iPhone SE 4 Design, Released Date: সবচেয়ে কম দামে, ফ্ল্যাট ডিসপ্লে নিয়ে লঞ্চ হচ্ছে Apple কোম্পানির এই ফোনটি

Mrinal Roy
3 Min Read

iPhone SE 4: অনেক বছর পর কম দামের ফোন লঞ্চ করতে চলেছে Apple। দীর্ঘ কয়েক বছর ধরে iphone 12, 13, 14, 15 এই সব দামি দামি মোবাইল ফোন লঞ্চ করেই চলেছে। তবে দীর্ঘ প্রতীক্ষার পর আগামী 2025 সালের মধ্যেই apple নিয়ে আসতে চলেছে iPhone SE আপগ্রেড ভার্সন iPhone SE 4 । এই SE 4 এ থাকছে অনেক দুর্দান্ত ফিচার, থাকছে USB -C পোর্ট, যা ইদানিং সময়ে আইফোন 15 এ দেখা যাচ্ছে। তবে চলুন দেখে আসি ব্র্যান্ড নিউ iPhone SE 4 এর ফিচার ও স্পেসিফকেশন।

iPhone SE 4 Price & Full Details


এক রিপোর্ট করে নতুন iPhone SE 4 অনেকটা iPhone 14 এর মত হতে চলেছে তাও আবার কম দামে। এই নতুন ফোনটিতে থাকছে USB টাইপ C পোর্ট। কোম্পানি জানিয়েছে খুব দ্রুত ভারতে লঞ্চ হবে iPhone SE 4 কিন্তু এখনো এর মূল্য কত হবে টা জানা যায়নি। এই ফোনটি আগের মতই রিয়ার ক্যামেরাতে দেখা যাবে এবং OLED ডিসপ্লে থাকবে এই নতুন iPhone SE 4 ফোনটিতে যেহেতু আগের মডেলটি LCD স্ক্রিন ছিল। আবার এই ফোনটিতে 5G সাপোর্টও দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

iPhone SE 4 Specifications

Iphone Se ও আইফোন SE 2 লঞ্চ করে Apple কোম্পানি সেভাবে খুব একটা লাভবান হতে পারেনি। ছোট ডিসপ্লের কারণে অনেকেই এই ফোনটিকে অপছন্দ করেছে । যার ফলে এই দুটো হ্যান্ডসেটের বিক্রি আশানুরুপ হয়নি । তবে সম্প্রতি এই ফোনের ডিজাইন ও ফিচারস নিয়ে যা জানা যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে আগের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় বানানো হয়েছে। এই ফোনের বিশেষ কয়েকটি বৈশিষ্ট রয়েছে। যেমন, আকারে ছোট হওয়ায় আপনার হতে খুব সহজেই এটে যাবে। বড় ফোন ক্যারি করার যে একটা সমস্যা, সেটা হবে না। ডিসপ্লে তুলনামূলক ছোট হওয়ায় ব্যাটারি বেশিক্ষণ চলবে। এছাড়াও Flagship Processor হওয়ার কারণে পারফরম্যান্সের কোন অসুবিধে হবে না ।

আরো পড়ুন,

Samsung S24 Ultra Released Date: বাজারে রাজত্ব করতে 200MP ক্যামেরা নিয়ে লঞ্চ হবে এই ফোন, আতঙ্কে Apple

Smartphone Battery Tips: স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার সেরা 5 টি উপায়

iPhone SE4 Specs

Size6.1 inches
Main camera12 MP
Front Camera12 MP (Time-of-Flight (ToF), Autofocus)
5G5G Ready LTE-A, HSDPA+ (4G) 42.2 Mbit/s
SIM typeNano SIM, eSIM
Display60 Hz, OLED Display
System chipApple Bionic
Iphone SE 4 Features

আরো পড়ুন, দূর্দান্ত ক্যামেরা, ডিসপ্লে আর ব্যাটারি 15000 টাকা বাজেটের মধ্যেই সেরা ফোন কিনুন

Upcoming Smartphones In December 2023 {Updated} ডিসেম্বরে আসছে তাক লাগানো এই ফোনগুলো

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.