Boat Lunar Pro Lte Smartwatch Jio eSim Compatibility
BoAt Lunar Pro LTE এই টেলিকম অপারেটর Jio-এর সহযোগিতায় ভারতে চালু হয়েছে। ব্লুটুথ কলিং ও জিপিএস এর ব্যবহার দেখা যাবে এই ঘড়িতে । এছাড়াও BoAt Lunar Pro LTE তে নানা কার্যকলাপ ট্র্যাকিং মোডের সাথে আসে। boAlt কোম্পানি ভারতে লুনার প্রো এলটিই নামক ঘড়ির কথা ঘোষণা করেছে। কোম্পানি থেকে জানা গেছে যে স্মার্টওয়াচটি আগামী সপ্তাহে দেশে লঞ্চ হবে। নতুন স্মার্টওয়াচটি ভারতে অনলাইন এবং অফলাইন উভয় জায়গা থেকে ক্রয় করা সম্ভব। তবে, boAt স্মার্টওয়াচের মূল্য এখনো প্রকাশ করেনি।
Boat Lunar Pro LTE price
BoAt Lunar Pro LTE তাদের জন্য ডিজাইন করা হয়েছে যারা সর্বদা চলাফেরা করেন এবং বারবার তাদের স্মার্টফোন চেক করতে না হয়। Jio eSIM এর সাথে থাকবে। BoAt-এর Lunar Pro LTE স্মার্টওয়াচটি একটি 1.39-ইঞ্চি ডিসপ্লে সহ একটি AMOLED প্যানেলের সাথে দেখা যাবে৷ কোম্পানির দাবি, স্মার্টওয়াচ সরাসরি সূর্যের আলোতেও তথ্য দেখতে পাওয়া যাবে। তবে, ব্র্যান্ডটি প্রসেসর এবং স্টোরেজের মতো অন্যান্য বিবরণ প্রকাশ করেনি। এটি একটি 577mAh ব্যাটারি দ্বারা চালিত, যা 5 দিনের ব্যাকআপ এবং 30 দিনের স্ট্যান্ডবাই টাইম অফার করার জন্য রেট করা হয়েছে। স্বাস্থ্য এবং সুস্থতার জন্য, BoAt Lunar Pro LTE একটি হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার এবং ফিটনেস ট্র্যাকার সহ আসে। আবার, ব্যবহারকারীরা যে কোনো ওয়ার্কআউট ট্র্যাক করতে 100টিরও বেশি অ্যাক্টিভিটি মোড সমর্থন করে ঘড়িটি। চলুন ভারতে লুনার প্রো এলটিই-এর লেটেস্ট স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক। খুব শীঘ্রই কোম্পানির তরফ থেকে এই স্মার্টওয়াচটির দাম ঘোষণা করা হবে।
আরো পড়ুন,
Infinix Smart 8 HD Price, Specs & Launch Date: জলের দামে শক্তিশালী ফোন আনলো Infinix
boAt Lunar Pro LTE Specifications
- Display : 1.39″ AMOLED screen
- E-sim cellular : Supports only Jio & Airtel
- Bluetooth Calling Support
- 100+ sports mode
- Built-in GPS
- Voice Assistant support
- Dust and Water resistant (IP68)
- Health Monitoring: Heart rate, SpO2, Daily activity, menstrual tracker and Guided breathing etc etc
- Battery : 577 mAh battery, up to 5 days of battery life
আরো পড়ুন,
Redmi Watch 4: অসাধারণ ফিচার্স আর AMOLED ডিসপ্লে নিয়ে লঞ্চ হলো রেডমির স্মার্টওয়াচ 4
Top 5 Smartwatches Under 5000: ফিচার্সে ভরপুর সেরা 5 টি স্মার্টওয়াচ 5000 এরও কম দামে