Upcoming SUV In India 2024
SUV গাড়ি সবচেয়ে জনপ্রিয়, শুধু ভারতে নয়, বিশ্বব্যাপী এই গাড়িটির নামডাক ছড়িয়ে আছে। ভারতে SUV-এর জন্য প্রশংসা তারা যে দুর্দান্ত ড্রাইভিং পজিশন, ব্যবহারিকতা এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স অফার করে তা থেকে উদ্ভূত হয়, যা আমাদের কাছে কম-নিখুঁত রাস্তার পরিপ্রেক্ষিতে শহর এবং দীর্ঘ দূরত্ব ব্যবহারের জন্য একটি আদর্শ পছন্দ করে তোলে। নতুন Mahindra Scorpio, Maruti Suzuki Jimny, Audi Q3, Jeep Grand Cherokee এবং Range Rover-এর মতো আগামী বছরে আমাদের বাজারে প্রবেশ করা সমস্ত নতুন SUV-এর তালিকা নীচে দেওয়া হল৷ ভারতীয় গাড়ির বাজার গত কয়েক বছরে গাড়ি নির্মাতাদের জন্য অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। একটি নতুন গাড়ি কেনার প্রতি ক্রমবর্ধমান আগ্রহের জন্য ধন্যবাদ, নতুন বছরে উৎসবের উল্লাশকে আরো বাড়িয়ে তুলুন আপনার পছন্দের নতুন SUV গাড়ির সঙ্গে । বাজারে বর্তমান সময়ে বিভিন্ন কোম্পানি তাদের নতুন নতুন ফিচারস নিয়ে নতুন গাড়ি লঞ্চ করতে চলেছে । গাড়ি কেনার আগে আপনার জেনে নেওয়া উচিত কোন গাড়িটি আপনর জন্য সঠিক ।
দেখুন, গাড়ির পছন্দ করার ব্যাপারটা ব্যাক্তি বিশেষে আলাদা আলাদা হয়ে থাকে। কারো ফ্যামিলি Car কারো আবার একটু Off Roading করার মতো Mahindra Thar কিংবা Suzuki Zimny পছন্দ । কেউ আবার 5 সিটার নয়, 7 সিটার গাড়ি কেনার পরিকল্পনা করছেন। তো, আপনার জন্য আমরা তৈরি করেছি সেরা গাড়ির লিষ্ট। যাতে আপনি অনায়াসেই বাছাই করতে পারেন আপনার পছন্দের গাড়িকে। তো, চলুন দেখে নেওয়া যাক। নিচে টপ আপকামিং SUV গাড়ির তালিকা দেওয়া হলো ।
Top 10 Upcoming SUV List
- Tata Harrier EV
- Toyota Urban Cruiser Taisor
- Hyundai Casper
- Tata Blackbird
- Jeep Sub 4meter SUV
- Ford Mustang
- MG 5EV
- BMW i5
- Mahindra Bolero Neo Plus
- Mercedes Benz GLA
Upcoming SUV Under 20 Lakhs
এছাড়াও লঞ্চ হতে চলেছে,
Mahindra Thar 5 Door
এই গাড়িতে মাহিন্দ্রা অনেক দুর্দান্ত ডিজাইন আনতে চলেছে। যদিও বর্তমান থারে যে ইঞ্জিন রয়েছে সেই একই ইঞ্জিন এই গাড়িতেও থাকবে কিন্তু Interior ও ডিজাইন এ হতে চলেছে ব্যাপক পরিবর্তন। 360 ডিগ্রি ক্যামেরা, Panaromic Sunroof এর মতো আধুনিক ডিজাইন থাকবে নতুন Mahindra Thar 5 Door SUV গাড়িতে।
Hyundai Creta Facelift
এই তালিকার অন্যতম আকর্ষণীয় গাড়িটি হলো Creta Facelift। গত কয়েক বছর ধরে Hyundai Creta এই সেগমেন্টে একচেটিয়া ব্যাবসা করে চলেছে। বছরের শুরুতেই আসতে চলেছে Creta Facelift । নতুন Facelift মডেলে থাকবে 360 ডিগ্রি ক্যামেরা, ADAS ইঞ্জিন ও অন্যান্য অনেক দুর্দান্ত বৈশিষ্ট্য।
আরো পড়ুন,
16 জানুয়ারি বাজার কাপাতে আসছে Hyundai Creta Facelift, আতঙ্কে টাটা, মারুতি Nexa
Mahindra 5 Door লঞ্চ হচ্ছে এই আকর্ষণীয় দাম আর ফিচার্স নিয়ে, দেখুন কি কি রয়েছে গাড়িতে
Mahindra XUV 300 Facelift
মাহিন্দ্রা তাদের XUV গাড়ির মডেলের মধ্যে XUV 300 এর Facelift আনতে চলেছে। সাম্প্রতিক সময়ে এই ফেসলিফ্ট মডেলটি বহুবার ভারতীয় রাস্তায় দেখতে পাওয়া গেছে । যদিও সেগুলো কোম্পানির বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্যই চালানো হয়েছে রাস্তায়। তবে নতুন বছরে XUV300 Facelift মডেলটি কিন্তু বহু গ্রাহক টানতে চলেছে।
আরো পড়ুন,
Renault Duster 2024: নতুন লুক আর ফির্চাস নিয়ে লঞ্চ হচ্ছে রেনল্ট ডাস্টার, জানুন কি কি রয়েছে গাড়িতে
Upcoming Electric Cars In India: Price, Mileage সবকিছু দেখে নিন 1 মিনিটে