Animal Bangladesh Release: কেটে ছেটে বাংলাদেশে মুক্তি পেলো রণবীরের ‘অ্যানিমাল’,জানুন কেমন হলো প্রথম দিনের বক্স অফিস কালেকশন?

Priyankush Maity
3 Min Read

Animal Movie Bangladesh Release

ভারতীয় প্রেক্ষাগৃহে সপ্তাহ খানেক আগেই মুক্তি পেয়েছে রণবীর কাপুরের অ্যানিমাল । মুক্তির পর থেকেই বক্স অফিসে সুনামি এনেছে এই ছবিটি ।
অবশেষে বাংলাদেশে ও মুক্তি পেলো বহু প্রতীক্ষিত এই ছবিটি । গত কয়েকদিন থেকেই ‘Animal’ ছবিটির রিলিজ নিয়ে বাংলাদেশের বিভিন্ন মহলে চলছিলো ডামাডোল ।
বাংলাদেশ সেন্সর বোর্ডের পক্ষ থেকে এই ছবিটির ছাড়পত্র নিয়ে বেশ কিছুটা সময় দেরি হলো।
আজ সারা বাংলাদেশের প্রায় 48 টি প্রেক্ষাগৃহে এই ছবিটি মুক্তি পেয়েছে।

দক্ষিণী পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত কবীর সিং এর আগে বক্স অফিসে ব্যাপক ব্যাবসা করেছে ।
যদিও ওই ছবিটি বাংলাদেশে মুক্তি পায়নি ।
Salman Khan অভিনীত কিসি কা ভাই, কিসি কা জান, পাঠান এর পর বাংলাদেশে মুক্তি পাচ্ছে কোন বলিউড ছবি ।
ট্রেলার রিলিজের পর থেকেই ভারতের সঙ্গে সঙ্গে বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয় হয়েছিলো।

Animal Release In Bangladesh Hall List

মুক্তি পেতে দেরি হলো কেন ?
অ্যানিমাল সারা বিশ্বজুড়ে এক সপ্তাহ আগেই মুক্তি পেয়েছে। কিন্তু বাংলাদেশে মুক্তি পেয়েছে আজ। স্বভাবতই রণবীরের বাংলাদেশের ফ্যান রা এই নিয়ে যথেষ্টই অখুশি।
কিন্তু কেন হলো এতটা দেরি ?
বাংলাদেশের তথ্য মন্ত্রক ডিসেম্বরের 1 তারিখ থেকেই ছবিটি দেখানোর অনুমতি দিয়েছিল সেদেশে । কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড অনুমোদন দেয়নি ছবিটি প্রেক্ষাগৃহে দেখানোর ।
অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের পক্ষ ছবিটির বেশ কিছু দৃশ্য কেটে ছবিটিকে রিলিজ করা হয়েছে ।

আরো পড়ুন,

KGF এর থেকেও ভয়ংকর ছবি নিয়ে আসছে Yash প্রকাশ্যে এলো ছবির নাম, তার বিপরীতে নায়িকা সাই পল্লবী ?

Best Bengali Web Series 2023

এবারে, কাটছাট করার পর কেমন লাগলো অ্যানিমাল ছবিটি ? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা যোগাযোগ করেছিলাম ইমরুল নামক ঢাকা নিবাসী এক ব্যাক্তির সঙ্গে । তার অভিজ্ঞতা জানুন ।

  • অবশেষে বাংলাদেশের থিয়েটারে দেখলাম অ্যানিমেল। প্রথমেই বলবো যেই দৃশ্যগুলো দর্শকের মনে দোলা দেওয়ার কথাছিলো সেইগুলো সব কেটে দিয়েছে সিনেমা হল। বাংলাদেশের অ্যানিমেল আমি বলবো ফুল ছাড়া কদম ফুল। মুভির রান-টাইম বেশি আপনারা এডজাস্ট করে নিতেন। এমন একটা মুভি দেখানোর মানে কি?
  • যাই হোক। মুভিতে সবাই ভালো অভিনয় করেছে এবং রণবীর ফাটিয়ে দিয়েছে। রাশমিকা, অনীল, তৃপ্তী এবং ববি দারুন করেছে। ববি ৩০ বছর ডায়লগ বলে যা ফাটিয়েছে আজকে বোবা হয়ে তার চেয়ে বেশী দিয়েছে। আপনি যেই জিনিসগুলো ভাংগার ছবিতে আশা করেন তাই পাবেন। কিন্তু ছবিতে অনেক কিন্তু আছে, অনেক।
  • মুভি দেখে আপনার মাথায় লজিক ঘুরতে থাকবে কিন্তু আপনি খুজেও পাবেন না। হতেই পারে আপনি বাবাকে ভালোবাসেন, ইটস নরমাল বাট রনবীর যা করলো তা নরমাল না অ্যানিমেল টাইপ।

বাংলাদেশের মোট 48 টি প্রেক্ষাগৃহে এই ছবিটি রিলিজ করা হয়েছে। গত দুদিন আগে থেকেই এই ছবির এডভ্যান্স বুকিং শুরু হয়ে গিয়েছিলো। রিপোর্ট অনুযায়ী সন্ধ্যা অব্দি বাংলাদেশের বিভিন্ন হল মিলিয়ে প্রায় 10 লক্ষ টাকার মতো ব্যাবসা করেছে অ্যানিমাল। সামনেই সপ্তাহান্তে এই কালেকশন আরো বাড়তে চলেছে এমনটাই মনে করছেন ট্রেড অ্যানালিস্টরা।

আরো পড়ুন,

Animal Review: পারিবারিক যুদ্ধে রণবীরের রক্তাক্ত ‘ অ্যানিমাল’ কি পারবে ব্লকবাস্টার হতে?

 অ্যানিমালের দাপটেও দর্শকমহলে প্রশংসিত ভিকি কৌশলের ‘শ্যাম বাহাদুর’

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.