আপনারও কি সঠিক সময়ে মোবাইলে চার্জ থাকে না, তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যাচ্ছে ফোনে? আপনি কি স্মার্টফোনের ব্যাটারি নিয়ে চিন্তিত? তাহলে আপনি সঠিক জায়গাতে এসেছেন আমরা আপনাকে এই অসুবিধার একটি চিরস্থায়ী সমাধান দেবো। আপনার ফোনের ব্যাটারি লাইফ বাড়াতে বা ব্যাটারি ভালো রাখতে আমাদের দেওয়া টিপস্ গুলি দেখে নিন।
স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার উপায়
আমরা মোবাইল ফোনের দুনিয়াতে এতো আগে চলে গেছি কিন্তু আজও অনেক সময় আমাদের ফোনের চার্জ থাকে না কিন্তু সেই সময় কি করবেন ? ব্যাটারি তো খোলা যাবে না কারণ সেই অপশন তো চলে গেছে। ফোনে চার্জ রাখতে একটি অভ্যাসকে বাদ দিন ফোন ইউজ করাই ছেড়ে দিন, যাহ এটা আবার হয় নাকি ? ফোন ছাড়া একটা দিন ও কল্পনা করা বেশিরভাগ মানুষের পক্ষেই মুশকিল ।
মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায়
যদিও এর অনেক আলাদা আলাদা গুণ আছে যেমন মানসিক অবস্থা ঠিক থাকবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু ফোন ছাড়া থাকা যেহেতু বর্তমান সময়ে প্রায় অসম্ভব। তাই ফোনের ব্যাটারি যাতে ভালো থাকে বা হেলদি থাকে সেদিকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে।
মোবাইলের ব্যাটারি চার্জ দেওয়ার নিয়ম
যাই হোক সঠিক সময়ে ফোনের ব্যবহার করুন, ফাঁকা সময়ে বা ফটো তোলার সময় তাহলে আর চার্জ শেষ হওয়া বা ব্যাটারি খারাপের কোনো চাপ থাকবে না। চলুন ফোনের ব্যাটারি লাইফ বাড়াতে বা ব্যাটারি ভালো রাখতে কিছু টিপস্ দেখে নেই ।
আরো পড়ুন, কম্পিউটার বন্ধ ও চালু করার পদ্ধতি, নিয়ম
মোবাইল চার্জ দেওয়ার সঠিক নিয়ম ২০২৩
- ব্যাটারি ভালো রাখতে ফোনের আসল চার্জার ব্যবহার করুন এতে আপনার চার্জও অনেক সময় থাকবে এবং ব্যাটারিও ঠিক থাকবে।
- ফোনের ব্যাটারিকে অতিরিক্ত সময়ের জন্য চার্জে লাগিয়ে রাখবেন না। এর ফলে ব্যাটারি গরম হয়ে পড়ে এবং ব্যাটারি খারাপ হওয়ার সম্ভবনা থাকে। সারারাত মোবাইল চার্জ দেবেন না।
- আপনার ফোনটি অতিরিক্ত গরমে বা খুব ঠান্ডাতে চার্জ দেবেন না, এরফলে ব্যাটারিতে অনেক চাপ পড়ে।
- ফোনটিকে কখনো 100% চার্জ করবেন না বা 0% চার্জে আনবেন না। 85 – 90% চার্জ করার চেষ্টা করবেন এতে ব্যাটারিটি লাস্টিং বেশি করবে এবং কখনো 20% এর নিচে ফোন ইউজ করবেন না।
- ফোন চার্জে দিয়ে ফোন ব্যবহার করবেন না। মানে ধরুন আপনি গেম খেলছেন এই ধরনের হেভি অ্যাপ চার্জ করার সময় ব্যবহার না করাই ভালো।
নতুন ফোন কিনলে কতক্ষণ চার্জ দিতে হয়?
- নতুন মোবাইল চার্জ দেওয়ার নিয়ম: অনেকেই নতুন ফোন কেনার পর বক্স থেকে Unboxing করার পর ফোনকে কয়েক ঘন্টার জন্য চার্জে বসিয়ে রাখেন । অনেকই এই যুক্তি দিয়ে থাকেন যে, তাতে ফোনের ব্যাটারি ভালো থাকবে। কিন্তু এটা একদম ঠিক নয়, উল্টে আপনার ফোনের ব্যাটারি খারাপ সম্ভবনা থাকবে। কারণ, ফোন কোম্পানি তে তৈরি হওয়ার পর দীর্ঘদিন বাক্সবন্দী ছিলো হঠাৎ সেই ফোনকে এত দীর্ঘ সময় চার্জে বসিয়ে রাখলে ভালোর থেকে মন্দ হওয়ারই সম্ভবনা থাকে ।
- অপ্রয়োজনীয় Apps গুলো Uninstall করে দিন । তাতে যেমন ফোনের স্পেস বাড়বে সেই সঙ্গে বাড়বে ফোনের ব্যাটারির ক্ষমতা । আসলে বেশিরভাগ app ই ব্যাকগ্রাউন্ড এ ব্যাটারি ইউজ করতে থাকে । যার ফলস্বরূপ আপনার ফোনের ব্যাটারি তারাতারি শেষ হয়ে যায়।
- কিছুদিন পর পর আপনার ফোনকে মাস্টার রিবুট বা Master Reset করুন। তাতে আপনার ফোনের Junk file ও দূর হবে, সেই সঙ্গে ব্যাটারির হেলথ ও ভালো থাকবে ।
ওপরের টিপস গুলো মেনে চলুন আপনার যেকোন ফোন (Android বা iOS) দীর্ঘদিন চলবে যেকোন ব্যাটারির সমস্যা ছাড়াই ।
(সবার আগে সব খবর, সমস্ত আপডেট, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News পেজে)
আরো পড়ুন,
ভার্চুয়াল রিয়েলিটি কি ? কিভাবে কাজ করে, বৈশিষ্ট্য ? Virtual Reality ব্যাবহারের সুবিধা ও অসুবিধা