Realme 12 Pro জলদি লঞ্চ হবে 6000mah ব্যাটারির সঙ্গে, জেনে নিন দাম ও বিস্তারিত তথ্য

Mrinal Roy
3 Min Read

Realme ভারতে আগাগোড়াই জনপ্রিয় ফোনের তালিকায় রয়েছেন। এবার আরেক চমক দিতে চলেছে Realme নতুন একটি স্মার্টফোন বাজারে আনতে চলেছে, Realme 12 Pro যা চলতি মাসে অর্থাৎ Decembar এর 10 তারিখে লঞ্চ হয়েছে।

Realme 12 Pro Price and Release Date :


আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী ফোনটি আগামী বছর অর্থাৎ 2024 এর জানুয়ারিতে রিলিজ হবে এই Realme 12Pro ফোনটি। এই ফোনটি তিনটি কালার অপশনে থাকবে এবং মূল্য হবে প্রায় 42,999

Realme 12 Pro Full Deatils


এই নতুন ফোনটি অ্যান্ড্রয়েড v13 সিস্টেমে থাকবে এবং octa core প্রসেসর Snapdragon 7 Gen 3 এর সাথে থাকবে। 6.52 ইঞ্চ AMOLED ডিসপ্লে, এক বিশাল 6000mAh ব্যাটারি সহ ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। স্টোরেজ থাকবে 256GB, 512GB এবং RAM 8GB,16GB পর্যন্ত। ক্যামেরায় থাকবে 64MP প্রাইমারি সাথে 12MP + 5MP + 2MP এবং সামনে 32MP সেলফি ক্যামেরা। এই Realme 12Pro 5G সাপোর্টিং এ থাকবে ।

আরো পড়ুন, Asus ROG Phone 8: সবচেয়ে শক্তিশালী নতুন গেমিং ফোনের টিজার – ডিজাইন প্রকাশ্যে, জেনে নিন সবকিছু

12GB RAM ও 64MP ক্যামেরার সাথে বাজার কাঁপাতে লঞ্চ হলো রেডমির এই ফোনটি, জানুন দাম

Realme 12 Pro Specifications


Key Specs : Android v13
Prosessor : Qualcomm Snapdragon 7 Gen 3
Performance : Octa core (2.63 GHz, Single Core + 2.4 GHz, Tri core + 1.8 GHz, Quad core)
RAM : 8GB RAM
Display : 6.52 inches (16.56 cm); AMOLED
1080×2400 px (404 PPI)
Rear Camera : 64 MP Primary Camera
12 MP Camera
5 MP Camera
2 MP Camera
Front Camera : 32 MP
Battery : 6000 mAh
Fast Charging; USB Type-C port
General : SIM1: Nano, SIM2: Nano
5G Not Supported in India
128 GB internal storage; expandable upto 1 TB

Display TypeAMOLED
Screen Size6.52 inches (16.56 cm)
Resolution1080 x 2400 pixels
Pixel Density404 ppi
Bezel-less displayYes with punch-hole display
Touch ScreenYes, Capacitive Touchscreen, Multi-touch
Camera SetupQuad
Resolution64 MP, Primary Camera
12 MP
5 MP
2 MP
AutofocusYes
FlashYes, LED Flash
Image Resolution9000 x 7000 Pixels
SettingsExposure compensation
Shooting ModesContinuous Shooting
High Dynamic Range mode (HDR)
Camera FeaturesDigital Zoom
Auto Flash
Face detection
Touch to focus
Video Recording1920×1080 @ 30 fps

আরো পড়ুন,

Boat Lunar Pro LTE: এবার Boat এর ঘড়িতে চলবে জিও র সিম, জানুন বিস্তারিত

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.