Raider 125 ট্রান্সমিশন : TVS Raider 125 এর ইঞ্জিনটিতে 5 টি গিয়ার সহ তৈরি করা হয়েছে ।
  • TVS Raider 125 সাসপেনশন এবং ব্রেকিং : TVS Raider এর সামনের চাকাতে টেলিস্কোপিক সাসপেনশন আছে এবং পেছনে গ্যাস চার্জড ও মনোসক, 5 স্টেপ অ্যাডজাস্টবেল আছে । আরো এই বাইক টিতে সামনের চাকাতে 130 মিমি ড্রামব্রেক ও পেছনের চাকাতে 130 মিমি সিস্ক্রনাসব্রেক রয়েছে ।

TVS Raider Design & Engine

  • TVS Raider 125 পারফরম্যান্স : TVS Raider এর ইঞ্জিন 7500 rpm সর্বোচ্চ 11.22 bhp শক্তির ও 6000 rpm এ 11.2 পিক টর্ক জেনারেট করে ।
  • TVS Raider 125 ফুয়েল ট্যাংক : TVS Raider 125 cc তে 10 লিটারের একটি পেট্রোল ট্যাংক আছে এবং এটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 মিমি ওজন 123 KG সিট হাইট 780 mm এবং মাইলেজ 56. 7kmpl

Share This Article