আপনি কি 1লাখ টাকার মধ্যে বাইক কেনার পরিকল্পনা করছেন? (Top 5 Bikes Under 1 Lakh In India 2024) এই দামের মধ্যে বাজারে কী কী সেরা বাইক বিক্রি হয় তা জানা নেই? এইসব নিয়ে আর চিন্তা ও সময় নষ্ট করতে হবে না। আমরা এইসব নিয়ে একটি লিস্ট তৈরি করেছি যা নিচে দেওয়া হলো।
আমরা জানি যে বাইক কেনার সময় বাজেট হল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি এবং সেখানে বিভিন্ন ধরনের বাইক থাকায়, আপনার পকেটের জন্য উপযুক্ত একটি ভাল বাইক খুঁজে পাওয়া সত্যিই কঠিন হয়ে পড়ে৷ তবে এই ক্ষেত্রে ভিন্ন গ্রাহকের বিভিন্ন পছন্দ রয়েছে। তাও, আমরা 1লাখের মধ্যে সেরা বাইকের একটি সম্পূর্ণ তালিকা তৈরি করেছি। আমরা জানি একটি বাইকের শোরুমে একাধিক বাইক থাকার কারণে কোনো একটি নির্দিষ্ট বাইকের দাম, স্টাইল, মাইলেজ, স্পেসিফিকেশন, রং, রিভিউ এবং আরও অনেক কিছু জিনিস বিচার করা সহজ কাজ নয়। তাই আমরা বাইক সম্পর্কিত তথ্য সহ বাইকের সম্পূর্ণ তালিকা আপনার সামনে উপস্থিত করছি। এই তালিকাতে 1লাখ টাকার মধ্যে থাকা বাইকের রং, স্পেসিফকেশন ও মাইলেজ ইত্যাদি বিষয়ে দেওয়া থাকবে যাতে আপনি খুব সহজেই সেরা বাইক খুঁজে নিতে পারেন।
Top 5 Bikes Under 1 Lakh In India 2024
Hero Splendor Plus
Price – 75,999
Engine – 97.2 cc
Power – 8.02 PS
Torque – 8.05 Nm
Mileage – 80.6 kmpl
Brakes – Drum
Fuel Capacity – 9.8L
Best Bike Under 1 Lakh On-Road Price
Honda SP 125
Price – 99,299
Engine – 123.94 cc
Power – 10.87 PS
Torque – 10.9 Nm
Brakes – Disc
Fuel Capacity – 11.2 L
Bajaj Pulsar 125
Price – 80,416
Engine – 124.4 cc
Power – 11.8 PS
Torque – 10.8 Nm
Mileage – 51.46 kmpl
Brakes – Disc
Fuel Capacity – 11.5L
Best Bikes Under 1 Lakh
Honda Shine
Price – 79,800
Engine – 123.94 cc
Power – 10.74 PS
Torque – 11 Nm
Brakes – Disc
Fuel Capacity – 10.5L
Hero Glamour
Price – 80,640
Engine – 125 cc
Power – 10.84 PS
Torque – 10.6 Nm
Brakes – Disc
Fuel Capacity – 10L
আরো পড়ুন,
Bikes Under 1.5 Lakh: চোখ ধাঁধানো লুক, দূর্দান্ত ফিচারের এই বাইকগুলো পাওয়া যাচ্ছে কম দামে!
TVS Apache RTR 160 4V নতুনভাবে লঞ্চ হলো দূর্দান্ত ফিচারসহ একদম কম দামে, জেনে নিন সবকিছু