Animal Movie: মাথা নেই মুন্ডু নেই জগাখিচুড়ি বানিয়েছে, অ্যানিমাল ছবি নিয়ে বললেন বাংলাদেশী পরিচালক

Priyankush Maity
2 Min Read

Animal Movie Bangladesh Review

খিচুড়ি কয় প্রকার জানেন?

এই যেমন মুগ ডালের খিচুড়ি, সবজি খিচুড়ি, মুসুর ডালের খিচুড়ি, মাষকালাই ডালের খিচুড়ি, গমের খিচুড়ি, সাবুর খিচুড়ি, মাংসের খিচুড়ি, ভুনা খিচুড়ি, ডিমের খিচুড়ি, মাছের খিচুড়ি, পাতলা খিচুড়ি, থকথকে খিচুড়ি আবার ঝরঝরে খিচুড়ি……. মানে খিচুড়ি নিয়ে বাঙালীদের-ভারতীয়দের এক্সপেরিমেন্ট প্রচুর। একদম বলে শেষ করা যাবেনা। রণবীর কাপুরের নতুন সিনেমা অ্যানিমাল প্রসঙ্গে ঠিক এই কথাই বলেছেন, বাংলাদেশের থিয়েটার ও টেলিফিল্ম পরিচালক সাজ্জাদ হোসেন।

আজ বাংলাদেশে মুক্তি পেয়েছে অ্যানিমাল ছবিটি। ভারতীয় বক্স অফিসে গত এক সপ্তাহ থেকে ছবিটি তাণ্ডব করে চলেছে। আজ বাংলাদেশে ছবি মুক্তির পর এক সাক্ষাৎকারে সাজ্জাদ হোসেন কি বলেছেন তা পড়ুন ।

তবে সবচেয়ে যে খিচুড়িটি কুখ্যাত তা হচ্ছে জগাখিচুরি। সেইরাম টেস্ট!!

তেমনি একটি জগাখিচুরি হচ্ছে Animal (2023) মুভি। ৩ঘন্টা ২১+ মিনিট নিয়েও পরিচালক ভাঙ্গা মশাই মুভির গল্পই দাঁড় করাতে পারেন নি।
ধুপধাপ এক সিকোয়েন্স থেকে আরেক সিকোয়েন্সে চলে যাচ্ছে, বর্তমান থেকে অতীতে যাচ্ছে, আবার অতীত থেকে আরও অতীতে যাচ্ছে, যাচ্ছে যাক। কিংবা যাওয়ার মধ্যে কোনো ধারাবাহিকতা নেই। কোনো দাগটানা ব্যাপার নেই।

Animal Movie Release In Bangladesh

কিন্তু মুভিটি প্রথম থেকে বিরতি পর্যন্ত সেরকম ছিলো। চাইলে প্রথম অর্ধেক দিয়েই একটা পূর্ণাঙ্গ মুভি হয়ে যায়। কিন্তু পরিচালক গল্পটাকে টেনে হিঁচড়ে এবং অযথা ন্যুডিটি দিয়ে জগাখিচুড়ি বানিয়ে ফেলেছেন।
তাইতো ববির চরিত্রটি ছাড়া বাদবাকি চরিত্রগুলোর পর্যাপ্ত ব্যাকস্টোরি নেই। এমন কি যে চরিত্রটি সবচেয়ে মূখ্য মানে রনবীরের চরিত্রটিরই পর্যাপ্ত ফাউন্ডেশন নেই। তাইতো ওর ভায়োলেন্সগুলো প্রথম প্রথম ভালো লাগলেও পরে একঘেয়ে লেগে যায়।
এজন্য এমন দীর্ঘ একটা রানটাইম শীতের রাতের মতন দীর্ঘ মনে হয়!

কিন্তু পোস্ট ক্রেডিট সিনে যেটা দেখানো হয়, সেটা কিন্তু অসাধারণ লাগে। তার কারণ কি? কারণ পর্যাপ্ত ব্যাকস্টোরি। তাইতো সেখানে ভায়োলেন্সটাকে শিল্প মনে হয়!

মজার একটা তথ্য দিয়ে শেষ করি, ভারতের জগন্নাথ মন্দিরে যে খিচুড়ি রান্না করা হয়, সেই খিচুড়ির নাম জগাখিচুড়ি। যা খেয়ে হাজার হাজার মানুষ তৃপ্তির ঢেঁকুর তোলে🙂।

আরো পড়ুন,

Animal Review: পারিবারিক যুদ্ধে রণবীরের রক্তাক্ত ‘ অ্যানিমাল’ কি পারবে ব্লকবাস্টার হতে?

 অ্যানিমালের দাপটেও দর্শকমহলে প্রশংসিত ভিকি কৌশলের ‘শ্যাম বাহাদুর’

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.