Yamaha R3 Price, Mileage: নতুন অবতারে রাস্তা কাপাতে লঞ্চ হলো এই বাইক, জানুন দাম ও স্পোর্টস ফিচারস

Mrinal Roy
2 Min Read

Yamaha R3 Price, Mileage: 15 ডিসেম্বর অর্থাৎ আজকে লঞ্চ হলো Yamaha R3। বছরের শেষে বড় ধামাকা দিল ইয়ামাহা কোম্পানি। Yamaha আগের থেকেই ভারতে জনপ্রিয় একটি বাইক। এই Yamaha R3 বাইকটি অনেকটা R7 আর R1 মতই যা ফেয়ার বডি ও আক্রণাত্মক রাইডিং এর জন্য বাইকটি বাইক প্রেমীদের মন জয় করবে বলে আশা করা যাচ্ছে। এই বাইকে LED হেডলাইট সেটআপ করা হয়েছে।

Yamaha R3 Price & Details


বাইকটি মিলবে 321 CC ইঞ্জিনের সাথে এবং 42 হর্সপাওয়ার ও 29.6 nm টর্ক তৈরি করতে পারে সঙ্গে 6টি গিয়ার। এই বাইকে LED লাইট, LCD স্ক্রিন, ব্লুটুথ কানেক্টিভিটি এবং ABS এরসাথে এবং দুই চাকাতেই ডিস্ক ব্রেক থাকবে। আবার স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ দেওয়া হয়েছে আর বাইকটির দাম হতে পারে 3.80 লাখ থেকে 4 লাখ টাকার মধ্যে। এই বাইকটিতে আছে KYB আপসাইড ডাউন ফ্রন্ট ফ্রক 130mm ট্রাভেল এবং রিয়ার মনোশক 125mm ট্রাভেল। 220mm রিয়ার ডিস্ক ও 298mm ফ্রন্ট ডেস্ক।

ভারতে বাইকের বাজারে Sports বাইকের চাহিদা বরাবর তুঙ্গে, আর সেই চাহিদাকে পূরণ করতেই Yamaha লঞ্চ করলো এই নতুন Sports feature enable বাইক। এর আগে Yamaha R15 ভারতীয় বাজারে একসময় হট কেকের মতো বিক্রি হয়েছিলো। এবারও কোম্পানি বাজার ধরতে সেই পথেই হাঁটবে । তো, এক নজরে দেখে নিন এই বাইকের গুচারগুলো।

Top Upcoming Bikes In India 2023/2024 সালে লঞ্চ হচ্ছে অত্যাধুনিক ফিচার নিয়ে এই বাইকগুলি, দেখে নিন এক নজরে

20000 টাকা দাম কমলো Ola ইলেকট্রিক স্কুটারের, কত রেঞ্জ পাবেন জানুন এক্ষুনি

Yamaha R3 Specifications

  • Engine : 321 cc
  • Kerb Weight : 170.097 kg
  • Brakes : Double Disc
  • Tyre Type : Tubeless
  • ABS : Dual Channel
  • Cylinders : 2

Yamaha R3 Engine

Engine TypeLiquid cooled, 4-stroke, 4-valve, DOHC Engine
No. of Cylinders2
Max Power42 PS @ 10750 rpm
Max Torque29.6 Nm @ 9000 rpm
Front BrakeDisc
Rear BrakeDisc
Fuel Capacity14 L
Body TypeSports Bikes

আরো পড়ুন,

Bikes Under 1.5 Lakh: চোখ ধাঁধানো লুক, দূর্দান্ত ফিচারের এই বাইকগুলো পাওয়া যাচ্ছে কম দামে!

TVS Apache RTR 160 4V নতুনভাবে লঞ্চ হলো দূর্দান্ত ফিচারসহ একদম কম দামে, জেনে নিন সবকিছু

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.