Mahindra XUV300 Facelift price & Launch Date
Mahindra XUV300 2024: ভারতীয় বাজারে দিনের পর দিন Mahindra কোম্পানির গাড়ি অর্থাৎ XUV এর চাহিদা বেড়েই চলেছে। তাই Mahindra নতুন একটি মডেল লঞ্চ করতে চলেছে 2024 সালের ফেব্রুয়ারিতে XUV300 Facelift। যেহেতু Mahindra ভারতে জনপ্রিয় ও বেশি বিক্রি হওয়া গাড়ির মধ্যে একটি। Mahindra এর নতুন বাজেটের গাড়িটি ভারতীয় বাজারে 10 লাখ টাকাতে বিক্রি হবে বলে জানা গেছে ।
Mahindra XUV 300 Facelift Features & Specs
স্পেসিফকেশন – XUV 300 Facelift এই নতুন গাড়িটি C আকারের LED হেডলাইট, একটি বড়ো এয়ার ইনটেক, একটা নতুন ফ্রন্ট গ্রিল এবং একটি অ্যালয় হুইল ডিজাইন আছে। আবার পেছনে বাম্পার আছে। এই নতুন Mahindra XUV 300 Facelift 2024 একটি 10.25 স্ক্রিনটাচ ডিসপ্লে সিস্টেম থাকতে পারে, একটি প্যানোরামিক সানরুফ থাকবে। এই গাড়িটি পেট্রোল ও ডিজেল দুটোতেই 1.2L আর 1.5L টার্বো তে চলবে এবং 5 সিটের গাড়ি হবে। এই গাড়িতে অটোমেটিক আর ম্যানুয়াল এ থাকতে দেখা যেতে পারে।
Key Specifications –
Mileage : Upto 20 kmpl
Engine : 1.2L Turbocharged Petrol Engine / 1.5L Diesel Engine
BHP : Upto 120 bhp
Transmission : Automatic/Manual
Fuel : Petrol & Diesel
Seats : 5
আরো পড়ুন,