Parking Movie Review: দুই পরিবারের গাড়ির পার্কিং ঘিরে অনবদ্য, জমজমাট থ্রিলার

Priyankush Maity
2 Min Read

বছরের শুরু হল বেশ ভাল একটা থ্রিলার সিনেমা দিয়ে । দুই ভাড়াটে, নীচে সরকারী চাকুরে এক প্রৌঢ় এবং উপরে সফটওয়ার ইঞ্জিনিয়ার যুবক । দুজনেই ফ্যামিলি ম্যান । দুই ফ্যামিলির মধ্যে সৌহার্দ্য গড়ে ওঠে । এমন একটা পরিবেশে একটা পার্কিং স্পেস নিয়ে এমন কিছু ঘটতে পারে সেটা কল্পনার বাইরে !

Parking Review

গল্পটা যত এগোতে থাকে মনে হয় যে আচ্ছা এবার তাহলে মিটে গেল কিন্তু তারপর আবার এমন দিকে ঘুরে যায় – উফফ !

বেশ কিছু সোস্যাল কমেন্ট্রিও করা হয়েছে খুব সূক্ষ ভাবে । মানুষের আসল নগ্ন রূপ বেরিয়ে আসে যখন তার অহংকার বা সম্মানে কেউ আঘাত করে এবং তার পালটা আঘাত করতে গিয়ে কতটা দূর যেতে পারে মানুষ তার দারুণ নিদর্শন এই সিনেমা!

Parking Movie Cast

Loading...
  • Harish Kalyan
  • Indhuja Ravichandran
  • M.S. Bhaskar
  • Prathana Nathan

যারা ভাল থ্রিলার পছন্দ করেন, দেখতে পারেন হটস্টারে আছে । যদিও মিল নেই তেমন তবুও The Wild Tales এর একটা গল্পের কথা মনে পড়ে যাচ্ছিল ! 🙏

ছবিটি দেখতে দেখতে কাশিরাম দাসের লেখা ছোটবেলায় পড়া একটা কবিতা মনে মনে পড়ে গেল কবিতাটির নাম ক্রোধ।ক্রোধ বা রাগ মানুষকে কোথায় নিয়ে যায় সেটা এই মুভি দেখিয়েছে।সাউথের মত কন্টেন সত্যিই অন্য সিনেমায় পাওয়া মুশকিল।তামিল ছবি পার্কিং একদম পিওর প্যাকড কন্টেন অরিয়েন্টেড ছবি।গাড়ি রাখার পার্কিং কে কেন্দ্র করে দুই ভাড়াটের মধ্যে ছোটখাটো মন কষাকষি থেকে কি কি হতে পারে সেটাই এই সিনেমার উপজীব্য।নির্মেদ চিত্রনাট্য ,সুন্দর অভিনয় এক্সেলেন্ট পরিচালনা সমৃদ্ধ এক অনবদ্য ছবি পার্কিং যা আপনাকে দুই ঘন্টা দশ মিনিট টিভি স্ক্রিনে আটকে রেখে দেবে।হরিশ কল্যাণ,ইন্দুজা, এম এস ভাস্কর তিনজনেই ফাটিয়ে অভিনয় করেছেন। সবথেকে লেখক পরিচালক রামকুমার বালাকৃষ্ণন এর মুন্সিয়ানা এটাই যে ছবিটি দেখতে দেখতে আপনি কার পক্ষ নেবেন বুঝতেই পারবেন না।একটি মাস্টারপিস মুভি পার্কিং চটপট দেখে ফেলুন ডিজনি হটেস্টারে দেখার পরে কাশিরাম দাসের এই দুটো লাইন অবশ্যই মনে রাখবেন

এই ক্রোধ যেই জন জিনিবারে পারে
ইহকাল পরকাল অবহেলে তরে।

আরো পড়ুন,

ফেব্রয়ারিতেই বিয়ের পিঁড়িতে বিজয় – রশ্মিকা! প্রকাশ্যে এনগেজমেন্ট ডেট

ছুটি কাটাতে বিকিনি লুকে পার্নো মিত্র, সুস্পষ্ট দেখা যাচ্ছে বক্ষযুগল, সঙ্গী কে ?

Share This Article