Sandipta Sen Marriage
কানাঘুষো চলছিলো অনেকদিন থেকেই, যে আড়ালে আবডালে প্রেম করছেন টলিউড অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। কিছুদিন থেকেই সোশ্যাল মিডিয়াতে তিনি একটি ভিডিও আপলোড করেন, যেখানে খুব রোমান্টিক ভাবে একজনের সঙ্গে তাকে দেখা যায় । আর এই ভিডিও তিনি নিজেই ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পোস্ট করেন।
অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন সন্দীপ্তা । কিছুক্ষণ আগেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে বিয়ের ছবি পোস্ট করে ক্যাপশন এ লেখেন ‘Just Married’ ।
টেলিভিশনের ছোট পর্দা থেকে OTT র যুগে বিভিন্ন ওয়েব সিরিজে তার অভিনয় মন কেড়েছে অনেকেরই । সাইকোলজি নিয়ে পড়াশোনা করলেও বরাবরই অভিনয়ের দিকেই ঝুক ছিলো সন্দীপ্তার ।
সেই কারণেই টিভি সিরিয়াল দিয়ে নিজের অভিনয় জীবনের শুরু করেছিলেন । স্টার জলসা চ্যানেলে ‘ টাপুর টুপুর ‘ দিয়ে অভিনয় জীবনের শুরু । তারপর একের পর এক মেগা সিরিয়াল করেছেন তিনি । বর্তমানে Hoichoi, Zee5 এর বিভিন্ন সিরিজে তিনি পরিচিত মুখ ।
আরো পড়ুন,
Sandipta Sen Husband Name
শুধুমাত্র অভিনয় নয়, নিজের সৌন্দর্য্য দিয়েও কেড়েছেন অনেক যুবকের হৃদয় ।
গতকাল সন্ধ্যায় তার বিয়ের ছবি বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে । রেজিস্ট্রি ম্যারেজ থেকে বৈদিক মতে বিয়ে করেন সন্দীপ্তা ।
এবারে প্রশ্ন পাত্র কে ?
পাত্র হলেন সন্দীপ্তার দীর্ঘদিনের প্রেমিক সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee) ।
Sandipta Sen Marriage Photos
মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিকের পৌরহিত্য এ বিয়ে সারলেন সন্দীপ্তা। প্রথাগত নিয়মের বাইরে বেরিয়ে বরের মাথায় সিঁদুর পরিয়ে দিলেন ।
বিয়েতে উপস্থিত ছিলেন সৃজিত মুখোপাধ্যায়, আবির, সোহিনী সরকার থেকে অনির্বাণ চ্যাটার্জি, বিক্রম, ঈশার মতো অনেকেই ।
সামনেই সন্দীপ্তার জনপ্রিয় সিরিজ বোধনের দ্বিতীয় সিজন (Bodhon Season 2) রিলিজ হতে চলেছে হইচই এর পর্দায় । তার আগেই চারহাত এক করে নিয়েন অভিনেত্রী ।
তবে তার বিয়ের সুবাদে অনেক যুবকেরই হৃদয় ভাঙলো তা কিন্তু বলাই বাহুল্য ।
আরো পড়ুন,
KGF এর থেকেও ভয়ংকর ছবি নিয়ে আসছে Yash প্রকাশ্যে এলো ছবির নাম, তার বিপরীতে নায়িকা সাই পল্লবী ?
মাথা নেই মুন্ডু নেই জগাখিচুড়ি বানিয়েছে, অ্যানিমাল ছবি নিয়ে বললেন বাংলাদেশী পরিচালক